Ajker Patrika

মধ্যপ্রদেশে ৪ বাংলাদেশি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
আপডেট : ১৩ মার্চ ২০২২, ২২: ২৩
মধ্যপ্রদেশে ৪ বাংলাদেশি গ্রেপ্তার

ভারতের মধ্যপ্রদেশের  ভোপালের দুটি স্থানে অভিযান চালিয়ে ৪ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র দাবি করেছেন, গ্রেপ্তারকৃতরা জঙ্গি সংগঠন জেএমবির সদস্য। তাঁরা ২০১৮ সালে বোধগয়া বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত। 

গ্রেপ্তারকৃতরা হলেন- ফজহার আলী ওরফে মেহমুদ (৩২), মোহাম্মদ আকিল ওরফে আহমেদ (২৪), জহুরউদ্দিন ওরফে ইব্রাহিম (২৮) এবং ফজহার জয়নুল আবদিন ওরফে আকরাম আল হাসান। গতকাল শনিবার রাত থেকে আজ রোববার ভোরের মধ্যে করন্দ ও আইশবাগ এলাকার দুটি বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ভারতের পুলিশের অ্যান্টি-টেররিজম ইউনিটের কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি এমনটি জানিয়েছে। 

অ্যান্টি-টেররিজম ইউনিটের কর্মকর্তার জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ল্যাপটপ, ধর্মীয় বই এবং বিস্ফোরক জব্দ করা হয়েছে। 
 
ভারতের অ্যান্টি-টেররিজম ইউনিট  এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এই অভিযান চালায়।

কয়েকটি সূত্র এনডিটিভিকে জানায়, একটি থানার কাছ থেকেই গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন জঙ্গি আশ্রয় নিয়েছিল। তবে এটি পুলিশ জানত না। তাঁরা গত তিন মাস ধরে ভাড়ার চুক্তি ও পুলিশ ভেরিফিকেশন ছাড়াই বহুতল ভবনে বসবাস করছিলেন। 
 
এদের একজন প্রতিবেশী জানিয়েছেন, রাত ৩টার দিকে ৬০ জনের পুলিশ অভিযান চালায়। তারা দরজা খোলার জন্য গুলি ছুড়ে এবং গ্রেপ্তারের পর বাড়িটি সিল করে দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত