বিহারে দল ঘোষণা করলেন ‘ভোট কুশলী’ প্রশান্ত কিশোর

অনলাইন ডেস্ক
আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ০০: ১৬
Thumbnail image

ভারতের সবচেয়ে আলোচিত ভোট-কুশলী বলা হয় তাঁকে। বিভিন্ন সময়ে নির্বাচনী ভবিষ্যদ্বাণী করে সাড়া ফেলেছেন প্রশান্ত কিশোর ওরফে পিকে। এবার ভারতের বিহার রাজ্যে নিজের রাজনৈতিক দলের ঘোষণা দিলেন তিনি। দলের নাম ‘জন সুরাজ’ (জেএসপি)। বিহারের নির্বাচনকে সামনে রেখে প্রশান্ত কিশোরের এই ঘোষণাটি এসেছে।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বুধবার গান্ধী জয়ন্তীর দিনটিতেই নিজের দলের নাম ঘোষণা করেছেন পিকে। এর আগে ২০২২ সালের এই দিনটিতেই ‘জন সুরাজ’ পার্টি গঠনের প্রাথমিক উদ্যোগ শুরু করেছিলেন তিনি। গত দুই বছর ধরে বিহারের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে রয়েছে ‘জন সুরাজ’ উদ্যোগ। প্রান্তিক মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো বিষয়গুলো নিয়ে সরকারের ওপর চাপ তৈরি করাই ছিল এটির উদ্দেশ্য।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী বছরই বিহারে বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বিহারের সবগুলো আসনেই লড়াইয়ের লক্ষ্য নিয়েছে ‘জন সুরাজ’।

দলটির সাংগঠনিক কার্যক্রমে কে কোন দায়িত্বে থাকবেন, তা এখনো পুরোপুরিভাবে প্রকাশ্যে আসেনি। প্রশান্ত কিশোর এই দলের গোড়াপত্তন করলেও তিনি এর সাংগঠনিক নেতৃত্বের দায়িত্বে তিনি না-ও থাকতে পারেন।

প্রাথমিকভাবে অবসরপ্রাপ্ত কূটনীতিক মনোজ ভারতীকে জন সুরাজ দলের কার্যকরী সভাপতি করা হয়েছে। তিনি তৃণমূল থেকে উঠে আসা একজন দলিত মুখ হিসেবেই পরিচিত। আপাতত দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে তাঁকেই রাখতে চাইছেন প্রশান্ত। পরে আগামী বছরের মার্চে দলের নতুন সভাপতি বেছে নেওয়া হবে।

দলের কার্যকরী সভাপতি হিসাবে মনোজের নাম ঘোষণার সময় প্রশান্ত বলেন, ‘যখন আমি বলেছিলাম, আমি কোনো নেতা হতে চাই না, তখন সাধারণ মানুষ আমার কাছে জানতে চেয়েছিলেন আমার মতো কর্মক্ষম কাউকে তাঁরা কোথায় পাবেন। মনোজ ভারতী আমাদের থেকে অনেক বেশি কর্মক্ষম। তিনি আইআইটিতে গিয়েছিলেন, আমি যাইনি। তিনি আইএফএস আধিকারিক হয়েছেন, আমি হইনি।’

এর আগে গত রোববার প্রশান্ত বলেছিলেন, ‘আমি কখনোই নেতা ছিলাম না। নেতা হতেও চাই না। এখন সময় এসেছে জনগণের নেতৃত্ব দেওয়ার।’

নতুন দল নিয়ে বেশ আশাবাদীও প্রশান্ত কিশোর। এই দলের তিনটি প্রাথমিক লক্ষ্য হলো—বিহারের প্রতিটি গ্রামের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, ভয় দেখিয়ে নির্বাচন প্রভাবিত করার রীতিতে বদল আনা এবং বিহারকে দেশের সেরা ১০ রাজ্যের মধ্যে স্থান দেওয়া।

ক্ষমতায় এলে এক ঘণ্টার মধ্যেই মদের ওপর রাজ্যের নিষেধাজ্ঞা উঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পিকে। এই মনোভাব তিনি দলের আত্মপ্রকাশের আগেও দেখিয়েছিলেন। প্রশান্ত দাবি করেছেন, ২০২৫ সালে বিহারের বিধানসভা নির্বাচনে ২০টি আসনও পাবে না নিতীশ কুমারের দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত