অনলাইন ডেস্ক
স্পেনে ভয়াবহ দাবানলের ঘটনা ঘটেছে। এই ঘটনায় স্পেনের বেনাভিস শহরের প্রায় ২০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩ জন। স্থানীয় সময় বুধবার স্পেনের দক্ষিণাঞ্চলের আন্দালুসিয়া উপকূলের একটি পার্বত্য এলাকায় এই দাবানলের সূত্রপাত হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
আন্দালুসিয়ার ওয়াইল্ড ফায়ার ডিপার্টমেন্ট এক টুইটে জানিয়েছে, আন্দালুসিয়া উপকূলে ব্রিটিশ পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় পর্যটন স্পট কোস্টা ডেল সোলের ওপরে অবস্থিত সিয়েরা বারমেজার পুহেরা পাহাড়ের ঢালে আগুনের সূত্রপাত হয়।
আন্দালুসিয়ার স্থানীয় প্রশাসনের প্রেসিডেন্ট জুয়ানমা মোরেনো বলেছেন, ‘দুঃখজনকভাবে আমরা তিনজন ফায়ার সার্ভিসকর্মীর আহত হওয়ার খবর পেয়েছি। তাঁদের মধ্যে একজনের শরীরের ২৫ ভাগেরও বেশি অংশ পুড়ে গেছে। তাঁদের মালাগা হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
আন্দালুসিয়ার ওয়াইল্ড ফায়ার ডিপার্টমেন্ট আরও জানিয়েছে, গ্রীষ্মের তীব্র উষ্ণতা এবং প্রতিকূল বাতাসের কারণে এই দাবানলের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় কর্তৃপক্ষ শহরটির অধিবাসীদের জন্য প্রায় ৭০০০ মানুষ ধারণক্ষমতা সম্পন্ন বিপুলসংখ্যক তাঁবু প্রস্তুত করেছে। তবে, ওই শহরটির অধিকাংশ বাসিন্দাই তাঁদের কোনো আত্মীয় বা পার্শ্ববর্তী কোনো শহরের আবাসিক হোটেলে আশ্রয় নিয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, স্থানীয় ২ শতাধিক ফায়ার সার্ভিস কর্মী ১০০ সৈনিক এবং পার্শ্ববর্তী কোস্টা ডেল সোল শহরের ৫০ জন ফায়ার সার্ভিস সদস্যদের একটি যৌথ দল আগুন নেভাতে কাজ করে যাচ্ছেন। ঘটনা পর্যবেক্ষণে বিমান ব্যবহার করা হচ্ছে।
স্পেনে ভয়াবহ দাবানলের ঘটনা ঘটেছে। এই ঘটনায় স্পেনের বেনাভিস শহরের প্রায় ২০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩ জন। স্থানীয় সময় বুধবার স্পেনের দক্ষিণাঞ্চলের আন্দালুসিয়া উপকূলের একটি পার্বত্য এলাকায় এই দাবানলের সূত্রপাত হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
আন্দালুসিয়ার ওয়াইল্ড ফায়ার ডিপার্টমেন্ট এক টুইটে জানিয়েছে, আন্দালুসিয়া উপকূলে ব্রিটিশ পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় পর্যটন স্পট কোস্টা ডেল সোলের ওপরে অবস্থিত সিয়েরা বারমেজার পুহেরা পাহাড়ের ঢালে আগুনের সূত্রপাত হয়।
আন্দালুসিয়ার স্থানীয় প্রশাসনের প্রেসিডেন্ট জুয়ানমা মোরেনো বলেছেন, ‘দুঃখজনকভাবে আমরা তিনজন ফায়ার সার্ভিসকর্মীর আহত হওয়ার খবর পেয়েছি। তাঁদের মধ্যে একজনের শরীরের ২৫ ভাগেরও বেশি অংশ পুড়ে গেছে। তাঁদের মালাগা হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
আন্দালুসিয়ার ওয়াইল্ড ফায়ার ডিপার্টমেন্ট আরও জানিয়েছে, গ্রীষ্মের তীব্র উষ্ণতা এবং প্রতিকূল বাতাসের কারণে এই দাবানলের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় কর্তৃপক্ষ শহরটির অধিবাসীদের জন্য প্রায় ৭০০০ মানুষ ধারণক্ষমতা সম্পন্ন বিপুলসংখ্যক তাঁবু প্রস্তুত করেছে। তবে, ওই শহরটির অধিকাংশ বাসিন্দাই তাঁদের কোনো আত্মীয় বা পার্শ্ববর্তী কোনো শহরের আবাসিক হোটেলে আশ্রয় নিয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, স্থানীয় ২ শতাধিক ফায়ার সার্ভিস কর্মী ১০০ সৈনিক এবং পার্শ্ববর্তী কোস্টা ডেল সোল শহরের ৫০ জন ফায়ার সার্ভিস সদস্যদের একটি যৌথ দল আগুন নেভাতে কাজ করে যাচ্ছেন। ঘটনা পর্যবেক্ষণে বিমান ব্যবহার করা হচ্ছে।
তীব্র ঝড়ের মধ্যে অত্যন্ত দক্ষতার সঙ্গে লন্ডনে বিমান অবতরণ করে প্রশংসার জোয়ারে ভাসছেন সৌদি পতাকাবাহী সৌদিয়া এয়ারলাইনসের এক পাইলট। সোমবার গালফ নিউজ জানিয়েছে, ব্রিটেনে আঘাত হানা শক্তিশালী স্টর্ম বার্ট ঝড়ে ভারী তুষার ও বৃষ্টিপাত এবং প্রবল বাতাসের সৃষ্টি হয়েছিল। এই ঝড় যোগাযোগ ব্যবস্থায়ও বড় ধরনের বিশৃঙ্খল
২৪ মিনিট আগেমিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, এ কারণেই মিয়ানমার জান্তা বাহিনীকে একটি যৌথ নিরাপত্তা কোম্পানি (জেভিএসসি) গঠনের প্রস্তাব দিয়েছে চীন। এটি মিয়ানমারের গণমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং জান্তার শীর্ষ সামরিক নেতাদের মধ্যে অস্বস্তি
১ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে বিলিয়নিয়ার ইলন মাস্ককে শুরু থেকেই পাশে পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ট্রাম্পের নির্বাচনী তহবিলে ২০ কোটি ডলার দিয়েছেন। নির্বাচনী প্রচারেও সরব উপস্থিতি দেখা গেছে তাঁর। ট্রাম্প–মাস্কের এই ঘনিষ্ঠতা সবারই নজর কেড়েছে
১ ঘণ্টা আগেইউক্রেনের সাবেক সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনি বলেছেন, ‘ইউক্রেন যুদ্ধে রাশিয়ার স্বৈরশাসক মিত্রদের সরাসরি অংশগ্রহণ ইঙ্গিত দিচ্ছে যে, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে।’ আজ রোববার ইউক্রেনীয় সংবাদমাধ্যম ইউক্রেইনস্কা প্রাভদার ইউপি-১০০
১ ঘণ্টা আগে