Ajker Patrika

বছরের মাঝামাঝি জনসংখ্যায় চীনকে ছাড়িয়ে যাবে ভারত

কলকাতা প্রতিনিধি
আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১৭: ৪১
বছরের মাঝামাঝি জনসংখ্যায় চীনকে ছাড়িয়ে যাবে ভারত

ভারতের জনসংখ্যা চলতি বছরের মাঝামাঝি নাগাদ বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনের জনসংখ্যাকে ছাড়িয়ে যাবে। ওই সময় ভারতের জনসংখ্যা চীনের জনসংখ্যার চেয়ে প্রায় ৩০ লাখ বেশি হবে।

আজ বুধবার প্রকাশিত জাতিসংঘের এক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।

জাতিসংঘের জনসংখ্যা তহবিলের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মাঝামাঝিতে ভারতের জনসংখ্যা দাঁড়াবে ১৪২ কোটি ৮৬ লাখের বেশি। অন্যদিকে একই সময়ে চীনের জনসংখ্যা দাঁড়াবে ১৪২ কোটি ৫৭ লাখে।

চলতি বছরের শুরুর দিকে প্রকাশিত চীনের সরকারি উপাত্ত থেকে জানা যায়, দেশটির জনসংখ্যা ছয় দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো গত বছর হ্রাস পেয়েছে।

উল্লেখ্য, ভারতের সর্বশেষ জনগণনা ২০১১ সালে হয়। করোনার কারণে ২০২১ সালের জনগণনা করা সম্ভব হয়নি। ফলে ভারতীয় জনসংখ্যার সরকারি পরিসংখ্যান ২০১১ সালেরই রয়েছে। সেই পরিসংখ্যান অনুযায়ী, ভারতে সেই সময় মোট জনসংখ্যা ছিল ১২৫ কোটি ৭৬ লাখ।

চলতি বছরের মাঝামাঝিতে বিশ্বের মোট জনসংখ্যা ৮০৪ কোটি ৫০ লাখে দাঁড়াতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত