মোদির নাম মুখে নিলে স্বামীকে খাবার দেবেন না: নারী ভোটারদের প্রতি কেজরিওয়াল

অনলাইন ডেস্ক
আপডেট : ১০ মার্চ ২০২৪, ১৬: ৩২
Thumbnail image

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গতকাল শনিবার নারী ভোটারদের ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে আম আদমি পার্টিকে (এএপি) ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিজেপির পরিবর্তে পরিবারের পুরুষ সদস্যরা যেন এএপিকে সমর্থন দেন, সে ব্যাপারে উৎসাহিত করা নারী সদস্যদের ‘দায়িত্ব’। ভারতের গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

নারী ভোটারদের উদ্দেশে অরবিন্দ কেজরিওয়াল আরও বলেন, ‘অনেক পুরুষই প্রধানমন্ত্রী মোদির নাম উচ্চারণ করছেন। আপনারা শুধু এটিই ঠিক করতে পারেন। যদি আপনার স্বামী বলেন যে তিনি প্রধানমন্ত্রী মোদিকে ভোট দেবেন, তাহলে তাঁকে বলুন, আপনি তাঁকে রাতের খাবার পরিবেশন করবেন না।’

এমনকি, এএপিকে সমর্থন দিতে পুরুষ সদস্যদের শপথ করানোর জন্যও নারী ভোটারদের প্রতি আহ্বান জানান কেজরিওয়াল। তিনি বলেন, ‘প্রত্যেক স্বামীকেই তাঁর স্ত্রীর কথা শুনতে হয়। তাই না? একজন স্ত্রী যদি তাঁর স্বামীকে শপথ করান, তাহলে সেই স্বামী তা মেনে চলতে বাধ্য থাকবেন।’

দিল্লির মুখ্যমন্ত্রী নারী ভোটারদের উদ্দেশে আরও বলেন, ‘তাঁদের বলুন, কেজরিওয়াল আপনাকে বিনা মূল্যে বিদ্যুৎ দিচ্ছেন, বাসের টিকিট ফ্রি করে দিয়েছেন এবং এখন তিনি নারীদের এক হাজার রুপি দিচ্ছেন। বিজেপি তাদের জন্য কী করেছে? তাহলে বিজেপিকে কেন ভোট দেবেন?’

দিল্লি সরকার তার বাজেটে ‘মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা’-এর অধীনে ১৮ বছরের বেশি বয়সী সব নারীকে এক হাজার রুপি প্রদানের ঘোষণা দিয়েছে। সে প্রসঙ্গে কেজরিওয়াল বলেন, ‘তারা (বিজেপি) বলে, শহরের প্রতিটি নারীকে এক হাজার রুপি দিয়ে কেজরিওয়াল অর্থ নষ্ট করছে। আমি তাদের জিজ্ঞাসা করি, আপনারা যখন অনেক মানুষের বড় অঙ্কের ঋণ মওকুফ করেছিলেন, তখন সেটা নষ্ট হয়নি?’

দিল্লির মুখ্যমন্ত্রী বলেছেন, এখন পর্যন্ত বিজেপি নারীদের ক্ষমতায়নের নামে প্রতারণা করছে। কেজরিওয়াল বলেন, ‘এখন পর্যন্ত ক্ষমতায়নের নামে প্রতারণা চলছে। এখন পর্যন্ত তারা নারীদের প্রশংসা করে বলতেন যে নারীর ক্ষমতায়ন হচ্ছে। এখন আমি প্রতি মাসে প্রত্যেক নারীর পার্সে এক হাজার রুপি করে দেব। খালি পার্স কখনো ক্ষমতায়ন হতে পারে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত