অনলাইন ডেস্ক
ভারত সরকার বলেছে, বিশ্বের যে সব প্রযুক্তি প্রতিষ্ঠান সার্চ রেজাল্ট ও নিউজ ফিডের মাধ্যমে মুনাফা অর্জন করে, তাদেরকে অবশ্যই ‘মুনাফার ন্যায্য অংশ’ ভারতীয় গণমাধ্যম ও প্রকাশকদের দিতে হবে। এতে উভয় প্রতিষ্ঠানের মধ্যে ভারসাম্যহীনতা দূর হবে বলে মনে করছে ভারত সরকার। ইলেকট্রনিকস ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
সম্প্রতি এনডিটিভিসহ ১৭টি শীর্ষস্থানীয় ভারতীয় সংবাদ প্রকাশকদের সংগঠন ডিজিটাল নিউজ পাবলিশার্স অ্যাসোসিয়েশন (ডিএনপিএ) একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেখানে ভারতের ইলেকট্রনিকস ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর এমন বার্তা দিয়েছেন। তিনি অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স ও অন্যান্য দেশের উদ্যোগের প্রতি ইঙ্গিত করে বলেছেন, ‘এসব দেশ সংবাদপত্র প্রতিষ্ঠান ও বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে ন্যায্য আয় নিশ্চিত করতে আইন পাস করেছে।’
রাজীব চন্দ্রশেখর আরও বলেছেন, ‘বিজ্ঞাপনী প্রযুক্তি সংস্থা ও সংবাদ প্রতিষ্ঠানের আয়ের মধ্যে বিশাল ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। সংবাদ প্রতিষ্ঠানের খবর বা কনটেন্ট ব্যবহার করে বিপুল মুনাফা অর্জন করছে ডিজিটাল প্রযুক্তি প্ল্যাটফর্মগুলো। কিন্তু সংবাদ প্রতিষ্ঠানগুলো সেই মুনাফার ন্যায্য অংশ পাচ্ছে না। আমরা অবশ্যই এই সমস্যাটির সমাধান করব।’
‘ডিজিটাল ইন্ডিয়া আইন’ পাস হলে সমস্যাটির সমাধান হবে বলেও আশা প্রকাশ করেছেন রাজীব চন্দ্রশেখর। তিনি বলেছেন, ‘অস্ট্রেলিয়া এই সমস্যার একটি ভালো সমাধান বের করেছে। আমরা সেটিকে অনুসরণ করার চেষ্টা করছি। দুই বছর আগে অস্ট্রেলিয়া এমন একটি আইন পাস করেছে, যার কারণে ফেসবুক ও গুগলের মতো বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে অস্ট্রেলিয়ার গণমাধ্যম ও প্রকাশকদের অর্থ দিতে হয়।’
এর আগে ২০২১ সালের ফেব্রুয়ারিতে এ সংক্রান্ত একটি আইন পাস করেছে অস্ট্রেলিয়া। সেই আইনের আওতায় নিজেদের সাইটে সংবাদ প্রকাশের জন্য প্রকাশক সংস্থাকে অর্থ দেয় ফেসবুক ও গুগলের মতো সংস্থাগুলো। এসব সংস্থার আয়ের প্রাথমিক উৎস হলো বিজ্ঞাপন। ফলে বিজ্ঞাপন থেকে প্রাপ্ত আয়ের অংশ প্রকাশক সংস্থাগুলোকে দেয় গুগল, ফেসবুকের মতো জায়ান্ট কোম্পানিগুলো।
ভারত সরকার বলেছে, বিশ্বের যে সব প্রযুক্তি প্রতিষ্ঠান সার্চ রেজাল্ট ও নিউজ ফিডের মাধ্যমে মুনাফা অর্জন করে, তাদেরকে অবশ্যই ‘মুনাফার ন্যায্য অংশ’ ভারতীয় গণমাধ্যম ও প্রকাশকদের দিতে হবে। এতে উভয় প্রতিষ্ঠানের মধ্যে ভারসাম্যহীনতা দূর হবে বলে মনে করছে ভারত সরকার। ইলেকট্রনিকস ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
সম্প্রতি এনডিটিভিসহ ১৭টি শীর্ষস্থানীয় ভারতীয় সংবাদ প্রকাশকদের সংগঠন ডিজিটাল নিউজ পাবলিশার্স অ্যাসোসিয়েশন (ডিএনপিএ) একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেখানে ভারতের ইলেকট্রনিকস ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর এমন বার্তা দিয়েছেন। তিনি অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স ও অন্যান্য দেশের উদ্যোগের প্রতি ইঙ্গিত করে বলেছেন, ‘এসব দেশ সংবাদপত্র প্রতিষ্ঠান ও বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে ন্যায্য আয় নিশ্চিত করতে আইন পাস করেছে।’
রাজীব চন্দ্রশেখর আরও বলেছেন, ‘বিজ্ঞাপনী প্রযুক্তি সংস্থা ও সংবাদ প্রতিষ্ঠানের আয়ের মধ্যে বিশাল ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। সংবাদ প্রতিষ্ঠানের খবর বা কনটেন্ট ব্যবহার করে বিপুল মুনাফা অর্জন করছে ডিজিটাল প্রযুক্তি প্ল্যাটফর্মগুলো। কিন্তু সংবাদ প্রতিষ্ঠানগুলো সেই মুনাফার ন্যায্য অংশ পাচ্ছে না। আমরা অবশ্যই এই সমস্যাটির সমাধান করব।’
‘ডিজিটাল ইন্ডিয়া আইন’ পাস হলে সমস্যাটির সমাধান হবে বলেও আশা প্রকাশ করেছেন রাজীব চন্দ্রশেখর। তিনি বলেছেন, ‘অস্ট্রেলিয়া এই সমস্যার একটি ভালো সমাধান বের করেছে। আমরা সেটিকে অনুসরণ করার চেষ্টা করছি। দুই বছর আগে অস্ট্রেলিয়া এমন একটি আইন পাস করেছে, যার কারণে ফেসবুক ও গুগলের মতো বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে অস্ট্রেলিয়ার গণমাধ্যম ও প্রকাশকদের অর্থ দিতে হয়।’
এর আগে ২০২১ সালের ফেব্রুয়ারিতে এ সংক্রান্ত একটি আইন পাস করেছে অস্ট্রেলিয়া। সেই আইনের আওতায় নিজেদের সাইটে সংবাদ প্রকাশের জন্য প্রকাশক সংস্থাকে অর্থ দেয় ফেসবুক ও গুগলের মতো সংস্থাগুলো। এসব সংস্থার আয়ের প্রাথমিক উৎস হলো বিজ্ঞাপন। ফলে বিজ্ঞাপন থেকে প্রাপ্ত আয়ের অংশ প্রকাশক সংস্থাগুলোকে দেয় গুগল, ফেসবুকের মতো জায়ান্ট কোম্পানিগুলো।
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, যা আইসিসির ইতিহাসে একটি বিরল পদক্ষেপ।
৪ ঘণ্টা আগেযুক্তরাজ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের তিনটি সামরিক ঘাঁটির ওপর রহস্যজনক ড্রোন দেখা গেছে বলে জানিয়েছেন পেন্টাগনের কর্মকর্তারা। কিছু কিছু মহল এমনটাও বলছেন, অজানা উড়ন্ত বস্তুগুলো (ইউএফও) বহির্জাগতিক বা এলিয়েন টাইপ কিছু হতে পারে। এই ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ব্যবহার করে। সামরিক ঘাঁটির কাছাকাছি এমন
৪ ঘণ্টা আগেএকজনের বাড়ি ইউক্রেন, একজন যুক্তরাষ্ট্রের, জার্মানিরও আছেন একজন, অন্য দুজন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের। বাইকের হ্যান্ডেল ধরে শুধু রাস্তাই নয়, নিজেদের জীবনকেও নতুন করে আবিষ্কার করেছেন এই পাঁচ নারী।
৪ ঘণ্টা আগেদীর্ঘ ১৬ বছর ধরে খোঁজাখুঁজির পর জীবনে গুরুত্বপূর্ণ এক ঘটনার মুখোমুখি হলেন ডিডি বোসওয়েল নামে এক মার্কিন নারী। সম্প্রতি তিনি প্রথমবারের মতো নিজের বাবার সঙ্গে দেখা হওয়ার একটি আবেগঘন মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন।
৬ ঘণ্টা আগে