Ajker Patrika

মাতাল বরযাত্রী, ঘুমিয়ে পড়লেন বর, বিয়ে ভেঙে দিলেন কনে

অনলাইন ডেস্ক
আপডেট : ১২ মার্চ ২০২৩, ১০: ২৫
মাতাল বরযাত্রী, ঘুমিয়ে পড়লেন বর, বিয়ে ভেঙে দিলেন কনে

ধুমধাম করে বিয়ের আয়োজন চলছে। সবার অপেক্ষা বরযাত্রীর। অবশেষে বরযাত্রার গাড়ি এসে পড়লে সবাই হুমড়ি খেয়ে পড়ে। কিন্তু বিপত্তি বাধে খোদ বরকে নিয়েই। বর এতটাই মাতাল যে গাড়ি থেকে নামতেও পারছিলেন না। কয়েকজন ধরাধরি করে কোনো রকমে বিয়ের মঞ্চে নিয়ে যান। সেখানে আনুষ্ঠানিকতা শুরু হয়। পুরোহিত মন্ত্র আওড়াতে থাকেন। কিন্তু বরকে কোনোভাবেই মন্ত্র বলানো যাচ্ছিল না। অনেক চেষ্টা করেও কিছু হচ্ছিল না। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে বিয়েই ভেঙে দেন কনে! 

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের নলবাড়ি জেলায়। সেই বিয়েবাড়ির কয়েকটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 

একটি ভিডিওতে দেখা যায়, বিয়ের আনুষ্ঠানিকতা চলছে, এর মধ্যেই লোকজন মঞ্চ ছেড়ে চলে যাচ্ছে। আর মেঝেতে প্রায় অচেতন হয়ে পড়ে আছেন বর। পুরোহিত বহু চেষ্টা করেও তাঁর সঙ্গে বরকে মন্ত্র পাঠ করাতে পারছেন না। 

স্থানীয়দের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, বর প্রসেনজিত হলোই নলবাড়ি শহরের বাসিন্দা। 

কনের এক আত্মীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘বিয়ে ভালোই চলছিল। আমরা সমস্ত আচার-অনুষ্ঠান করেছিলাম। আমাদের পরিবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল। পরিস্থিতি যখন উত্তপ্ত হয়ে ওঠে, তখন মেয়েটি (কনে) বিয়ের মঞ্চে না বসার সিদ্ধান্ত নেয়। বরপক্ষের প্রায় ৯৫ শতাংশ লোকই মাতাল ছিল। আমরা গাঁও বুরহার (অসমিয়া গ্রামনেতা) সঙ্গে যোগাযোগ করে পুলিশকে জানিয়েছি।’ 

ওই আত্মীয় আরও বলেন, ‘বর এতই মাতাল ছিল যে গাড়ি থেকে নামতেই পারেনি। বরের বাবা আরও বেশি মাতাল ছিলেন।’ 

এই উদ্ভট ঘটনার পর ক্ষতিপূরণের দাবিতে নলবাড়ি থানায় অভিযোগ দিয়েছে কনের পরিবার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত