অনলাইন ডেস্ক
রাশিয়ার কুরস্ক অঞ্চলে ঢুকে পড়েছে ইউক্রেনের সেনারা। শুক্রবার মার্কিন গবেষণা সংস্থা দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার জানিয়েছে, কুরস্কের অন্তত ৩০ কিলোমিটার গভীরে ঢুকে পড়েছে ইউক্রেনের সহস্রাধিক সেনা। তবে রুশ বাহিনী বলেছে, তারা পশ্চিম কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সেনাদের প্রতিহত করেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, কুরস্ক অঞ্চলে গত ২৪ ঘণ্টায় ২৮০ জনের বেশি ইউক্রেনের সৈন্য নিহত হয়েছে। তবে তাদের এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে ইউক্রেন খোলাখুলিভাবে রাশিয়ায় প্রবেশের কথা স্বীকার করেনি। তবে দেশটির প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি গত বৃহস্পতিবার বলেছিলেন, মস্কোকে অবশ্যই তার আক্রমণের পরিণতি অনুভব করতে হবে।
বিবিসি জানিয়েছে, ইউক্রেনের সামরিক বাহিনী রাতের বেলায় রাশিয়ার ভেতরে একটি সামরিক বিমানঘাঁটিতেও আঘাত হানে। এই ঘাঁটিতে রাশিয়ার Su-34, Su-35 এবং MiG-31 যুদ্ধবিমানগুলো সাধারণত রাখা হয়। এর কয়েক ঘণ্টা আগেই শত শত গ্লাইড বোমাসহ রাশিয়ার একটি গুদাম ধ্বংস করে দিয়েছিল ইউক্রেনের সেনারা।
গত জুনে এই রক্তক্ষয়ী যুদ্ধ থামিয়ে শান্তির পথ খুঁজতে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হয় ‘ইউক্রেন পিস সামিট’। কিন্তু ফলাফল শূন্য। দুই দেশের সংঘর্ষ এখনো চলছে।
মার্কিন সংস্থা দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের তথ্য অনুযায়ী, দক্ষিণ রাশিয়ার কুরস্ক অঞ্চলে আক্রমণ শানাচ্ছে ইউক্রেন। সেখানে সহস্রাধিক সেনা ও দুই ডজন সাঁজোয়া যান মোতায়েন করা হয়েছে। রয়েছে অত্যাধুনিক ট্যাংকও।
রাশিয়ার কুরস্ক অঞ্চলে ঢুকে পড়েছে ইউক্রেনের সেনারা। শুক্রবার মার্কিন গবেষণা সংস্থা দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার জানিয়েছে, কুরস্কের অন্তত ৩০ কিলোমিটার গভীরে ঢুকে পড়েছে ইউক্রেনের সহস্রাধিক সেনা। তবে রুশ বাহিনী বলেছে, তারা পশ্চিম কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সেনাদের প্রতিহত করেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, কুরস্ক অঞ্চলে গত ২৪ ঘণ্টায় ২৮০ জনের বেশি ইউক্রেনের সৈন্য নিহত হয়েছে। তবে তাদের এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে ইউক্রেন খোলাখুলিভাবে রাশিয়ায় প্রবেশের কথা স্বীকার করেনি। তবে দেশটির প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি গত বৃহস্পতিবার বলেছিলেন, মস্কোকে অবশ্যই তার আক্রমণের পরিণতি অনুভব করতে হবে।
বিবিসি জানিয়েছে, ইউক্রেনের সামরিক বাহিনী রাতের বেলায় রাশিয়ার ভেতরে একটি সামরিক বিমানঘাঁটিতেও আঘাত হানে। এই ঘাঁটিতে রাশিয়ার Su-34, Su-35 এবং MiG-31 যুদ্ধবিমানগুলো সাধারণত রাখা হয়। এর কয়েক ঘণ্টা আগেই শত শত গ্লাইড বোমাসহ রাশিয়ার একটি গুদাম ধ্বংস করে দিয়েছিল ইউক্রেনের সেনারা।
গত জুনে এই রক্তক্ষয়ী যুদ্ধ থামিয়ে শান্তির পথ খুঁজতে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হয় ‘ইউক্রেন পিস সামিট’। কিন্তু ফলাফল শূন্য। দুই দেশের সংঘর্ষ এখনো চলছে।
মার্কিন সংস্থা দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের তথ্য অনুযায়ী, দক্ষিণ রাশিয়ার কুরস্ক অঞ্চলে আক্রমণ শানাচ্ছে ইউক্রেন। সেখানে সহস্রাধিক সেনা ও দুই ডজন সাঁজোয়া যান মোতায়েন করা হয়েছে। রয়েছে অত্যাধুনিক ট্যাংকও।
রাশিয়ার সিরিজ হামলায় ইউক্রেনে নিহত হয়েছেন ২৫ জন। গত শুক্র ও শনিবার ইউক্রেনজুড়ে বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে রুশ সেনারা। ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি, আল-জাজিরা জানিয়েছে, শুধু দোনেৎস্কেই প্রাণ গেছে কমপক্ষে ১১ জনের, আহত হয়েছে প্রায় অর্ধশত মানুষ, যাদের মধ্যে ৬টিই শিশু।
২ ঘণ্টা আগেবাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে কলকাতায় দেশটির পর্যটক উপস্থিতি একেবারেই নগণ্য। আর এবারের রমজানে বাংলাদেশি পর্যটকের অনুপস্থিতি কলকাতার নিউ মার্কেট এলাকার ব্যবসায় বড় ধরনের প্রভাব ফেলেছে। অনেক খুচরা বিক্রেতা বিক্রয়ে ব্যাপক পতনের কথা জানাচ্ছেন। মহামারির পর এবারই প্রথম বাংলাদেশি পর্যটকেরা এই বিপণি...
২ ঘণ্টা আগেআরব বিশ্ব গৃহীত মিসরের গাজা পুনর্গঠন পরিকল্পনার সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে ইউরোপের শীর্ষ দেশগুলো। ফ্রান্স, জার্মানি, ইতালি ও ব্রিটেন জানিয়েছে, তারা মিসর উত্থাপিত গাজা পরিকল্পনা সমর্থন করে। ইউরোপের শীর্ষ দেশগুলোর এই প্রস্তাবকে সমর্থনের অর্থ তারা সরাসরি যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিরোধিতা করছে।
২ ঘণ্টা আগেভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দু হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশ প্রসঙ্গে বলেছেন, সেই একটি নির্দিষ্ট দেশ যদি আমার কোনো প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক স্থাপন করে, তাহলে উদ্বিগ্ন হওয়াই স্বাভাবিক। গতকাল শনিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের অনুষ্ঠান...
৩ ঘণ্টা আগে