Ajker Patrika

ফরাসি যুদ্ধবিমান কেনা নিয়ে ভারতে নতুন করে বিতর্ক

কলকাতা প্রতিনিধি
ফরাসি যুদ্ধবিমান কেনা নিয়ে ভারতে নতুন করে বিতর্ক

ফরাসি যুদ্ধ বিমান রাফাল কেনায় দুর্নীতির অভিযোগে এবার ভারতের শাসক দল বিজেপি ও কংগ্রেস উভয়ই সোচ্চার। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বহুদিন ধরেই রাফাল দুর্নীতি নিয়ে বিজেপিকে আক্রমণ করছিলেন। এবার ফরাসি নিউজ পোর্টালের খবরকে কেন্দ্র করে বিজেপিও কংগ্রেসকে পাল্টা আক্রমণ শুরু করেছে। 

ফরাসি পোর্টাল মিডিয়াপার্টের এক প্রতিবেদনে বলা হয়, 'ভারতের সঙ্গে রাফাল চুক্তি বহাল রাখতে গোপনে এক মধ্যস্থতাকারীকে অন্তত ৭৫ লাখ ইউরো দিতে হয়েছিল ফরাসি সংস্থা দাসোঁ অ্যাভিয়েশনকে।' সংস্থাটির তদন্তে উঠে এসেছে, ২০১৩ সালের আগেই এই অর্থ জনৈক সুশেন গুপ্তার মাধ্যমে সেই মধ্যস্থতাকারীকে দেওয়া হয়েছিল। অর্থাৎ, মনমোহন সিংয়ের আমলেই শুরু হয় এই রাফাল ঘুষ কাণ্ড। তাই বিজেপি নেতা সম্বিত পাত্র এদিন ভারতের জাতীয় কংগ্রেস (ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস)-কে বিদ্রূপ করে বলেন, আই নিড কমিশন (আমার কমিশন লাগবে)। 

কংগ্রেস অবশ্য পাল্টা অভিযোগ করেছে বিজেপির বিরুদ্ধে। তাঁদের অভিযোগ, সমস্ত তথ্য-প্রমাণ হাতে পেয়েও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) তদন্ত করেনি। 

কংগ্রেস আমলে ফরাসি যুদ্ধবিমান কেনার কথা হলেও মোদী সরকারের আমলেই রাফাল যুদ্ধবিমানের চুক্তি হয়েছে। অভিযোগ, অনেক বেশি অর্থ খরচ করে কেনা হয়েছে এই আধুনিক যুদ্ধ বিমান। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ৭ দশমিক ৫ মিলিয়ন ইউরো ঘুষ দিয়ে ৫৯ হাজার কোটি রুপি খরচ করে ৩৬টি যুদ্ধবিমান কেনা নিয়ে রাহুল গান্ধী সরব ছিলেন মোদী সরকারের বিরুদ্ধে। 

কিন্তু রাহুলের অভিযোগ সাধারণ ভারতবাসী তো বটেই, তাঁর দলের লোকজনও তেমন একটা আমল দেননি। সম্প্রতি ফরাসি আদালতও রাফাল তদন্তের নির্দেশ দিয়েছে। কিন্তু ভারতে রাফাল-বিরোধী আন্দোলন তেমন একটা দানা বাঁধেনি। অথচ, বফর্স কামান কেনা নিয়ে ঘুষের অভিযোগে রাহুলের বাবা রাজীব গান্ধীকে ক্ষমতাচ্যুত হতে হয়েছিল। রাফাল যুদ্ধ বিমান কেনা নিয়ে নতুন করে বিতর্ক শুরু করে দিল ফরাসি পোর্টাল। এবার কংগ্রেসকেই পাল্টা আক্রমণের জন্য বেছে নিয়েছে বিজেপি। সম্বিত পাত্রের অভিযোগ, কংগ্রেসের আমলে রাফাল নিয়ে দুর্নীতি হয়েছে। চলেছে কমিশন বাণিজ্য। 

কংগ্রেস অবশ্য এই অভিযোগ অস্বীকার করে বিজেপির বিরুদ্ধেই কামান দেগে চলেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী দলীয় কর্মীদের বলেন, দুর্নীতিবাজ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান। ক্লান্ত হবেন না, ভয় পাবেন না! 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত