অনলাইন ডেস্ক
রাজস্থান (ভারত): ভারতে করোনা আক্রান্ত এক ব্যক্তির সৎকার অনুষ্ঠানে অংশ নেওয়া ১৫০ জনের মধ্যে অল্প সময়ের ব্যবধানে ২১ জনের মৃত্যু হয়েছে। রাজস্থান রাজ্যের সিকার জেলায় খেরেভা গ্রামে এই ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, ওই সৎকার অনুষ্ঠানে কোনো স্বাস্থ্যবিধি মানা হয়নি।
সরকারি কর্মকর্তাদের মতে, ২১ এপ্রিল খেরেভা গ্রামে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির মৃতদেহ দাহ করার জন্য শ্মশানে নেওয়া হয়। শেষকৃত্যের এই অনুষ্ঠানে প্রায় ১৫০ ব্যক্তি অংশ নেন। এতে কোভিডে মৃতদের সৎকারের জন্য অবশ্যপালনীয় স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা করা হয়নি।
কর্মকর্তারা জানান, প্লাস্টিকের ব্যাগে করে মৃতদেহটি নিয়ে যাওয়া হয়। কিন্তু দাহ করার আগে অনেকে মৃতদেহটি স্পর্শ করেন।
তবে আজ শনিবার লক্ষ্মণগড় উপ-বিভাগীয় কর্মকর্তা কুলরাজ নিনা বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ওই সৎকারে অংশ নেওয়াদের মধ্যে যে ২১ ব্যক্তি মারা গেছেন তাদের মধ্যে ১৫ এপ্রিল থেকে ৫ মে–এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন। অধিকাংশ মৃত্যু বয়সজনিত কারণে। বাকিরাও করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন কি না, তা যাচাই করতে ১৪৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, প্রশাসন গ্রামে স্যানিটেশন অভিযান পরিচালনা করছে। গ্রামের মানুষকে এর ভয়াবহতা সম্পর্কে বোঝানো সম্ভব হয়েছে। তারা যথাসম্ভব প্রশাসনকে সহযোগিতা করছেন।
সিকার জেলার স্বাস্থ্য কর্মকর্তা অজয় চৌধুরী বলেন, স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে প্রতিবেদন চাওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরে এ বিষয়ে মন্তব্য করা যাবে।
রাজস্থান (ভারত): ভারতে করোনা আক্রান্ত এক ব্যক্তির সৎকার অনুষ্ঠানে অংশ নেওয়া ১৫০ জনের মধ্যে অল্প সময়ের ব্যবধানে ২১ জনের মৃত্যু হয়েছে। রাজস্থান রাজ্যের সিকার জেলায় খেরেভা গ্রামে এই ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, ওই সৎকার অনুষ্ঠানে কোনো স্বাস্থ্যবিধি মানা হয়নি।
সরকারি কর্মকর্তাদের মতে, ২১ এপ্রিল খেরেভা গ্রামে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির মৃতদেহ দাহ করার জন্য শ্মশানে নেওয়া হয়। শেষকৃত্যের এই অনুষ্ঠানে প্রায় ১৫০ ব্যক্তি অংশ নেন। এতে কোভিডে মৃতদের সৎকারের জন্য অবশ্যপালনীয় স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা করা হয়নি।
কর্মকর্তারা জানান, প্লাস্টিকের ব্যাগে করে মৃতদেহটি নিয়ে যাওয়া হয়। কিন্তু দাহ করার আগে অনেকে মৃতদেহটি স্পর্শ করেন।
তবে আজ শনিবার লক্ষ্মণগড় উপ-বিভাগীয় কর্মকর্তা কুলরাজ নিনা বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ওই সৎকারে অংশ নেওয়াদের মধ্যে যে ২১ ব্যক্তি মারা গেছেন তাদের মধ্যে ১৫ এপ্রিল থেকে ৫ মে–এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন। অধিকাংশ মৃত্যু বয়সজনিত কারণে। বাকিরাও করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন কি না, তা যাচাই করতে ১৪৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, প্রশাসন গ্রামে স্যানিটেশন অভিযান পরিচালনা করছে। গ্রামের মানুষকে এর ভয়াবহতা সম্পর্কে বোঝানো সম্ভব হয়েছে। তারা যথাসম্ভব প্রশাসনকে সহযোগিতা করছেন।
সিকার জেলার স্বাস্থ্য কর্মকর্তা অজয় চৌধুরী বলেন, স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে প্রতিবেদন চাওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরে এ বিষয়ে মন্তব্য করা যাবে।
একজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
৮ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
৮ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
৯ ঘণ্টা আগেভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
১০ ঘণ্টা আগে