Ajker Patrika

স্বেচ্ছায় করোনায় আক্রান্ত হয়ে শিল্পীর মৃত্যু

অনলাইন ডেস্ক
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১২: ৪৯
স্বেচ্ছায় করোনায় আক্রান্ত হয়ে শিল্পীর মৃত্যু

স্বেচ্ছায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন চেক প্রজাতন্ত্রের লোকশিল্পী হানা হর্কা। গত রোববার ৫৭ বছর বয়সী এই শিল্পী শেষ নিশ্বাস ত্যাগ করেন। আজ বুধবার বার্তা সংস্থা এএফপির একটি প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

মৃত ওই শিল্পীর স্বজনদের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়, হানা হর্কা টিকাবিরোধী ছিলেন। থিয়েটারে যাওয়ার জন্য তাঁর একটি হেলথ পাসের প্রয়োজন ছিল। আর ওই পাসের জন্য হয় তাঁকে করোনার টিকা নিতে হতো নাহলে করোনা থেকে সেরে ওঠার প্রমাণ দেখাতে হতো।

আর এ জন্য টিকাবিরোধী হওয়ায় করোনায় আক্রান্ত হতে চেয়েছিলেন হানা হর্কা। 

প্রসঙ্গত, ইউরোপিয়ান ইউনিয়ন সদস্য রাষ্ট্রের দেশগুলোতে থিয়েটার, বার ও রেস্টুরেন্টে যেতে টিকা অথবা করোনা থেকে সেরে ওঠার প্রমাণ দেখাতে হয়।

হানা হর্কার ছেলে জ্যান রেক জানান, তাঁর মা অ্যাসোন্যান্স ব্যান্ডের ভোকালিস্ট ছিলেন।

চেক প্রজাতন্ত্রের রেডিও আইরোজলাসকে রেক বলেন, বড় দিনের আগেই স্বেচ্ছায় করোনায় আক্রান্ত হন মা। তখন আমি আর বাবা দুজনই টিকা নিয়েছিলাম।

মৃত্যুর দুদিন আগেগ হর্কা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, আমি বেঁচে গেছি। ভাইরাসটি তীব্র ছিল। তবে আমি এখন কনসার্টে ও ভ্রমণে যেতে পারব। 

এদিকে মায়ের মৃত্যুর জন্য টিকাবিরোধী আন্দোলনকে দায়ী করছেন হর্কারের ছেলে রেক। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি জানি কে তাঁকে প্রভাবিত করেছে। এটি কেবল সম্পূর্ণ বিভ্রান্তিই ছিলনা। আমার মা পরিবারের চেয়ে অপরিচিত ব্যক্তিদের কথায় বেশি ভরসা করেছিল।

চেক প্রজাতন্ত্রের জনসংখ্যা প্রায় ১ কোটি ৭০ লাখ। দেশটিতে গতকাল মঙ্গলবার ২০ হাজার নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত