অনলাইন ডেস্ক
ঢাকা: তিউনিসিয়ায় ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ ১৭৮ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দুজনের মরদেহও উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়।
তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, দেশটির নৌবাহিনী ভূমধ্যসাগর থেকে ১৭৮ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে। ওই অভিবাসনপ্রত্যাশীরা লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশে যাত্রা করেছিলেন।
তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীরা বাংলাদেশ, তিউনিসিয়া, সিরিয়া, মিশর, নাইজেরিয়া, মালি ও ইথিওপিয়ার নাগরিক। তাঁরা লিবিয়ার জুয়ার বন্দর থেকে শুক্র অথবা শনিবার রাতে ইউরোপের উদ্দেশে যাত্রা শুরু করেন।
তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রলায়ের মুখপাত্র মোহামেদ জেকরি বলেন, অভিবাসনপ্রত্যাশীদের নৌকাটি ডুবে যাওয়ার ঝুঁকিতে ছিল।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার লিবিয়া থেকে ইতালিতে যাওয়ার পথে ভূমধ্যসাগর থেকে ২৬৭ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়। যাঁদের মধ্যে বেশির ভাগই ছিলেন বাংলাদেশি। এর আগে গত ১৭ মে লিবিয়া থেকে ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে তিউনিসিয়ার জলসীমায় নৌকাডুবির ঘটনায় ৮১ জন বাংলাদেশির মধ্যে ৬৮ জনকে জীবিত উদ্ধার করে দেশটির নৌবাহিনী ও কোস্টগার্ড। এখনো নিখোঁজ রয়েছেন ১৩ জন বাংলাদেশি।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার সময় অন্তত ৭৬০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।
ঢাকা: তিউনিসিয়ায় ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ ১৭৮ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দুজনের মরদেহও উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়।
তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, দেশটির নৌবাহিনী ভূমধ্যসাগর থেকে ১৭৮ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে। ওই অভিবাসনপ্রত্যাশীরা লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশে যাত্রা করেছিলেন।
তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীরা বাংলাদেশ, তিউনিসিয়া, সিরিয়া, মিশর, নাইজেরিয়া, মালি ও ইথিওপিয়ার নাগরিক। তাঁরা লিবিয়ার জুয়ার বন্দর থেকে শুক্র অথবা শনিবার রাতে ইউরোপের উদ্দেশে যাত্রা শুরু করেন।
তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রলায়ের মুখপাত্র মোহামেদ জেকরি বলেন, অভিবাসনপ্রত্যাশীদের নৌকাটি ডুবে যাওয়ার ঝুঁকিতে ছিল।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার লিবিয়া থেকে ইতালিতে যাওয়ার পথে ভূমধ্যসাগর থেকে ২৬৭ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়। যাঁদের মধ্যে বেশির ভাগই ছিলেন বাংলাদেশি। এর আগে গত ১৭ মে লিবিয়া থেকে ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে তিউনিসিয়ার জলসীমায় নৌকাডুবির ঘটনায় ৮১ জন বাংলাদেশির মধ্যে ৬৮ জনকে জীবিত উদ্ধার করে দেশটির নৌবাহিনী ও কোস্টগার্ড। এখনো নিখোঁজ রয়েছেন ১৩ জন বাংলাদেশি।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার সময় অন্তত ৭৬০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
৪৪ মিনিট আগেভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
২ ঘণ্টা আগেমানবতাবিরোধী ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্য। গতকাল নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
২ ঘণ্টা আগেআয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পরোয়ানা জারি করায় বেনিয়ামিন নেতানিয়াহু আয়ারল্যান্ডে এলে তাকে গ্রেপ্তার করা হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি প
৩ ঘণ্টা আগে