অনলাইন ডেস্ক
চরমপন্থীরা বৃহত্তর রাজনৈতিক সংগ্রামের অংশ হিসেবে এখন আত্মোন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া শুরু করেছে। উগ্র ডানপন্থীরা অনলাইন ফিটনেস গ্রুপগুলোর মাধ্যমে সদস্য সংগ্রহ করছে। কোভিড মহামারিকালে এসব গ্রুপের জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় এই প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এই গ্রুপগুলোতে নতুন সদস্যদের সহিংসতার জন্য উসকানি দেওয়া হচ্ছে। বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, ফিটনেস ফ্রিকদের উগ্রপন্থায় দীক্ষিত করে সহিংসতার দিকে ঠেলে দেওয়া হতে পারে।
সংশ্লিষ্ট গবেষক ও পর্যেবক্ষকদের বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
গবেষকেরা মেসেজিং অ্যাপ টেলিগ্রামে অনলাইন ‘ফ্যাসিবাদী ফিটনেস’ চ্যাট গ্রুপের একটি নেটওয়ার্ক সনাক্ত করেছেন। এগুলোর মধ্যে একটি বড় অংশ ফ্যাসিবাদী সংগঠন ‘নিও-নাজি প্যাট্রিয়টিক অল্টারনেটিভ’-এর সঙ্গে সরাসরি যুক্ত। এই সংগঠনটি ব্রিটেনে বৃহত্তম চরম ডানপন্থী গোষ্ঠী।
বর্ণবাদ বিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতায় উসকানি দেওয়া এবং অংশ নেওয়ার অপরাধে ২০১৮ সালে কুখ্যাত শ্বেতাঙ্গ আধিপত্যবাদী রাইজ অ্যাবভ মুভমেন্টের (র্যাম) চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ ধরনের গোষ্ঠীগুলো ইউরোপীয় এবং মার্কিন ফাইট গ্রুপগুলোকে নিয়মিত মহিমান্বিত করে উপস্থাপন করে।
র্যামের প্রশংসা করার জন্য যুক্তরাজ্যের গ্রুপগুলোর মধ্যে হোয়াইট স্ট্যাগ অ্যাথলেটিক ক্লাবের (ডব্লিউএসএসি) সদস্যরা স্বস্তিকা আঁকা পতাকার ছবি পোস্ট করে। গত নভেম্বরে কাইল রিটেনহাউস জেল থেকে খালাস পাওয়া উদযাপন করে। কাইল ২০২০ সালে উইসকনসিনে দুই বর্ণবাদ-বিরোধী প্রতিবাদকারীকে গুলি করে হত্যা করেন।
মহামারী চলাকালীন ফিটনেস অ্যাপের সাহায্যে ঘরে ফিটনেস চর্চার প্রবণতা বেড়েছে। এসব অ্যাপের লক্ষ লক্ষ ব্যবহারকারী। এ সময় জিম বন্ধ থাকায় অনলাইন গ্রুপগুলো এর মাধ্যমেই ফিটনেস ফ্রিকদের আকৃষ্ট করেছে।
অ্যান্টি-ফ্যাসিস্ট সংগঠন হোপ নট হেট-এর বিশ্লেষণ বলছে, ব্রিটেনের চরম ডানপন্থীরা এখন ‘বিস্তৃত রাজনৈতিক সংগ্রামের’ অংশ হিসেবে শারীরিক ফিটনেসের ওপর গুরুত্ব দিচ্ছে। কোভিড বিধিনিষেধ তুলে নেওয়ার পরেও কীভাবে ডব্লিউএসএসি-এর মতো অনলাইন গ্রুপগুলোর বাড়বাড়ন্ত অব্যাহত থাকতে পারে সেটির ব্যাখ্যা হিসেবে এই প্রবণতাকে উল্লেখ করেছে সংগঠনটি।
হোপ নট হেট-এর বার্ষিক মূল্যায়নে বলা হয়েছে, এই গোষ্ঠীগুলোর পক্ষ থেকে সম্ভাব্য বিপদ নিহিত রয়েছে দুটি প্রবণতার মধ্যে। প্রথমত, তারা কর্মীদের যোদ্ধায় রূপান্তরিত করার ওপর জোর দিচ্ছে। এতে নতুন সদস্যরা সহিংসতামূলক কাজ করতে অনুপ্রাণিত হতে পারে। দ্বিতীয়ত, তারা যে গোষ্ঠী তৈরি করছে, সেখানে সদস্যরা ফ্যাসিবাদে বিশ্বাসের পাশাপাশি জীবনে বাস্তব ও ইতিবাচক পরিবর্তন যুক্ত করতে শুরু করে।
জ্যেষ্ঠ গবেষক প্যাট্রিক হারম্যানসন বলেন, ‘এই ফিটনেস গ্রুপগুলো একটি বৃহত্তর রাজনৈতিক সংগ্রামের অংশ হিসেবে ব্যক্তিগত উন্নতিকে যুক্ত করে। তারা শারীরিক সংঘাত এবং সহিংসতাকে বৈধ এবং প্রয়োজনীয় বলে বিশ্বাস করে। এর মাধ্যমে নিজেদের মধ্যে নতুন প্রেরণা এবং লক্ষ্যের অনুভূতি তৈরি করে। তারা চরম ডানপন্থী লোকদের জড়ো করার প্ল্যাটফর্ম হয়ে উঠেছে।’
ডব্লিউএসএসি নামে নাৎসী গ্রুপটি তৈরি হয় মহামারি চলাকালে। ইয়র্কশায়ার-ভিত্তিক একজন নিরাপত্তা প্রহরী এটি চালান, তাঁর ছদ্মনাম ‘সার্জ’। তাঁর সঙ্গে প্যাট্রিয়টিক অল্টারনেটিভের (পিএ) সম্পর্ক রয়েছে। গ্রুপটি আগে একটি ফ্যাসিবাদী পডকাস্ট চালু করতে সহায়তা করেছিল। তাঁর টেলিগ্রাম চ্যানেলে সম্প্রতি পিএ নেতা মার্ক কোলেট এবং চরম ডানপন্থী ইউটিউবার লরা টাওলারকে নিয়ে ফিচার করা হয়েছে।
ডব্লিউএসএসি এখন সদস্য সংগ্রহের কার্যক্রম টেলিগ্রামেও বিস্তৃত করেছে। ‘চূড়ান্ত লক্ষ্য হিসেবে সম্মিলিত লড়াইয়ে অংশ নেওয়ার’ কথা প্রচার করে এ গ্রুপ। সহিংসতা পরিচালনার সক্ষমতা বাড়ানোর জন্য পরামর্শ দেয়।
বেশ কয়েক মাস ধরে ফিটনেস গ্রুপগুলো পর্যবেক্ষণ করেছেন হারম্যানসন। তিনি দেখেছেন, সদস্যদের প্রাথমিকভাবে স্বাস্থ্য টিপস দিয়ে প্রলুব্ধ করা হয়। পরে ক্লোজড চ্যাট গ্রুপগুলোতে এনে চরমপন্থা দীক্ষা দেওয়া হয়। এসব গ্রুপে যুক্ত হওয়া অনেক ফিটনেস ফ্রিক তাঁদের সফলতার গল্পও বলেছেন। যেমন-দ্রুত ওজন কমানো, ক্যারিয়ারে উন্নতি ইত্যাদি।
গবেষক হারম্যানসন বলছেন, ‘একটি হিংস্র এবং ঘৃণ্য মতাদর্শের সঙ্গে জীবনে ইতিবাচক পরিবর্তন যুক্ত হওয়ার এমন ঘটনা স্পষ্টতই বিপজ্জনক।’
গ্রুপগুলোতে পোস্ট করা ছবির মধ্যে হিটলারের আবক্ষ ছবি দেখা যায়। ‘আপনার জাতিকে রক্ষা করুন, আপনার ভূমি রক্ষা করুন, অমরত্ব লাভ করুন’—এ ধরনের বার্তা আদান প্রদান করেন তাঁরা।
বেন এলি নামে আরেকজন গবেষক বলেন, চরম ডানপন্থী আত্ম উন্নয়নকামী গ্রুপের সদস্যরা বিশ্বাস করেন, শারীরিকভাবে শক্তিশালী হয়ে তাঁরা শ্বেতাঙ্গ জাতিকে ধ্বংসের হাতে থেকে রক্ষা করতে সাহায্য করতে পারবেন। আত্ম উন্নয়ন ‘একটি ন্যায্য ম্যানিকিয়ান যুদ্ধের অংশ হয়ে উঠছে। এরা আত্মদান এবং পুরস্কারের ভারসাম্যকে ব্যাপকভাবে বিকৃত করে।’
বিশ শততের ব্রিটিশ রাজনীতিক ও ফ্যাসিস্ট অসওয়াল্ড মোসলে এবং তাঁর প্রতিষ্ঠিত ‘ব্রিটিশ ইউনিয়ন অব ফ্যাসিস্ট’ নামের সংগঠনটিও সমর্থকদের শারীরিক ফিটনেসের ওপর জোর দিয়েছিল। এ লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে নিয়মিত স্পোর্টস ক্লাবের আয়োজন করা হতো। সংগঠনের ম্যাগাজিনে সাপ্তাহিক ফিটনেস টিপসের একটি কলাম থাকতো।
চরমপন্থীরা বৃহত্তর রাজনৈতিক সংগ্রামের অংশ হিসেবে এখন আত্মোন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া শুরু করেছে। উগ্র ডানপন্থীরা অনলাইন ফিটনেস গ্রুপগুলোর মাধ্যমে সদস্য সংগ্রহ করছে। কোভিড মহামারিকালে এসব গ্রুপের জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় এই প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এই গ্রুপগুলোতে নতুন সদস্যদের সহিংসতার জন্য উসকানি দেওয়া হচ্ছে। বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, ফিটনেস ফ্রিকদের উগ্রপন্থায় দীক্ষিত করে সহিংসতার দিকে ঠেলে দেওয়া হতে পারে।
সংশ্লিষ্ট গবেষক ও পর্যেবক্ষকদের বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
গবেষকেরা মেসেজিং অ্যাপ টেলিগ্রামে অনলাইন ‘ফ্যাসিবাদী ফিটনেস’ চ্যাট গ্রুপের একটি নেটওয়ার্ক সনাক্ত করেছেন। এগুলোর মধ্যে একটি বড় অংশ ফ্যাসিবাদী সংগঠন ‘নিও-নাজি প্যাট্রিয়টিক অল্টারনেটিভ’-এর সঙ্গে সরাসরি যুক্ত। এই সংগঠনটি ব্রিটেনে বৃহত্তম চরম ডানপন্থী গোষ্ঠী।
বর্ণবাদ বিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতায় উসকানি দেওয়া এবং অংশ নেওয়ার অপরাধে ২০১৮ সালে কুখ্যাত শ্বেতাঙ্গ আধিপত্যবাদী রাইজ অ্যাবভ মুভমেন্টের (র্যাম) চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ ধরনের গোষ্ঠীগুলো ইউরোপীয় এবং মার্কিন ফাইট গ্রুপগুলোকে নিয়মিত মহিমান্বিত করে উপস্থাপন করে।
র্যামের প্রশংসা করার জন্য যুক্তরাজ্যের গ্রুপগুলোর মধ্যে হোয়াইট স্ট্যাগ অ্যাথলেটিক ক্লাবের (ডব্লিউএসএসি) সদস্যরা স্বস্তিকা আঁকা পতাকার ছবি পোস্ট করে। গত নভেম্বরে কাইল রিটেনহাউস জেল থেকে খালাস পাওয়া উদযাপন করে। কাইল ২০২০ সালে উইসকনসিনে দুই বর্ণবাদ-বিরোধী প্রতিবাদকারীকে গুলি করে হত্যা করেন।
মহামারী চলাকালীন ফিটনেস অ্যাপের সাহায্যে ঘরে ফিটনেস চর্চার প্রবণতা বেড়েছে। এসব অ্যাপের লক্ষ লক্ষ ব্যবহারকারী। এ সময় জিম বন্ধ থাকায় অনলাইন গ্রুপগুলো এর মাধ্যমেই ফিটনেস ফ্রিকদের আকৃষ্ট করেছে।
অ্যান্টি-ফ্যাসিস্ট সংগঠন হোপ নট হেট-এর বিশ্লেষণ বলছে, ব্রিটেনের চরম ডানপন্থীরা এখন ‘বিস্তৃত রাজনৈতিক সংগ্রামের’ অংশ হিসেবে শারীরিক ফিটনেসের ওপর গুরুত্ব দিচ্ছে। কোভিড বিধিনিষেধ তুলে নেওয়ার পরেও কীভাবে ডব্লিউএসএসি-এর মতো অনলাইন গ্রুপগুলোর বাড়বাড়ন্ত অব্যাহত থাকতে পারে সেটির ব্যাখ্যা হিসেবে এই প্রবণতাকে উল্লেখ করেছে সংগঠনটি।
হোপ নট হেট-এর বার্ষিক মূল্যায়নে বলা হয়েছে, এই গোষ্ঠীগুলোর পক্ষ থেকে সম্ভাব্য বিপদ নিহিত রয়েছে দুটি প্রবণতার মধ্যে। প্রথমত, তারা কর্মীদের যোদ্ধায় রূপান্তরিত করার ওপর জোর দিচ্ছে। এতে নতুন সদস্যরা সহিংসতামূলক কাজ করতে অনুপ্রাণিত হতে পারে। দ্বিতীয়ত, তারা যে গোষ্ঠী তৈরি করছে, সেখানে সদস্যরা ফ্যাসিবাদে বিশ্বাসের পাশাপাশি জীবনে বাস্তব ও ইতিবাচক পরিবর্তন যুক্ত করতে শুরু করে।
জ্যেষ্ঠ গবেষক প্যাট্রিক হারম্যানসন বলেন, ‘এই ফিটনেস গ্রুপগুলো একটি বৃহত্তর রাজনৈতিক সংগ্রামের অংশ হিসেবে ব্যক্তিগত উন্নতিকে যুক্ত করে। তারা শারীরিক সংঘাত এবং সহিংসতাকে বৈধ এবং প্রয়োজনীয় বলে বিশ্বাস করে। এর মাধ্যমে নিজেদের মধ্যে নতুন প্রেরণা এবং লক্ষ্যের অনুভূতি তৈরি করে। তারা চরম ডানপন্থী লোকদের জড়ো করার প্ল্যাটফর্ম হয়ে উঠেছে।’
ডব্লিউএসএসি নামে নাৎসী গ্রুপটি তৈরি হয় মহামারি চলাকালে। ইয়র্কশায়ার-ভিত্তিক একজন নিরাপত্তা প্রহরী এটি চালান, তাঁর ছদ্মনাম ‘সার্জ’। তাঁর সঙ্গে প্যাট্রিয়টিক অল্টারনেটিভের (পিএ) সম্পর্ক রয়েছে। গ্রুপটি আগে একটি ফ্যাসিবাদী পডকাস্ট চালু করতে সহায়তা করেছিল। তাঁর টেলিগ্রাম চ্যানেলে সম্প্রতি পিএ নেতা মার্ক কোলেট এবং চরম ডানপন্থী ইউটিউবার লরা টাওলারকে নিয়ে ফিচার করা হয়েছে।
ডব্লিউএসএসি এখন সদস্য সংগ্রহের কার্যক্রম টেলিগ্রামেও বিস্তৃত করেছে। ‘চূড়ান্ত লক্ষ্য হিসেবে সম্মিলিত লড়াইয়ে অংশ নেওয়ার’ কথা প্রচার করে এ গ্রুপ। সহিংসতা পরিচালনার সক্ষমতা বাড়ানোর জন্য পরামর্শ দেয়।
বেশ কয়েক মাস ধরে ফিটনেস গ্রুপগুলো পর্যবেক্ষণ করেছেন হারম্যানসন। তিনি দেখেছেন, সদস্যদের প্রাথমিকভাবে স্বাস্থ্য টিপস দিয়ে প্রলুব্ধ করা হয়। পরে ক্লোজড চ্যাট গ্রুপগুলোতে এনে চরমপন্থা দীক্ষা দেওয়া হয়। এসব গ্রুপে যুক্ত হওয়া অনেক ফিটনেস ফ্রিক তাঁদের সফলতার গল্পও বলেছেন। যেমন-দ্রুত ওজন কমানো, ক্যারিয়ারে উন্নতি ইত্যাদি।
গবেষক হারম্যানসন বলছেন, ‘একটি হিংস্র এবং ঘৃণ্য মতাদর্শের সঙ্গে জীবনে ইতিবাচক পরিবর্তন যুক্ত হওয়ার এমন ঘটনা স্পষ্টতই বিপজ্জনক।’
গ্রুপগুলোতে পোস্ট করা ছবির মধ্যে হিটলারের আবক্ষ ছবি দেখা যায়। ‘আপনার জাতিকে রক্ষা করুন, আপনার ভূমি রক্ষা করুন, অমরত্ব লাভ করুন’—এ ধরনের বার্তা আদান প্রদান করেন তাঁরা।
বেন এলি নামে আরেকজন গবেষক বলেন, চরম ডানপন্থী আত্ম উন্নয়নকামী গ্রুপের সদস্যরা বিশ্বাস করেন, শারীরিকভাবে শক্তিশালী হয়ে তাঁরা শ্বেতাঙ্গ জাতিকে ধ্বংসের হাতে থেকে রক্ষা করতে সাহায্য করতে পারবেন। আত্ম উন্নয়ন ‘একটি ন্যায্য ম্যানিকিয়ান যুদ্ধের অংশ হয়ে উঠছে। এরা আত্মদান এবং পুরস্কারের ভারসাম্যকে ব্যাপকভাবে বিকৃত করে।’
বিশ শততের ব্রিটিশ রাজনীতিক ও ফ্যাসিস্ট অসওয়াল্ড মোসলে এবং তাঁর প্রতিষ্ঠিত ‘ব্রিটিশ ইউনিয়ন অব ফ্যাসিস্ট’ নামের সংগঠনটিও সমর্থকদের শারীরিক ফিটনেসের ওপর জোর দিয়েছিল। এ লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে নিয়মিত স্পোর্টস ক্লাবের আয়োজন করা হতো। সংগঠনের ম্যাগাজিনে সাপ্তাহিক ফিটনেস টিপসের একটি কলাম থাকতো।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ইসলামাবাদে একটি ব্যাপক প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়ার জন্য তার সমর্থকদের আহ্বান জানিয়েছিলেন। গত ১৩ নভেম্বর তিনি তাঁর সমর্থকদের শেষবারের মতো প্রতিবাদে অংশ নেওয়ার ‘চূড়ান্ত ডাক’ দেন। তিনি দাবি করেন, ২৬ তম সংশোধনী
৩৫ মিনিট আগেপাকিস্তানের বিভিন্ন প্রদেশ থেকে রাজধানী ইসলামাবাদের পথে রওনা হয়ে গেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকেরা। আদালত ইমরান খানের ‘চূড়ান্ত ডাক’কে অবৈধ বলে ঘোষণা করলেও রাস্তায় বেরিয়ে পড়েছেন পিটিআই সমর্থকেরা। তবে সরকার এই সমাবেশ পণ্ড করতে নানা প্রচেষ্টা
১ ঘণ্টা আগেচাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে ভারতের ওডিশায় এক কিশোরীকে পাচার করা হয়েছিল। পরে তাঁকে স্থানীয় একটি ম্যাসাজ পারলারে কাজ করতে বাধ্য করা হয়। মাসের পর মাস বিনা বেতনে কাজ করার পর ওই কিশোরী পালিয়ে ওডিশার কটকের মধুপাটনার লিংক রোড এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। সেখান থেকে তাঁকে উদ্ধার করে মধুপাটনা..
৩ ঘণ্টা আগেসারা দুতার্তের হুমকির প্রতিক্রিয়ায় মারকোসের প্রেসিডেনশিয়াল সিকিউরিটি কমান্ড জানিয়েছে, তারা ফিলিপাইনের নেতাকে রক্ষায় তাদের নিরাপত্তা প্রটোকল আরও শক্তিশালী করেছে এবং জাতীয় পুলিশ প্রধান বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।
৩ ঘণ্টা আগে