অনলাইন
কৈবল্য ভোরা এবং আদিত পালিশা যৌথভাবে শুরু করেছিলেন দ্রুত মালামাল সরবরাহকারী প্রতিষ্ঠান জেপ্টো। সম্প্রতি এই দুজনের একজন কৈবল্য ভোরা মাত্র ১৯ বছর বয়সে ১ হাজার কোটি রুপির মালিক হয়েছেন। সম্প্রতি ইন্ডিয়া ইনফো লাইন লিমিটেড ওয়েলথ–হুরুন নামের একটি প্রতিষ্ঠান ২০২২ সালের জন্য ভারতের ধনীদের একটি তালিকা প্রকাশ করে। সেখানেই কৈবল্যের নাম উঠে আসে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ধনীদের মধ্যে কৈবল্য ১০০০ কোটি রুপি নিয়ে ১০৩৬ তম এবং তাঁর ব্যবসায়িক পার্টনার আদিত পালিশা ১২ শ কোটি রুপি নিয়ে রয়েছেন ৯৫০ তম অবস্থানে।
এর আগেও এই দুই তরুণ উদ্যোক্তা ফোর্বস ম্যাগাজিনের ৩০ ‘অনূর্ধ্ব–৩০ প্রভাবশালী’ এশীয়দের তালিকায় ই–কমার্স ক্যাটাগরিতে স্থান করে নিয়েছিলেন। এই দুই উদ্যোক্তা হুরুন ইন্ডিয়া ফিউচার ইউনিকর্ন ইনডেক্স–২০২২ সূচকেও স্থানর দখল করেছিলেন।
এই বিষয়ে হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট এক বিবৃতিতে বলেছে, ‘এবার একজন তরুণের এই তালিকায় অভিষেক হয়েছে। সেই তরুণটি হলেন জেপ্টোর সহ–প্রতিষ্ঠাতা ১৯ বছরের কৈবল্য ভোরা। মাত্র ১০ বছর আগেও যেখানে এই তালিকায় সবচেয়ে কম বয়সী ব্যক্তিটি ছিলেন ৩৭ বছরের আজ সেই তালিকায় ঢুকে গেছেন ১৯ বছরের তরুণ। এই বিষয়টি স্টার্ট–আপ বিপ্লবই নির্দেশ করে।’
ভোরা এবং পালিশা ছাত্রজীবনে বিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। কিন্তু তাঁরা তাদের বিষয় কম্পিউটার সায়েন্সে পড়া লেখা চালিয়ে যেতে পারেননি। বিশ্ববিদ্যালয় থেকে বাদ পড়ার পর ২০২১ সালে তাঁর দুজনে মিলে জেপ্টো শুরু করেন। ওই সময়টাতে কোভিড মহামারি চলায় তাদের পরিবহনের চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায় এবং তাদের ব্যবসায় দারুণভাবে বৃদ্ধি পায়।
কৈবল্য ভোরা এবং আদিত পালিশা যৌথভাবে শুরু করেছিলেন দ্রুত মালামাল সরবরাহকারী প্রতিষ্ঠান জেপ্টো। সম্প্রতি এই দুজনের একজন কৈবল্য ভোরা মাত্র ১৯ বছর বয়সে ১ হাজার কোটি রুপির মালিক হয়েছেন। সম্প্রতি ইন্ডিয়া ইনফো লাইন লিমিটেড ওয়েলথ–হুরুন নামের একটি প্রতিষ্ঠান ২০২২ সালের জন্য ভারতের ধনীদের একটি তালিকা প্রকাশ করে। সেখানেই কৈবল্যের নাম উঠে আসে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ধনীদের মধ্যে কৈবল্য ১০০০ কোটি রুপি নিয়ে ১০৩৬ তম এবং তাঁর ব্যবসায়িক পার্টনার আদিত পালিশা ১২ শ কোটি রুপি নিয়ে রয়েছেন ৯৫০ তম অবস্থানে।
এর আগেও এই দুই তরুণ উদ্যোক্তা ফোর্বস ম্যাগাজিনের ৩০ ‘অনূর্ধ্ব–৩০ প্রভাবশালী’ এশীয়দের তালিকায় ই–কমার্স ক্যাটাগরিতে স্থান করে নিয়েছিলেন। এই দুই উদ্যোক্তা হুরুন ইন্ডিয়া ফিউচার ইউনিকর্ন ইনডেক্স–২০২২ সূচকেও স্থানর দখল করেছিলেন।
এই বিষয়ে হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট এক বিবৃতিতে বলেছে, ‘এবার একজন তরুণের এই তালিকায় অভিষেক হয়েছে। সেই তরুণটি হলেন জেপ্টোর সহ–প্রতিষ্ঠাতা ১৯ বছরের কৈবল্য ভোরা। মাত্র ১০ বছর আগেও যেখানে এই তালিকায় সবচেয়ে কম বয়সী ব্যক্তিটি ছিলেন ৩৭ বছরের আজ সেই তালিকায় ঢুকে গেছেন ১৯ বছরের তরুণ। এই বিষয়টি স্টার্ট–আপ বিপ্লবই নির্দেশ করে।’
ভোরা এবং পালিশা ছাত্রজীবনে বিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। কিন্তু তাঁরা তাদের বিষয় কম্পিউটার সায়েন্সে পড়া লেখা চালিয়ে যেতে পারেননি। বিশ্ববিদ্যালয় থেকে বাদ পড়ার পর ২০২১ সালে তাঁর দুজনে মিলে জেপ্টো শুরু করেন। ওই সময়টাতে কোভিড মহামারি চলায় তাদের পরিবহনের চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায় এবং তাদের ব্যবসায় দারুণভাবে বৃদ্ধি পায়।
১৯৯৮ সালের ৩ এপ্রিল ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া প্যারিস তাঁর ভাইদের সঙ্গে ছয় বছর বয়স পর্যন্ত হোম স্কুলিং করেছেন। মাইকেল তাঁর সন্তানদের ব্যক্তিগত জীবন রক্ষা করতে খুব সচেতন ছিলেন। তাই তিনি প্রায় সময়ই ক্যামেরার সামনে পড়ে গেলে সন্তানদের লুকিয়ে ফেলতেন কিংবা মুখ ঢেকে দিতেন।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের বৈদেশিক সহায়তা স্থগিতের আবেদন নাকচ করে দিয়েছেন। গত মাসে ট্রাম্প প্রশাসনকে বৈদেশিক সহায়তা চালু রাখার জন্য সাময়িক অনুমতি দিতে নির্দেশ দিয়েছিলেন মার্কিন জেলা জজ আমির আলী। এর বিপরীতে করা ট্রাম্প প্রশাসনের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান...
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন। জানিয়ে দিয়েছে, তারা যেকোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নতুন বাণিজ্য শুল্কের জবাবে এই প্রতিক্রিয়া জানিয়েছে দেশটি।
৩ ঘণ্টা আগেসদ্য সমাপ্ত মহাকুম্ভের সাফল্যের গল্প শুনিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্য বিধানসভায় দেওয়া এক ভাষণে তিনি জানিয়েছেন, একজন নৌকার মালিক ও তাঁর পরিবার মেলার ৪৫ দিনে ৩০ কোটি রুপি আয় করেছে। মুখ্যমন্ত্রীর মতে, এই নৌকার মালিকের ১৩০টি নৌকা ছিল; যার প্রতিটি থেকে তিনি মেলার সময় গড়ে ২৩ লাখ
৫ ঘণ্টা আগে