অনলাইন ডেস্ক
অবশেষে ব্যাপক আনুষ্ঠানিকতার মাধ্যমে শেষ হলো ভারতের উত্তর প্রদেশের অযোধ্যার বহুল আলোচিত রাম মন্দিরের ‘প্রাণ প্রতিষ্ঠা’। আজ সোমবার ‘প্রাণ প্রতিষ্ঠা’ অর্থাৎ নবনির্মিত রাম মন্দিরে রামের মূর্তি স্থাপনের আনুষ্ঠানিকতা শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমন্ত্রিত অতিথি ও জনতার উদ্দেশে বলেন, ‘অবশেষে আমাদের রাম এসেছেন।’ ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
উপস্থিত অতিথি ও জনতার উদ্দেশে এক ভাষণে নরেন্দ্র মোদি বলেন, ‘প্রভু রাম আর তাঁবুতে থাকবেন না, তাই তিনি অত্যন্ত আনন্দিত।’ রাম মন্দিরে রামের প্রতিমা স্থাপনের বিষয়ে তিনি বলেন, ‘আমার গলা বন্ধ হয়ে আসছে, শরীর এখনো কাঁপছে। অভূতপূর্ব ধৈর্য, অসংখ্য ত্যাগ ও তপস্যার পর আমাদের প্রভু রাম এসে গেছেন। এই উপলক্ষে আমি দেশবাসীকে অভিনন্দন জানাই।’
ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘জানুয়ারি ২২ এখন কেবল আর ক্যালেন্ডারের তারিখ নয় বরং নতুন যুগের সূচনা। আমরা ঐতিহাসিক এ মুহূর্তের সাক্ষী হতে পেরেছি, এটা আমাদের জন্য আশীর্বাদ।’ এ মুহূর্তের জন্য দেরি হওয়ায় তিনি এ সময় দেবতার কাছ থেকে ক্ষমা প্রার্থনাও করেন।
ভারতে হিন্দু জাতীয়তাবাদী রাজনীতির দল ও কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির দীর্ঘ ৫০ বছরের স্বপ্ন উত্তর প্রদেশের অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠা। আজ সোমবার ভারতীয় অনেক অভিনেতা ও পরিচিত ব্যক্তিত্বের উপস্থিতিতে নবনির্মিত এই মন্দিরের উদ্বোধন করেন নরেন্দ্র মোদী।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতজুড়ে রামমন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান ও উৎসব পালন করা হয়েছে। সারা দেশে হিন্দুধর্মাবলম্বীদের বিভিন্ন মন্দিরে বিশেষ প্রার্থনা ও অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানকে দীপাবলির সঙ্গে তুলনা করা হচ্ছে। হিন্দু ধর্মের অন্যতম দেবতা রামের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এই দিন অর্থাৎ দীপাবলি উৎসব পালন করা হয়।
এই উদ্বোধনী অনুষ্ঠানের আগে টানা ১১ দিন হিন্দু ধর্মের বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
অবশেষে ব্যাপক আনুষ্ঠানিকতার মাধ্যমে শেষ হলো ভারতের উত্তর প্রদেশের অযোধ্যার বহুল আলোচিত রাম মন্দিরের ‘প্রাণ প্রতিষ্ঠা’। আজ সোমবার ‘প্রাণ প্রতিষ্ঠা’ অর্থাৎ নবনির্মিত রাম মন্দিরে রামের মূর্তি স্থাপনের আনুষ্ঠানিকতা শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমন্ত্রিত অতিথি ও জনতার উদ্দেশে বলেন, ‘অবশেষে আমাদের রাম এসেছেন।’ ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
উপস্থিত অতিথি ও জনতার উদ্দেশে এক ভাষণে নরেন্দ্র মোদি বলেন, ‘প্রভু রাম আর তাঁবুতে থাকবেন না, তাই তিনি অত্যন্ত আনন্দিত।’ রাম মন্দিরে রামের প্রতিমা স্থাপনের বিষয়ে তিনি বলেন, ‘আমার গলা বন্ধ হয়ে আসছে, শরীর এখনো কাঁপছে। অভূতপূর্ব ধৈর্য, অসংখ্য ত্যাগ ও তপস্যার পর আমাদের প্রভু রাম এসে গেছেন। এই উপলক্ষে আমি দেশবাসীকে অভিনন্দন জানাই।’
ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘জানুয়ারি ২২ এখন কেবল আর ক্যালেন্ডারের তারিখ নয় বরং নতুন যুগের সূচনা। আমরা ঐতিহাসিক এ মুহূর্তের সাক্ষী হতে পেরেছি, এটা আমাদের জন্য আশীর্বাদ।’ এ মুহূর্তের জন্য দেরি হওয়ায় তিনি এ সময় দেবতার কাছ থেকে ক্ষমা প্রার্থনাও করেন।
ভারতে হিন্দু জাতীয়তাবাদী রাজনীতির দল ও কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির দীর্ঘ ৫০ বছরের স্বপ্ন উত্তর প্রদেশের অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠা। আজ সোমবার ভারতীয় অনেক অভিনেতা ও পরিচিত ব্যক্তিত্বের উপস্থিতিতে নবনির্মিত এই মন্দিরের উদ্বোধন করেন নরেন্দ্র মোদী।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতজুড়ে রামমন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান ও উৎসব পালন করা হয়েছে। সারা দেশে হিন্দুধর্মাবলম্বীদের বিভিন্ন মন্দিরে বিশেষ প্রার্থনা ও অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানকে দীপাবলির সঙ্গে তুলনা করা হচ্ছে। হিন্দু ধর্মের অন্যতম দেবতা রামের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এই দিন অর্থাৎ দীপাবলি উৎসব পালন করা হয়।
এই উদ্বোধনী অনুষ্ঠানের আগে টানা ১১ দিন হিন্দু ধর্মের বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ডেনমার্কের অধীনে থাকা আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে আবারও যুক্তরাষ্ট্রের অংশ করার ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় আজ বুধবার তিনি গ্রিনল্যান্ডের বাসিন্দাদের আরও ধনি বানিয়ে দেওয়ারও প্রলোভন দেখিয়েছেন। তবে ট্রাম্পের এমন প্রলোভনেও কোনো কাজ হয়নি। গ্রিনল্যান্ড
৮ মিনিট আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একটি চিঠি পেয়েছেন। যেখানে জেলেনস্কি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য আলোচনার টেবিলে বসতে আগ্রহ প্রকাশ করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, মঙ্গলবার মার্কিন কংগ্রেসে দেওয়া ভাষণে এসব কথা
৪০ মিনিট আগে২০১৩ সালে বিশ্বের দীর্ঘতম চুম্বনের রেকর্ড গড়েছিলেন থাইল্যান্ডের এক্কাচাই ও লাকসানা তিরানারাত। কিন্তু প্রেমের এমন গৌরবজনক নজিরও তাঁদের এক ঘরে আটকে রাখতে পারেনি। বুধবার যুক্তরাজ্য-ভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট তাঁদের বিচ্ছেদের খবর দিয়েছে।
১ ঘণ্টা আগেএকটি মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠানের কাছে পানামা খালের শেয়ার বিক্রি করছে চীনা প্রতিষ্ঠান সি কে হাচিসন হোল্ডিং। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, পানামা খালের প্রবেশমুখে দু’টি গুরুত্বপূর্ণ বন্দরের বেশির ভাগ শেয়ার ছিল হংকংভিত্তিক ওই প্রতিষ্ঠানের মালিকানায়। মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকরক নেতৃত্বাধীন একটি
১ ঘণ্টা আগে