অনলাইন ডেস্ক
রাশিয়ার কুরস্ক অঞ্চলে ঢুকে পড়েছে ইউক্রেনের সেনারা। শুক্রবার মার্কিন গবেষণা সংস্থা দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার জানিয়েছে, কুরস্কের অন্তত ৩০ কিলোমিটার গভীরে ঢুকে পড়েছে ইউক্রেনের সহস্রাধিক সেনা। তবে রুশ বাহিনী বলেছে, তারা পশ্চিম কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সেনাদের প্রতিহত করেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, কুরস্ক অঞ্চলে গত ২৪ ঘণ্টায় ২৮০ জনের বেশি ইউক্রেনের সৈন্য নিহত হয়েছে। তবে তাদের এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে ইউক্রেন খোলাখুলিভাবে রাশিয়ায় প্রবেশের কথা স্বীকার করেনি। তবে দেশটির প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি গত বৃহস্পতিবার বলেছিলেন, মস্কোকে অবশ্যই তার আক্রমণের পরিণতি অনুভব করতে হবে।
বিবিসি জানিয়েছে, ইউক্রেনের সামরিক বাহিনী রাতের বেলায় রাশিয়ার ভেতরে একটি সামরিক বিমানঘাঁটিতেও আঘাত হানে। এই ঘাঁটিতে রাশিয়ার Su-34, Su-35 এবং MiG-31 যুদ্ধবিমানগুলো সাধারণত রাখা হয়। এর কয়েক ঘণ্টা আগেই শত শত গ্লাইড বোমাসহ রাশিয়ার একটি গুদাম ধ্বংস করে দিয়েছিল ইউক্রেনের সেনারা।
গত জুনে এই রক্তক্ষয়ী যুদ্ধ থামিয়ে শান্তির পথ খুঁজতে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হয় ‘ইউক্রেন পিস সামিট’। কিন্তু ফলাফল শূন্য। দুই দেশের সংঘর্ষ এখনো চলছে।
মার্কিন সংস্থা দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের তথ্য অনুযায়ী, দক্ষিণ রাশিয়ার কুরস্ক অঞ্চলে আক্রমণ শানাচ্ছে ইউক্রেন। সেখানে সহস্রাধিক সেনা ও দুই ডজন সাঁজোয়া যান মোতায়েন করা হয়েছে। রয়েছে অত্যাধুনিক ট্যাংকও।
রাশিয়ার কুরস্ক অঞ্চলে ঢুকে পড়েছে ইউক্রেনের সেনারা। শুক্রবার মার্কিন গবেষণা সংস্থা দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার জানিয়েছে, কুরস্কের অন্তত ৩০ কিলোমিটার গভীরে ঢুকে পড়েছে ইউক্রেনের সহস্রাধিক সেনা। তবে রুশ বাহিনী বলেছে, তারা পশ্চিম কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সেনাদের প্রতিহত করেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, কুরস্ক অঞ্চলে গত ২৪ ঘণ্টায় ২৮০ জনের বেশি ইউক্রেনের সৈন্য নিহত হয়েছে। তবে তাদের এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে ইউক্রেন খোলাখুলিভাবে রাশিয়ায় প্রবেশের কথা স্বীকার করেনি। তবে দেশটির প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি গত বৃহস্পতিবার বলেছিলেন, মস্কোকে অবশ্যই তার আক্রমণের পরিণতি অনুভব করতে হবে।
বিবিসি জানিয়েছে, ইউক্রেনের সামরিক বাহিনী রাতের বেলায় রাশিয়ার ভেতরে একটি সামরিক বিমানঘাঁটিতেও আঘাত হানে। এই ঘাঁটিতে রাশিয়ার Su-34, Su-35 এবং MiG-31 যুদ্ধবিমানগুলো সাধারণত রাখা হয়। এর কয়েক ঘণ্টা আগেই শত শত গ্লাইড বোমাসহ রাশিয়ার একটি গুদাম ধ্বংস করে দিয়েছিল ইউক্রেনের সেনারা।
গত জুনে এই রক্তক্ষয়ী যুদ্ধ থামিয়ে শান্তির পথ খুঁজতে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হয় ‘ইউক্রেন পিস সামিট’। কিন্তু ফলাফল শূন্য। দুই দেশের সংঘর্ষ এখনো চলছে।
মার্কিন সংস্থা দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের তথ্য অনুযায়ী, দক্ষিণ রাশিয়ার কুরস্ক অঞ্চলে আক্রমণ শানাচ্ছে ইউক্রেন। সেখানে সহস্রাধিক সেনা ও দুই ডজন সাঁজোয়া যান মোতায়েন করা হয়েছে। রয়েছে অত্যাধুনিক ট্যাংকও।
চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে ভারতের ওডিশায় এক কিশোরীকে পাচার করা হয়েছিল। পরে তাঁকে স্থানীয় একটি ম্যাসাজ পারলারে কাজ করতে বাধ্য করা হয়। মাসের পর মাস বিনা বেতনে কাজ করার পর ওই কিশোরী পালিয়ে ওডিশার কটকের মধুপাটনার লিংক রোড এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। সেখান থেকে তাঁকে উদ্ধার করে মধুপাটনা..
১১ মিনিট আগেসারা দুতার্তের হুমকির প্রতিক্রিয়ায় মারকোসের প্রেসিডেনশিয়াল সিকিউরিটি কমান্ড জানিয়েছে, তারা ফিলিপাইনের নেতাকে রক্ষায় তাদের নিরাপত্তা প্রটোকল আরও শক্তিশালী করেছে এবং জাতীয় পুলিশ প্রধান বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।
২৬ মিনিট আগেগাজায় যুদ্ধ বন্ধ এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে আলোচনার নেতৃত্ব দিতে পারেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বোঝাতে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ব্যর্থ হওয়ার পর...
২৭ মিনিট আগেবিচ্ছিন্ন একটি ঘোড়ার মাথা এবং পেটের বাচ্চাসহ কেটে ফেলা একটি মৃত গরু খুঁজে পাওয়া গেছে ইতালির সিসিলির এক শহরে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাসিন্দাদের মধ্যে। এদিকে কর্তৃপক্ষ একে দেখছে মাফিয়ার পাঠানো এক হুমকি বা সতর্ক সংকেত হিসেবে।
৩৪ মিনিট আগে