অনলাইন ডেস্ক
তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, প্রয়োজনে যুক্তরাজ্য তালেবানের সঙ্গে কাজ করবে। আজ শুক্রবার গণমাধ্যমকে তিনি এমনটি জানান।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী জনসন বলেন, আমি জনগণকে আশ্বস্ত করে যা বলতে চাই তা হচ্ছে, আফগানিস্তান সমস্যার একটি সমাধান খুঁজে বের করতে আমাদের রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। যদি তালেবানের সঙ্গে কাজ করার প্রয়োজন তাহলে অবশ্যই করব।
আফগানিস্তান পরিস্থিতি নিয়ে অবহেলা করার জন্য সমালোচনার সম্মুখীন হয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। তাঁর পক্ষসমর্থন করেও এদিন কথা বলেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বিরুদ্ধে অভিযোগ, তালেবান কাবুল দখলে অগ্রসর হওয়ার সময়টিতে তিনি আফগানিস্তানে ব্রিটিশদের হয়ে কাজ করা আফগান নাগরিকদের সহায়তা করার বিষয়টিতে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছেন। তা ছাড়া, ছুটিতে গিয়ে এক সপ্তাহেরও বেশি সময় অধীনস্থদের হাতে বেশির ভাগ কাজের দায়িত্ব দিয়ে উধাও হয়ে ছিলেন তিনি। গত রোববার তালেবানের হাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের পতনের দিনেই কেবল ছুটি কাটিয়ে ফিরতে দেখা যায় রাবকে।
এরপরও পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের ওপর যুক্তরাজ্যের সরকারের আস্থা আছে কি–না তা জানতে চাওয়া হলে জনসন বলেন, অবশ্যই।
যুক্তরাজ্যে সরকার জানিয়েছে, গত শনিবার থেকে এ পর্যন্ত ১ হাজার ৬১৫ কে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৩৯৯ জন ব্রিটিশ নাগরিক ও তাদের পরিবার পরিজন, ৩২০ জন দূতাবাসের কর্মী এবং ৪০২ জন আফগান।
তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, প্রয়োজনে যুক্তরাজ্য তালেবানের সঙ্গে কাজ করবে। আজ শুক্রবার গণমাধ্যমকে তিনি এমনটি জানান।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী জনসন বলেন, আমি জনগণকে আশ্বস্ত করে যা বলতে চাই তা হচ্ছে, আফগানিস্তান সমস্যার একটি সমাধান খুঁজে বের করতে আমাদের রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। যদি তালেবানের সঙ্গে কাজ করার প্রয়োজন তাহলে অবশ্যই করব।
আফগানিস্তান পরিস্থিতি নিয়ে অবহেলা করার জন্য সমালোচনার সম্মুখীন হয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। তাঁর পক্ষসমর্থন করেও এদিন কথা বলেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বিরুদ্ধে অভিযোগ, তালেবান কাবুল দখলে অগ্রসর হওয়ার সময়টিতে তিনি আফগানিস্তানে ব্রিটিশদের হয়ে কাজ করা আফগান নাগরিকদের সহায়তা করার বিষয়টিতে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছেন। তা ছাড়া, ছুটিতে গিয়ে এক সপ্তাহেরও বেশি সময় অধীনস্থদের হাতে বেশির ভাগ কাজের দায়িত্ব দিয়ে উধাও হয়ে ছিলেন তিনি। গত রোববার তালেবানের হাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের পতনের দিনেই কেবল ছুটি কাটিয়ে ফিরতে দেখা যায় রাবকে।
এরপরও পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের ওপর যুক্তরাজ্যের সরকারের আস্থা আছে কি–না তা জানতে চাওয়া হলে জনসন বলেন, অবশ্যই।
যুক্তরাজ্যে সরকার জানিয়েছে, গত শনিবার থেকে এ পর্যন্ত ১ হাজার ৬১৫ কে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৩৯৯ জন ব্রিটিশ নাগরিক ও তাদের পরিবার পরিজন, ৩২০ জন দূতাবাসের কর্মী এবং ৪০২ জন আফগান।
ভারতের অনেক দিক থেকে সুবিধাজনক অবস্থানে রয়েছে উল্লেখ করে সেনাপ্রধান বলেন, ‘বিশ্বের সর্বাধিক জনসংখ্যাবহুল দেশ, বৃহত্তম গণতন্ত্র, সপ্তম বৃহত্তম ভৌগোলিক আয়তন এবং গুরুত্বপূর্ণ ভূকৌশলগত অবস্থান থাকা সত্ত্বেও, ভারত এখনো তুলনামূলকভাবে নিম্ন অবস্থানে রয়েছে।’
৩ মিনিট আগেমার্কিন একটি আদালত কয়েক ঘণ্টা আগেই জোর করে অবৈধ অভিবাসীদের নির্বাসন বন্ধের নির্দেশ দিয়েছিল। কিন্তু এর পরেও ২০০-এর বেশি ভেনেজুয়েলান নাগরিককে এল সালভাদরে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
১১ ঘণ্টা আগেভ্রমণ মানেই আনন্দ। তবে বিমানবন্দরে যাতায়াতের ঝামেলা অনেকের জন্যই বেশ ক্লান্তিকর হয়ে ওঠে। বিশেষ করে, ফ্লাইটের সময় যদি খুব ভোরে হয়, তাহলে যথাসময়ে বিমানবন্দরে পৌঁছাতে হলে মধ্যরাতে ঘুম থেকে উঠতে হয়, দীর্ঘ চেক-ইন এবং নিরাপত্তা পরীক্ষার ধাপ পেরোতে হয়।
১২ ঘণ্টা আগেবিশ্বজুড়ে জনপ্রিয় মার্কিন কফি চেইন ‘স্টারবাকস’। তবে এই কোম্পানিকে ৫০ মিলিয়ন ডলার (৬০৬ কোটি টাকার বেশি) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি আদালত। এই অর্থ দিতে হবে একজন ডেলিভারি ড্রাইভারকে। কারণ, স্টারবাকসের একটি গরম পানীয়ের ঢাকনা সুরক্ষিত না থাকায় গুরুতরভাবে
১৩ ঘণ্টা আগে