Ajker Patrika

আসামে বন্যায় প্রাণহানি বেড়ে ৮৯ 

অনলাইন ডেস্ক
আসামে বন্যায় প্রাণহানি বেড়ে ৮৯ 

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বন্যা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। সেই সঙ্গে বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। বুধবার (২২ জুন) নতুন করে আরও ৭ জনের মৃত্যুর কথা জানা গেছে। এ নিয়ে রাজ্যটিতে চলমান বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮৯ জনে। 

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, চলমান বন্যা পরিস্থিতিতে রাজ্যের ৩২টি জেলায় ৫৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বারপেটা জেলা। সেখানকার ১২ লাখ ৫১ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

গত এক সপ্তাহের বন্যায় ইতিমধ্যে আসামের ৫ হাজারের বেশি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার পানিতে ভেসে গেছে ৬০ হাজারের বেশি গবাদিপশু। পুরোপুরি ও আংশিক বিধ্বস্ত হয়েছে আড়াই হাজারের বেশি ঘরবাড়ি।

বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় রাজ্যের ৩২টি জেলায় ৫৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: রয়টার্সএদিকে বন্যার্তদের সহায়তা দিতে ২৭ জেলায় ১ হাজার ৬৮৭টি ত্রাণশিবির খুলেছে সরকার। এরই মধ্যে আসামের বন্যা পরিস্থিতি পরিদর্শনে বিভিন্ন ত্রাণশিবিরে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা। রাজ্য সরকার শিগগিরই বন্যার ক্ষয়ক্ষতি হিসেব করে আর্থিক সহায়তার ঘোষণা দেবে বলে জানিয়েছেন তিনি। 

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসামের মুখ্যমন্ত্রীকে ফোন করে বন্যা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন এবং সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত