অনলাইন ডেস্ক
ভারতের উত্তর প্রদেশে বিয়ের আনন্দ নিমেষেই পরিণত হয়েছে বিষাদ পুরিতে। বোনের বিয়েতে উপহার হিসেবে টিভি সেট দিতে চেয়েছিলেন ভাই চন্দ্র প্রকাশ মিশ্রা। কিন্তু বিষয়টি মোটেও পছন্দ হয়নি চন্দ্র প্রকাশের স্ত্রী ছবি ও তাঁর পরিবারের। তাই পিটিয়ে চন্দ্রকে মেরে ফেলেছেন তাঁরা।
পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর, ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে। উত্তর প্রদেশের বড়বাঁকি জেলার একটি গ্রামের বাসিন্দা চন্দ্র প্রকাশ বোনের বিয়েতে সোনার আংটি ও টেলিভিশন সেট উপহার দেওয়ার পরিকল্পনা করেছিলেন। আগামী ২৬ এপ্রিল সেই বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, চন্দ্র প্রকাশের সঙ্গে বিষয়টি নিয়ে ছবির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাগান্বিত ছবি তাঁর ভাইকে ডেকে আনেন চন্দ্র প্রকাশকে ‘জন্মের তরে শিক্ষা দেওয়ার লক্ষ্যে’। ছবির ভাই এসে ৩৫ বছরের চন্দ্র প্রকাশকে ১ ঘণ্টারও বেশি সময় ধরে লাঠিপেটা করেন। পরে চন্দ্রের পরিবারের সদস্যরা খবর পেয়ে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসকদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মারধরের ব্যাপকতায় অভ্যন্তরীণ রক্তক্ষরণ ও অন্যান্য আঘাতের কারণে চন্দ্র প্রকাশ হাসপাতালে মারা যান।
এ ঘটনায় ছবি, তাঁর কয়েক ভাইসহ সব মিলিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। একটি মামলাও দায়ের করা হয়েছে। বিস্তারিত জানতে এ বিষয়ে তদন্ত চলমান বলেও জানিয়েছে স্থানীয় পুলিশ।
ভারতের উত্তর প্রদেশে বিয়ের আনন্দ নিমেষেই পরিণত হয়েছে বিষাদ পুরিতে। বোনের বিয়েতে উপহার হিসেবে টিভি সেট দিতে চেয়েছিলেন ভাই চন্দ্র প্রকাশ মিশ্রা। কিন্তু বিষয়টি মোটেও পছন্দ হয়নি চন্দ্র প্রকাশের স্ত্রী ছবি ও তাঁর পরিবারের। তাই পিটিয়ে চন্দ্রকে মেরে ফেলেছেন তাঁরা।
পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর, ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে। উত্তর প্রদেশের বড়বাঁকি জেলার একটি গ্রামের বাসিন্দা চন্দ্র প্রকাশ বোনের বিয়েতে সোনার আংটি ও টেলিভিশন সেট উপহার দেওয়ার পরিকল্পনা করেছিলেন। আগামী ২৬ এপ্রিল সেই বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, চন্দ্র প্রকাশের সঙ্গে বিষয়টি নিয়ে ছবির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাগান্বিত ছবি তাঁর ভাইকে ডেকে আনেন চন্দ্র প্রকাশকে ‘জন্মের তরে শিক্ষা দেওয়ার লক্ষ্যে’। ছবির ভাই এসে ৩৫ বছরের চন্দ্র প্রকাশকে ১ ঘণ্টারও বেশি সময় ধরে লাঠিপেটা করেন। পরে চন্দ্রের পরিবারের সদস্যরা খবর পেয়ে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসকদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মারধরের ব্যাপকতায় অভ্যন্তরীণ রক্তক্ষরণ ও অন্যান্য আঘাতের কারণে চন্দ্র প্রকাশ হাসপাতালে মারা যান।
এ ঘটনায় ছবি, তাঁর কয়েক ভাইসহ সব মিলিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। একটি মামলাও দায়ের করা হয়েছে। বিস্তারিত জানতে এ বিষয়ে তদন্ত চলমান বলেও জানিয়েছে স্থানীয় পুলিশ।
গঙ্গার পরিচ্ছন্নতা ও পানির মান নিয়ে বিতর্কিত প্রশ্ন তুলেছেন শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের ভাইপো রাজ ঠাকরে। তিনি বলেছেন, দূষিত ও নোংরা গঙ্গার পানিতে তিনি কোনো অবস্থাতেই স্নান করবেন না। তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান, অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসুন এবং মাথা খাটিয়ে কাজ করুন। পিটিআইয়ের এক
৩৭ মিনিট আগেইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হলে উপসাগরীয় অঞ্চলে পানি সরবরাহ বিপর্যস্ত হতে পারে বলে সতর্ক করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল থানি। তিনি বলেন, এতে সমুদ্র সম্পূর্ণভাবে দূষিত হয়ে যাবে, ফলে কাতারসহ গোটা অঞ্চল পানি সংকটে পড়বে।
১ ঘণ্টা আগেসিরিয়ার নিরাপত্তা বাহিনী গত বৃহস্পতিবার থেকে ভূমধ্যসাগরীয় উপকূলের লাতাকিয়া ও তার্তুস অঞ্চলে ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছে বলে জানা গেছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, শুক্র ও শনিবার আলাওয়ি সম্প্রদায়কে লক্ষ্য করে সংঘটিত প্রায় ৩০টি ‘গণহত্যায়’
১ ঘণ্টা আগেতৈরি হচ্ছে বিশাল এক অ্যাপার্টমেন্ট, কিন্তু নেই কোনো ইট–বালু সিমেন্ট ভাঙা বা মেশানোর বিকট কোনো শব্দ। প্রচলিত পদ্ধতি নয়, আধুনিক থ্রি-ডি প্রিন্টারের মাধ্যমে এই বাড়ি নির্মাণ করছেন অস্ট্রেলিয়ার মেলবোর্নের বাসিন্দা আহমেদ মাহিল।
৩ ঘণ্টা আগে