Ajker Patrika

নিজের টাকা পরের কাছে, মেয়ের বিয়ের চিন্তায় বাবার আত্মহত্যা

অনলাইন ডেস্ক
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১৮: ৪০
নিজের টাকা পরের কাছে, মেয়ের বিয়ের চিন্তায় বাবার আত্মহত্যা

ভারতের মধ্যপ্রদেশের পান্নায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছেন ভারতের টেক্সটাইল ব্যবসায়ী সঞ্জয় শেঠ। গতকাল শনিবার গুলিবিদ্ধ অবস্থায় তাঁদের দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার আগে সঞ্জয় শেঠ একটি ভিডিও ধারণ করেছিলেন। যেই ভিডিও থেকে জানা যায়, ব্যবসায়ী সঞ্জয় শেঠ তাঁর মেয়ের বিয়ের খরচের চিন্তায় আত্মহত্যা করেছেন। 

ব্যবসায়ী হিসেবে তিনি অনেক টাকার মালিক হলেও তাঁর টাকাগুলো মানুষের কাছে আটকে ছিল। ফলে মেয়ের বিয়ের খরচের হিসাব মেলাতে পারছিলেন না তিনি। 

আজ রোববার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে এনডিটিভি। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়। যেখানে লেখা, ‘গুরুজি আমাকে ক্ষমা করুন। যদি আবার জন্ম হয়, তাহলে আপনার একনিষ্ঠ ভক্ত হব।’ 

আত্মহত্যার আগে এক ভিডিওতে সঞ্জয় শেঠ বলেন, ‘দয়া করে আমার টাকা ফেরত দিন। আমার ছেলেমেয়ের কথা ভেবে ওই টাকা ফেরত দিন। মেয়ের বিয়ের জন্য ৫০ লাখ থেকে ১ কোটি রুপির প্রয়োজন। কিন্তু অ্যাকাউন্টে আছে মাত্র ২৯ লাখ। আপনাদের কাছে যে টাকা পাই, তা ফেরত দিন; যাতে আমার মেয়ের বিয়ে দিতে পারি।’ 

সঞ্জয় আরও বলেন, ‘আমাদের আর বেঁচে থাকার ইচ্ছা নেই। আমরা চলে যাচ্ছি। মেয়ের বিয়ের জন্য গয়না রাখা আছে। সন্তানেরা আমাদের ক্ষমা করে দিস।’ 

পান্নার পুলিশ সুপার ধর্মরাজ মীনা জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পারিবারিক কোনো দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। সঞ্জয়ের লেখা সুইসাইড নোটের সূত্র ধরে তদন্ত শুরু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত