Ajker Patrika

কংগ্রেসের প্রেসিডেন্ট পদ নয়, মুখ্যমন্ত্রিত্বই বেছে নিলেন অশোক গেহলট 

অনলাইন ডেস্ক
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৯: ৫৮
কংগ্রেসের প্রেসিডেন্ট পদ নয়, মুখ্যমন্ত্রিত্বই বেছে নিলেন অশোক গেহলট 

ভারতের প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের প্রেসিডেন্ট পদে লড়াই না করার ঘোষণা দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা অশোক গেহলট। রাজস্থানে দলীয় বিধায়কদের বিদ্রোহ প্রশমিত করতেই ‘নৈতিক দায়িত্ব’ হিসেবে তিনি দলীয় প্রেসিডেন্টের পদে নির্বাচন থেকে নিজেকে তুলে নিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ বৃহস্পতিবার রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছেন, তিনি তাঁর দলীয় প্রধানের পদে লড়ার বিষয় নিয়ে রাজস্থানের রাজনীতিতে উদ্ভূত সংকটের জন্য সোনিয়া গান্ধীর কাছে ক্ষমা চাইবেন। সোনিয়ার কাছে ক্ষমা প্রার্থনা করে অশোক গেহলট নিজের মুখ্যমন্ত্রিত্ব নিশ্চিত করতে চাইছেন বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। যদিও অশোক গেহলট বলেছেন, কংগ্রেসের প্রধান হিসেবে সোনিয়া গান্ধীই নির্ধারণ করবেন কংগ্রেসে মুখ্যমন্ত্রীর পদে কে থাকবে। 

রাজস্থানে কংগ্রেসের রাজনীতিতে অশোক গেহলটের প্রতিদ্বন্দ্বী রাজ্যের সাবেক উপমুখ্যমন্ত্রী শচীন পাইলট। কংগ্রেসের দলীয় নীতি অনুসারে কোনো ব্যক্তি একই সঙ্গে দলীয় এবং রাষ্ট্রীয় দায়িত্বে থাকতে পারবে না। কিন্তু অশোক গেহলট ধারণা করেছিলেন তিনি এই নিয়মের ব্যত্যয় ঘটিয়ে একই সঙ্গে কংগ্রেসের প্রেসিডেন্ট এবং রাজস্থানের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে না। কিন্তু তাঁর এই মনোবাসনা প্রকাশের পর কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী জানান, তাঁর বিশ্বাস—দলীয় নিয়মনীতি কঠোরভাবে মেনে চলা হবে। 

রাহুলের এমন মন্তব্যের পরপরই অশোকের রাজস্থানে গৃহদাহ দেখা দেয়। রাজস্থানের বিধানসভার কংগ্রেস দলীয় অন্তত ৯০ জন বিধায়ক একযোগে পদত্যাগের হুমকি দেন। এই হুমকির পর ধারণা করা হচ্ছিল অশোক গেহলট যদি কংগ্রেসের দলীয় প্রধান হন তবে তাঁর জায়গায় রাজস্থানের মুখ্যমন্ত্রী হতে পারেন তারই প্রতিদ্বন্দ্বী শচীন পাইলট। কিন্তু আজ গেহলটের দেওয়া স্বীকারোক্তির মাধ্যমে সকল নাটকের অবসান হলো। তবে, তাঁর মুখ্যমন্ত্রিত্ব নিরাপদ কিনা তা নির্ধারণ করবেন সোনিয়া 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত