অনলাইন ডেস্ক
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ কিছু মানুষের ধারণার চেয়েও তাড়াতাড়ি শেষ হতে পারে। তিনি বলেছেন, ‘আমি মনে করি, আমরা যতটা শান্তির কাছাকাছি আছি বলে ভাবি, আছি আসলে তার চেয়েও বেশি। আমাদের শুধু খুব শক্তিশালী, খুব শক্তিশালী হতে হবে।’
মঙ্গলবার মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এসব কথা বলেছেন। জেলেনস্কি জানান, এই সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে তিনি যে বিজয় পরিকল্পনাটি উপস্থাপন করবেন, তার জন্য ইউক্রেনের সেনাবাহিনীকে শক্তিশালী করতে হবে। তাঁর মতে, কিয়েভ শক্তিশালী হলেই শুধু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সংঘাতের অবসান ঘটাতে চাপ দিতে পারে ইউক্রেন।
বিজয় পরিকল্পনাটি রাশিয়ার সঙ্গে কোনো আলোচনার বিষয়ে নয়, বরং এটিকে যুদ্ধ বন্ধ করার কূটনৈতিক পথের একটি সেতু হিসেবে আখ্যা দিয়েছেন জেলেনস্কি। তিনি দীর্ঘদিন ধরেই পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনকে দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের ওপর বিধিনিষেধ তুলে নেওয়ার আবেদন জানিয়ে আসছেন। এসব ক্ষেপণাস্ত্র ইউক্রেন থেকে রাশিয়ার ভেতরে আঘাত হানতে সক্ষম। ধারণা করা হচ্ছে, এই সপ্তাহেই যুক্তরাষ্ট্রে পৌঁছে আবারও ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি চাইবেন তিনি।
এর আগে গত রোববার এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, তিনি ইউক্রেনকে সবুজ আলো দেবেন কি-না তা এখনো সিদ্ধান্ত নেননি। জেলেনস্কি মত দিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রকেই এই সিদ্ধান্তের নেতৃত্ব দিতে হবে। এবিসিকে তিনি বলেন, ‘সবাই বাইডেনের দিকে তাকিয়ে আছে এবং আমাদের আত্মরক্ষার জন্য এটি প্রয়োজন।’
উল্লেখ্য, নিউ ইয়র্কের স্থানীয় সময় বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিসের সঙ্গেও দেখা করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ কিছু মানুষের ধারণার চেয়েও তাড়াতাড়ি শেষ হতে পারে। তিনি বলেছেন, ‘আমি মনে করি, আমরা যতটা শান্তির কাছাকাছি আছি বলে ভাবি, আছি আসলে তার চেয়েও বেশি। আমাদের শুধু খুব শক্তিশালী, খুব শক্তিশালী হতে হবে।’
মঙ্গলবার মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এসব কথা বলেছেন। জেলেনস্কি জানান, এই সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে তিনি যে বিজয় পরিকল্পনাটি উপস্থাপন করবেন, তার জন্য ইউক্রেনের সেনাবাহিনীকে শক্তিশালী করতে হবে। তাঁর মতে, কিয়েভ শক্তিশালী হলেই শুধু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সংঘাতের অবসান ঘটাতে চাপ দিতে পারে ইউক্রেন।
বিজয় পরিকল্পনাটি রাশিয়ার সঙ্গে কোনো আলোচনার বিষয়ে নয়, বরং এটিকে যুদ্ধ বন্ধ করার কূটনৈতিক পথের একটি সেতু হিসেবে আখ্যা দিয়েছেন জেলেনস্কি। তিনি দীর্ঘদিন ধরেই পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনকে দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের ওপর বিধিনিষেধ তুলে নেওয়ার আবেদন জানিয়ে আসছেন। এসব ক্ষেপণাস্ত্র ইউক্রেন থেকে রাশিয়ার ভেতরে আঘাত হানতে সক্ষম। ধারণা করা হচ্ছে, এই সপ্তাহেই যুক্তরাষ্ট্রে পৌঁছে আবারও ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি চাইবেন তিনি।
এর আগে গত রোববার এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, তিনি ইউক্রেনকে সবুজ আলো দেবেন কি-না তা এখনো সিদ্ধান্ত নেননি। জেলেনস্কি মত দিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রকেই এই সিদ্ধান্তের নেতৃত্ব দিতে হবে। এবিসিকে তিনি বলেন, ‘সবাই বাইডেনের দিকে তাকিয়ে আছে এবং আমাদের আত্মরক্ষার জন্য এটি প্রয়োজন।’
উল্লেখ্য, নিউ ইয়র্কের স্থানীয় সময় বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিসের সঙ্গেও দেখা করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রিমুভ করায় অ্যাডমিনকে গুলি করে হত্যা করেছেন এক পাকিস্তানি। গত বৃহস্পতিবার (৬ মার্চ) পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এ ঘটনা ঘটে। গত শনিবার অভিযুক্ত আশফাককে গ্রেপ্তার করেছে পুলিশ...
২ ঘণ্টা আগেদক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তান। যুদ্ধ–বিগ্রহ, তালেবানদের শাসন ব্যবস্থাসহ নানা কারণে দেশটি নিয়ে ভীতি আছে বিশ্ববাসীর মনে। কাজ ছাড়া শুধু ঘুরতে তাই সেখানে যেতে চান না তেমন কেউ। কিন্তু গত কয়েক বছর ধরে দেশটিতে আনাগোনা বেড়েছে বিদেশি পর্যটকের। তাও আবার যেনতেন পর্যটক নয়, ট্রাভেল ভ্লগাররা ভিড় করছেন এই দেশটিতে।
৪ ঘণ্টা আগেযুক্তরাজ্যের ওয়েলসের রাজনীতির প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধার ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নেতৃত্ব দিতে সক্ষম নেতাদের সামনের কাতারে আনতে ইচ্ছাকৃত মিথ্যাচারকারীদের পদচ্যুত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই বিষয়ে সম্প্রতি ওয়েলসের পার্লামেন্টে একটি প্রস্তাব আনা হয়েছে। এমনকি আগামী বছরের মধ্যে এই বিষয়ে আইন...
৪ ঘণ্টা আগেরোববারের অভিযানে পুনরুদ্ধার করা হয়েছে তিনটি গ্রাম—কুরস্কের উত্তরাঞ্চলীয় শহর স্তারায়া, নোভায়া সোরোচিনা এবং মালায়া লোকনিয়া। এ ছাড়া পূর্বাঞ্চলীয় একটি ছোট জনবসতিও পুনর্দখল করেছে রাশিয়া।
৪ ঘণ্টা আগে