Ajker Patrika

কলকাতায় বাংলাদেশির রহস্যজনক মৃত্যু 

কলকাতা প্রতিনিধি
আপডেট : ১১ জুলাই ২০২৪, ১৪: ১৯
কলকাতায় বাংলাদেশির রহস্যজনক মৃত্যু 

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় এক বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। কলকাতার সায়েন্স সিটির কাছের একটি জলাশয় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের অনুমান, বাংলাদেশি ওই যুবক আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার তাঁর মরদেহ উদ্ধার করে কলকাতা পুলিশ।

পুলিশ জানিয়েছে, নিহত যুবক বাংলাদেশি নাগরিক। তাঁর নাম দাউদ হোসেন উপল (২৩)। তিনি ঢাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কলকাতা পুলিশ বলছে, গতকাল বুধবার সকাল ৯টার দিকে সায়েন্স সিটির কাছে বরুণ সেনগুপ্ত মেট্রোরেল স্টেশনের সামনের জলাশয়ে ঝাঁপ দেন উপল। প্রত্যক্ষদর্শীরা দ্রুতই পুলিশকে খবর দেয়। পরে স্থানীয়দের সাহায্যে জলাশয় থেকে উপলকে উদ্ধার করে প্রগতি ময়দান থানার পুলিশ।

পরে উপলকে নেওয়া হয় কলকাতার এনআরএস হাসপাতালে। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পানিতে ডুবেই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে মনে করছে পুলিশ। তবে তাঁর কাছ থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।

প্রাথমিক তদন্ত শেষে কলকাতা পুলিশ জানিয়েছে, কিছুদিন আগে কলকাতায় যান উপল। পশ্চিমবঙ্গের রাজধানীর নিউমার্কেট থানা এলাকার একটি হোটেলে ওঠেন। সেখান থেকে কী উদ্দেশ্যে সায়েন্স সিটির দিকে গিয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

উপলের পরিবারের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করছে কলকাতা পুলিশ। মৃত্যুর খবর দেওয়া হয়েছে কলকাতার বাংলাদেশ উপদূতাবাসেও। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত