অনলাইন ডেস্ক
জনসংখ্যা বিবেচনায় বিশ্বের সবচেয়ে গণতন্ত্রের দেশ বলা হয় ভারতকে। সেই দেশের পার্লামেন্টের নিম্নকক্ষ অর্থাৎ লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে আজ শুক্রবার। সাত ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এই নির্বাচনে। আজ ১৯ এপ্রিল শুরু হয়ে চলবে ১ জুন পর্যন্ত।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, প্রথম ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১০২টি লোকসভা আসনে। সব মিলিয়ে ২১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে বিশ্লেষকেরা বলছেন বিরোধী দলগুলোর পুনরুত্থান ও ক্ষমতাসীন বিজেপির রূপকল্প ২০৪৭-এর দিকে এক কদম এগিয়ে যাওয়ার সুযোগ।
প্রথম ধাপের নির্বাচনে তামিলনাড়ু (৩৯), রাজস্থান (১২), উত্তর প্রদেশ (৮), মধ্যপ্রদেশ (৬), উত্তরাখন্ড (৫), অরুণাচল (২) ও মেঘালয়ের (২) সবগুলো লোকসভা আসনেই প্রথম ধাপে ভোট অনুষ্ঠিত হবে আজ। এ ছাড়া আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (১), মিজোরাম (১), নাগাল্যান্ড (১), পদুচেরি (১), সিকিম (১) ও লাক্ষাদ্বীপের (১) সব আসনেই ভোট গ্রহণ হবে আজ।
এ ছাড়া আসাম ও মহারাষ্ট্রের পাঁচটি করে আসন, বিহারের চারটি, পশ্চিমবঙ্গের তিনটি, মণিপুরে দুটি এবং ত্রিপুরা, জম্মু-কাশ্মীর ও ছত্তিশগড়ে একটি করে আসনের ভোট গ্রহণ করা হবে আজ। এই লোকসভা নির্বাচনের পাশাপাশি চারটি রাজ্যে—অন্ধ্রপ্রদেশ, ওডিশা, সিকিম ও অরুণাচলে বিধানসভা নির্বাচনও অনুষ্ঠিত হবে। এর মধ্যে অরুণাচল প্রদেশ (৬০ আসন) ও সিকিমের (৩২ আসন) বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ করা হবে আজ।
এবারের নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহ জুটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন যে, বিজেপি ৫৪৩ আসনের লোকসভায় এককভাবে ৩৭০টিতে জিতবে এবং বিজেপির জোট এনডিএ (ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স) সব মিলিয়ে ৪০০ আসনের বেশি পাবে। উল্লেখ্য, গত নির্বাচনে এনডিএ জোট ৩৫৩ ও বিজেপি এককভাবে ৩০৩টি আসন জিতেছিল।
বিপরীতে বিরোধী জোট ইন্ডিয়ার মধ্যে বিভেদ এখনো স্পষ্ট। বিশেষ করে বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের ডিগবাজি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কারাবন্দিত্ব, মমতা বন্দ্যোপাধ্যায়ের অসহযোগী মনোভাবের কারণে জোট সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিতে পারেনি, আলাদা আলাদাভাবে প্রার্থী দিয়েছে।
জনসংখ্যা বিবেচনায় বিশ্বের সবচেয়ে গণতন্ত্রের দেশ বলা হয় ভারতকে। সেই দেশের পার্লামেন্টের নিম্নকক্ষ অর্থাৎ লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে আজ শুক্রবার। সাত ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এই নির্বাচনে। আজ ১৯ এপ্রিল শুরু হয়ে চলবে ১ জুন পর্যন্ত।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, প্রথম ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১০২টি লোকসভা আসনে। সব মিলিয়ে ২১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে বিশ্লেষকেরা বলছেন বিরোধী দলগুলোর পুনরুত্থান ও ক্ষমতাসীন বিজেপির রূপকল্প ২০৪৭-এর দিকে এক কদম এগিয়ে যাওয়ার সুযোগ।
প্রথম ধাপের নির্বাচনে তামিলনাড়ু (৩৯), রাজস্থান (১২), উত্তর প্রদেশ (৮), মধ্যপ্রদেশ (৬), উত্তরাখন্ড (৫), অরুণাচল (২) ও মেঘালয়ের (২) সবগুলো লোকসভা আসনেই প্রথম ধাপে ভোট অনুষ্ঠিত হবে আজ। এ ছাড়া আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (১), মিজোরাম (১), নাগাল্যান্ড (১), পদুচেরি (১), সিকিম (১) ও লাক্ষাদ্বীপের (১) সব আসনেই ভোট গ্রহণ হবে আজ।
এ ছাড়া আসাম ও মহারাষ্ট্রের পাঁচটি করে আসন, বিহারের চারটি, পশ্চিমবঙ্গের তিনটি, মণিপুরে দুটি এবং ত্রিপুরা, জম্মু-কাশ্মীর ও ছত্তিশগড়ে একটি করে আসনের ভোট গ্রহণ করা হবে আজ। এই লোকসভা নির্বাচনের পাশাপাশি চারটি রাজ্যে—অন্ধ্রপ্রদেশ, ওডিশা, সিকিম ও অরুণাচলে বিধানসভা নির্বাচনও অনুষ্ঠিত হবে। এর মধ্যে অরুণাচল প্রদেশ (৬০ আসন) ও সিকিমের (৩২ আসন) বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ করা হবে আজ।
এবারের নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহ জুটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন যে, বিজেপি ৫৪৩ আসনের লোকসভায় এককভাবে ৩৭০টিতে জিতবে এবং বিজেপির জোট এনডিএ (ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স) সব মিলিয়ে ৪০০ আসনের বেশি পাবে। উল্লেখ্য, গত নির্বাচনে এনডিএ জোট ৩৫৩ ও বিজেপি এককভাবে ৩০৩টি আসন জিতেছিল।
বিপরীতে বিরোধী জোট ইন্ডিয়ার মধ্যে বিভেদ এখনো স্পষ্ট। বিশেষ করে বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের ডিগবাজি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কারাবন্দিত্ব, মমতা বন্দ্যোপাধ্যায়ের অসহযোগী মনোভাবের কারণে জোট সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিতে পারেনি, আলাদা আলাদাভাবে প্রার্থী দিয়েছে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া সাজার রায় চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির অভিযোগ, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে সরকার বলছে, এই সাজা ইমরান খানের প্রাপ্য ছিল।
৪ ঘণ্টা আগেআগামী ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি অ্যারো ইন্ডিয়া ২০২৫–এর ১৫ তম প্রদর্শনী বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মাংস বিক্রি ও পরিবেশনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
৪ ঘণ্টা আগে২০১৭ সালে প্রথম মেয়াদে নির্বাচিত হয়ে, প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই ‘ওবামা কেয়ার’ বাতিলে নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প। এবার দ্বিতীয় মেয়াদে ফিরে এসে, প্রথম দিনেই নির্বাহী আদেশে একাধিক প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা বলেছেন তিনি।
৫ ঘণ্টা আগেগাজায় যুদ্ধবিরতি চুক্তি আলোচনা শুরুর পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। আজ শনিবার ফিলিস্তিনিদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই চুক্তি ইসরায়েলের বিরুদ্ধে অটল প্রতিরোধ গড়ে তোলার প্রমাণ। টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
৮ ঘণ্টা আগে