মধ্যপ্রদেশে কুয়ায় পড়লেন ৩০ জন, ৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২১, ১২: ৩৭
আপডেট : ১৬ জুলাই ২০২১, ১২: ৪৮

ভারতের মধ্যপ্রদেশের বিদিশায় একটি শিশুকে উদ্ধার করতে গিয়ে ৩০ জন কুয়ায় পড়ে গেছেন। এ ঘটনায় কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে। পুলিশ বলেছে, ১৯ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। খবর এনডিটিভির।

স্থানীয়দের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, শিশুকে উদ্ধারের জন্য লোকজন এগিয়ে আসে। তখন তাঁদের ওজনে কুয়ার প্রাচীর ভেঙে যায়। এতে তাঁরা ৫০ ফুট গভীর কুয়ার ভেতর পড়ে যান। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘটনাস্থলে এনডিআরএফ ও এসডিআরএফ দল পাঠিয়েছেন। স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তিনি ঘটনার সার্বিক বিষয়ের খোঁজ রাখছেন।

শিবরাজ সিং চৌহান বলেন, ‘উদ্ধার অভিযান চলছে। উদ্ধারকাজের সার্বক্ষণিক খোঁজ রাখছি। এই ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে ৫ লাখ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। এ ছাড়া বিনা মূল্যে চিকিৎসাসেবাও দেওয়া হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত