Ajker Patrika

কলকাতায় বাংলাদেশ দূতাবাস অভিমুখে যাত্রা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ জুলাই ২০২৪, ১৪: ৩৬
কলকাতায় বাংলাদেশ দূতাবাস অভিমুখে যাত্রা

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ এবং এতে ছয়জন নিহত হওয়ার ঘটনাকে রাষ্ট্রীয় সন্ত্রাসের সঙ্গে তুলনা করেছে পশ্চিমবঙ্গের বামপন্থী, গণতান্ত্রিক গণসংগঠন ও ব্যক্তিবর্গ। এর জন্য আগামীকাল শুক্রবার কলকাতায় বাংলাদেশ দূতাবাসে অভিযানের কথা বলা হয়েছে। এ বিষয়ে একটি পোস্টার তৈরি করা হয়েছে, যা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

বামপন্থী, গণতান্ত্রিক গণসংগঠন ও ব্যক্তিবর্গের যৌথ উদ্যোগে বানানো পোস্টারে লেখা রয়েছে, ‘বাংলাদেশ রাষ্ট্রীয় সন্ত্রাসে শিক্ষার্থী হত্যার বিরুদ্ধে বাংলাদেশ দূতাবাস অভিযান।’ সময় উল্লেখ রয়েছে ১৯ জুলাই (শুক্রবার) দুপুর ২টা। আর জমায়েতের স্থান উল্লেখ করা আছে একাডেমি চত্বর, রবীন্দ্র সদন।

এদিকে শিক্ষার্থীদের এই আন্দোলনকে সারা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ছাত্রসংগঠন থেকে সমর্থন দেওয়া হয়েছে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেন মিশিগান স্টেট ইউনিভার্সিটির বাংলাদেশি শিক্ষার্থীরা। গত মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের স্কেনডালারিস ফুটবল সেন্টারের সামনে তাঁরা এই কর্মসূচি পালন করেন।

একই দাবিতে মানববন্ধন করেছে লুইসিয়ানা স্টেট ইউনিভার্সিটি (ইউএসএ) বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (বিএসএ), বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অ্যাট দ্য ইউনিভার্সিটি অব আইওয়া (বিএসএইউআই), বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন টেক্সাস এঅ্যান্ডএম ইউনিভার্সিটি কলেজ স্টেশন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত