অনলাইন ডেস্ক
স্বেচ্ছায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন চেক প্রজাতন্ত্রের লোকশিল্পী হানা হর্কা। গত রোববার ৫৭ বছর বয়সী এই শিল্পী শেষ নিশ্বাস ত্যাগ করেন। আজ বুধবার বার্তা সংস্থা এএফপির একটি প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
মৃত ওই শিল্পীর স্বজনদের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়, হানা হর্কা টিকাবিরোধী ছিলেন। থিয়েটারে যাওয়ার জন্য তাঁর একটি হেলথ পাসের প্রয়োজন ছিল। আর ওই পাসের জন্য হয় তাঁকে করোনার টিকা নিতে হতো নাহলে করোনা থেকে সেরে ওঠার প্রমাণ দেখাতে হতো।
আর এ জন্য টিকাবিরোধী হওয়ায় করোনায় আক্রান্ত হতে চেয়েছিলেন হানা হর্কা।
প্রসঙ্গত, ইউরোপিয়ান ইউনিয়ন সদস্য রাষ্ট্রের দেশগুলোতে থিয়েটার, বার ও রেস্টুরেন্টে যেতে টিকা অথবা করোনা থেকে সেরে ওঠার প্রমাণ দেখাতে হয়।
হানা হর্কার ছেলে জ্যান রেক জানান, তাঁর মা অ্যাসোন্যান্স ব্যান্ডের ভোকালিস্ট ছিলেন।
চেক প্রজাতন্ত্রের রেডিও আইরোজলাসকে রেক বলেন, বড় দিনের আগেই স্বেচ্ছায় করোনায় আক্রান্ত হন মা। তখন আমি আর বাবা দুজনই টিকা নিয়েছিলাম।
মৃত্যুর দুদিন আগেগ হর্কা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, আমি বেঁচে গেছি। ভাইরাসটি তীব্র ছিল। তবে আমি এখন কনসার্টে ও ভ্রমণে যেতে পারব।
এদিকে মায়ের মৃত্যুর জন্য টিকাবিরোধী আন্দোলনকে দায়ী করছেন হর্কারের ছেলে রেক। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি জানি কে তাঁকে প্রভাবিত করেছে। এটি কেবল সম্পূর্ণ বিভ্রান্তিই ছিলনা। আমার মা পরিবারের চেয়ে অপরিচিত ব্যক্তিদের কথায় বেশি ভরসা করেছিল।
চেক প্রজাতন্ত্রের জনসংখ্যা প্রায় ১ কোটি ৭০ লাখ। দেশটিতে গতকাল মঙ্গলবার ২০ হাজার নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
স্বেচ্ছায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন চেক প্রজাতন্ত্রের লোকশিল্পী হানা হর্কা। গত রোববার ৫৭ বছর বয়সী এই শিল্পী শেষ নিশ্বাস ত্যাগ করেন। আজ বুধবার বার্তা সংস্থা এএফপির একটি প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
মৃত ওই শিল্পীর স্বজনদের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়, হানা হর্কা টিকাবিরোধী ছিলেন। থিয়েটারে যাওয়ার জন্য তাঁর একটি হেলথ পাসের প্রয়োজন ছিল। আর ওই পাসের জন্য হয় তাঁকে করোনার টিকা নিতে হতো নাহলে করোনা থেকে সেরে ওঠার প্রমাণ দেখাতে হতো।
আর এ জন্য টিকাবিরোধী হওয়ায় করোনায় আক্রান্ত হতে চেয়েছিলেন হানা হর্কা।
প্রসঙ্গত, ইউরোপিয়ান ইউনিয়ন সদস্য রাষ্ট্রের দেশগুলোতে থিয়েটার, বার ও রেস্টুরেন্টে যেতে টিকা অথবা করোনা থেকে সেরে ওঠার প্রমাণ দেখাতে হয়।
হানা হর্কার ছেলে জ্যান রেক জানান, তাঁর মা অ্যাসোন্যান্স ব্যান্ডের ভোকালিস্ট ছিলেন।
চেক প্রজাতন্ত্রের রেডিও আইরোজলাসকে রেক বলেন, বড় দিনের আগেই স্বেচ্ছায় করোনায় আক্রান্ত হন মা। তখন আমি আর বাবা দুজনই টিকা নিয়েছিলাম।
মৃত্যুর দুদিন আগেগ হর্কা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, আমি বেঁচে গেছি। ভাইরাসটি তীব্র ছিল। তবে আমি এখন কনসার্টে ও ভ্রমণে যেতে পারব।
এদিকে মায়ের মৃত্যুর জন্য টিকাবিরোধী আন্দোলনকে দায়ী করছেন হর্কারের ছেলে রেক। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি জানি কে তাঁকে প্রভাবিত করেছে। এটি কেবল সম্পূর্ণ বিভ্রান্তিই ছিলনা। আমার মা পরিবারের চেয়ে অপরিচিত ব্যক্তিদের কথায় বেশি ভরসা করেছিল।
চেক প্রজাতন্ত্রের জনসংখ্যা প্রায় ১ কোটি ৭০ লাখ। দেশটিতে গতকাল মঙ্গলবার ২০ হাজার নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
ইউক্রেনে গোয়েন্দা সহায়তা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ইউক্রেনের যুদ্ধ প্রচেষ্টার জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা সুস্পষ্ট কারণেই কখনো বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি বা হবেও না। তবে বেশির ভাগ বিশ্লেষক...
২২ মিনিট আগে১৯৯৮ সালের ৩ এপ্রিল ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া প্যারিস তাঁর ভাইদের সঙ্গে ছয় বছর বয়স পর্যন্ত হোম স্কুলিং করেছেন। মাইকেল তাঁর সন্তানদের ব্যক্তিগত জীবন রক্ষা করতে খুব সচেতন ছিলেন। তাই তিনি প্রায় সময়ই ক্যামেরার সামনে পড়ে গেলে সন্তানদের লুকিয়ে ফেলতেন কিংবা মুখ ঢেকে দিতেন।
৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের বৈদেশিক সহায়তা স্থগিতের আবেদন নাকচ করে দিয়েছেন। গত মাসে ট্রাম্প প্রশাসনকে বৈদেশিক সহায়তা চালু রাখার জন্য সাময়িক অনুমতি দিতে নির্দেশ দিয়েছিলেন মার্কিন জেলা জজ আমির আলী। এর বিপরীতে করা ট্রাম্প প্রশাসনের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান...
১০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন। জানিয়ে দিয়েছে, তারা যেকোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নতুন বাণিজ্য শুল্কের জবাবে এই প্রতিক্রিয়া জানিয়েছে দেশটি।
১০ ঘণ্টা আগে