Ajker Patrika

ইয়াসিন মালিকের সমর্থনে বিক্ষোভ, গ্রেপ্তার ১০ 

অনলাইন ডেস্ক
ইয়াসিন মালিকের সমর্থনে বিক্ষোভ, গ্রেপ্তার ১০ 

কাশ্মীরের আলোচিত নেতা ইয়াসিন মালিককে গতকাল যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। তাঁর এ শাস্তির বিরুদ্ধে কাশ্মীরের শ্রীনগরে প্রতিবাদ ও বিক্ষোভ করেছে জনতা। সেই বিক্ষোভের পর ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল মধ্যরাতে পুলিশ একাধিক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেছে।

ভারতের পুলিশ বলেছে, অভিযুক্তরা গতকাল ইয়াসিন মালিকের সাজা ঘোষণার আগে তাঁর বাড়ির সামনে দাঙ্গা-হাঙ্গামা ও দেশবিরোধী সাম্প্রদায়িক স্লোগানের সঙ্গে জড়িত ছিল। তাদেরকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে। আরও অভিযুক্তদের খুঁজে বের করা হচ্ছে এবং শিগগিরই গ্রেপ্তার করা হবে বলেও জানিয়েছে পুলিশ। এ ঘটনার মূল অভিযুক্তকেও গ্রেপ্তার করা দাবি করেছে পুলিশ।

শ্রীনগরের সিনিয়র পুলিশ সুপার রাকেশ বাওয়াল বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের ১৩ ধারায় মাইসুমা থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে। এ ছাড়া যারা বিক্ষোভে প্ররোচনা দিয়েছে তাদের বিরুদ্ধেও জননিরাপত্তা আইনের অধীনে মামলা করা হবে।’ তাদেরকে জম্মু ও কাশ্মীরের বাইরের কারাগারে বন্দী করা হবে বলেও জানান তিনি।

গতকাল বুধবার শ্রীনগরের মাইসুমা এলাকায় ইয়াসিন মালিকের বাড়ির সামনে কয়েক হাজার সমর্থক জড়ো হয়। তারা ইয়াসিনের সমর্থনে স্লোগান ও বিক্ষোভ করতে থাকে। একসময় এলাকা ঘিরে প্রতিবাদ মিছিল করতে শুরু করে। তখন সমর্থক ও ভারতীয় নিরাপত্তাবাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। 

প্রত্যক্ষদর্শীরা বলেন, বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর দিকে পাথর ছুড়ে মারে। অন্যদিকে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। 

গতকাল বুধবার দিল্লির বিশেষ আদালত ইয়াসিন মালিককে দুই মামলায় যাবজ্জীবন, পাঁচ মামলায় ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন। তাঁর এসব সাজা একই সঙ্গে চলমান থাকবে। একই সঙ্গে, তাঁকে ১০ লাখ টাকা জরিমানাও করেছেন আদালত। 

ইয়াসিন মালিক ভারতের বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউএপিএ) অধীনে সন্ত্রাসবাদীদের অর্থায়নের অভিযোগে অভিযুক্ত বলে প্রমাণিত হন। তবে ইয়াসিন মালিক ভারতীয় গোয়েন্দাদের প্রতি চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, তারা যদি বিগত ২৮ বছরের মধ্যে তাঁর বিরুদ্ধে কোনো সন্ত্রাসবাদী আন্দোলনে যুক্ত থাকার প্রমাণ বের করতে পারে তবে তিনি রাজনীতি ছেড়ে দেবেন এবং নিজেই ফাঁসির দড়িতে ঝুলবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত