Ajker Patrika

এবার উচ্চ আদালতে রাহুল গান্ধী

অনলাইন ডেস্ক
আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ১৪: ২৭
এবার উচ্চ আদালতে রাহুল গান্ধী

মানহানি মামলা থেকে রেহাই পেতে এবার উচ্চ আদালতের দ্বারস্থ হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দোষী সাব্যস্ত হওয়ার রায়ের ওপর স্থগিতাদেশের আবেদন জানিয়ে উচ্চ আদালতে আপিল করেছেন তিনি। মঙ্গলবার রাহুলের আইনজীবী সাজা কার্যকর করার নির্দেশের ওপর স্থগিতাদেশ চেয়ে উচ্চ আদালতে এই আপিল করেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ‘মোদি’ পদবি নিয়ে কটাক্ষ করায় ২০১৯ সালের একটি মানহানি মামলায় গত ২৩ মার্চ রাহুলকে দুই বছরের কারাদণ্ড দেন আদালত। এর এক দিন পর ২৪ মার্চ রাহুল গান্ধীকে দেশটির লোকসভা থেকে অযোগ্য ঘোষণা করা হয়।

লোকসভা সচিবালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় সংবিধানের ১০২ (১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১-এর ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের লোকসভার সদস্যপদ খারিজ করা হলো। মানহানি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার দিন, অর্থাৎ ২৩ মার্চ ২০২৩ থেকে তিনি আর এমপি নন।

তবে আদালত রাহুল গান্ধীকে ৩০ দিনের জামিন এবং আপিল করার সুযোগ দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে ৩ এপ্রিল সুরাট আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাহুল। তাঁকে দোষী সাব্যস্ত করার রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে একটি আবেদন করেছিলেন। আদালত সেই স্থগিতাদেশ দেওয়ার আবেদন প্রত্যাখ্যান করলেও মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাহুলকে জামিন দিয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত