ভারতের ভাইস প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত 

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২২, ১৭: ১৯
আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৭: ৩০

ভারতের ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

একটি টুইট বার্তায় ভাইস প্রেসিডেন্ট অফিসের পক্ষ থেকে জানানো হয়, নাইডু তাঁর সংস্পর্শে আসা সবাইকে আইসোলেশনে থাকতে এবং করোনা পরীক্ষা করাতে বলেছেন। করোনাভাইরাসে আক্রান্ত ভেঙ্কাইয়া নাইডু আগামী এক সপ্তাহ আইসোলেশনে থাকবেন। 
 
এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৩৩ হাজার ৫৩৩ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫২৫ জন। করোনা থেকে সুস্থ হয়েছে ২ লাখ ৫৯ হাজার ১৬৮ জন। 

 এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, করোনায় ১৪টি রাজ্যে ১০ জনের বেশি করে মানুষের মৃত্যু হয়েছে। শুধু দিল্লিতেই গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৪৫ জন। 

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৯২ লাখ ৩৭ হাজার ২৬৪ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪ লাখ ৮৯ হাজার ৪২২ জন। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত