অনলাইন ডেস্ক
ইরানে এক দিনে ২৯ জনকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। গত বুধবার তাঁদের ফাঁসি কার্যকর করা হয়। দেশটির অধিকারকর্মীরা জানিয়েছে, এর মধ্যে একটি কারাগারেই ২৬ জনকে ফাঁসিতে ঝোলানো হয়। এমন সময়ে এই ঘটনা ঘটল, যখন ২০২২ সালে বিক্ষোভের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গত মঙ্গলবার ফাঁসিতে ঝোলানো হয়।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) জানিয়েছে, তেহরানের বাইরে খারাজের গেজেলহেসার কারাগারে ২৬ জনকে ও কারাজ শহর কারাগারে ৪ জনকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। এর মধ্যে ২ জন আফগানিস্তানের নাগরিক রয়েছে। তাঁরা খুন, মাদক ও ধর্ষণের সঙ্গে জড়িত ছিলেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক আরও দুই সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি ও সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরানও জানিয়েছে, কারাজে কমপক্ষে ২৪ জনকে ফাঁসি দেওয়া হয়েছে।
২০২২ সালের সেপ্টেম্বরে হিজাবনীতি ভঙ্গ করার অভিযোগে দেশটির নীতি পুলিশ মাসা আমিনি নামে এক তরুণী আটক করেছিল। পরে পুলিশি হেফাজতে তাঁর মৃত্যু হয়। মাসার পরিবারের দাবি, মাসাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এর পর থেকে ইরানে ভিন্নমত কঠোর হাতে দমন করছে সরকার। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, যেকোনো দেশের তুলনায় ফাঁসির সাজা ইরানে বেশি হয়।
আইএইচআরের পরিচালক মাহমুদ আমিরি মোগাদ্দাম বলেন, ইরান সরকার আগামী কয়েক মাসে যে হত্যাকাণ্ড চালাবে তা থামিয়ে দিতে আন্তর্জাতিক মহলের উদ্যোগ দরকার। কয়েক বছর ধরে দেশটিতে ফাঁসিতে হত্যাকাণ্ড বেড়েছে বলেও জানিয়েছেন তিনি।
২০২২ সালে যখন ইরানে ব্যাপক বিক্ষোভ শুরু হয় তখন দেশটির রেভল্যুশনারি গার্ডের এক সদস্য নিহত হয়েছিলেন। এই হত্যার বিচারে একজনকে ফাঁসি দেওয়া হয়েছে। তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে, তাঁকে নির্যাতন করে স্বীকারোক্তি আদায় করা হয়।
এদিকে ইরানে এভাবে ফাঁসি কার্যকর নিয়ে বিভিন্ন সময় আন্তর্জাতিক মহল সোচ্চার হয়েছে। সর্বশেষ গত বুধবার এর কড়া সমালোচনা করেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী।
ইরানে এক দিনে ২৯ জনকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। গত বুধবার তাঁদের ফাঁসি কার্যকর করা হয়। দেশটির অধিকারকর্মীরা জানিয়েছে, এর মধ্যে একটি কারাগারেই ২৬ জনকে ফাঁসিতে ঝোলানো হয়। এমন সময়ে এই ঘটনা ঘটল, যখন ২০২২ সালে বিক্ষোভের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গত মঙ্গলবার ফাঁসিতে ঝোলানো হয়।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) জানিয়েছে, তেহরানের বাইরে খারাজের গেজেলহেসার কারাগারে ২৬ জনকে ও কারাজ শহর কারাগারে ৪ জনকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। এর মধ্যে ২ জন আফগানিস্তানের নাগরিক রয়েছে। তাঁরা খুন, মাদক ও ধর্ষণের সঙ্গে জড়িত ছিলেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক আরও দুই সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি ও সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরানও জানিয়েছে, কারাজে কমপক্ষে ২৪ জনকে ফাঁসি দেওয়া হয়েছে।
২০২২ সালের সেপ্টেম্বরে হিজাবনীতি ভঙ্গ করার অভিযোগে দেশটির নীতি পুলিশ মাসা আমিনি নামে এক তরুণী আটক করেছিল। পরে পুলিশি হেফাজতে তাঁর মৃত্যু হয়। মাসার পরিবারের দাবি, মাসাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এর পর থেকে ইরানে ভিন্নমত কঠোর হাতে দমন করছে সরকার। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, যেকোনো দেশের তুলনায় ফাঁসির সাজা ইরানে বেশি হয়।
আইএইচআরের পরিচালক মাহমুদ আমিরি মোগাদ্দাম বলেন, ইরান সরকার আগামী কয়েক মাসে যে হত্যাকাণ্ড চালাবে তা থামিয়ে দিতে আন্তর্জাতিক মহলের উদ্যোগ দরকার। কয়েক বছর ধরে দেশটিতে ফাঁসিতে হত্যাকাণ্ড বেড়েছে বলেও জানিয়েছেন তিনি।
২০২২ সালে যখন ইরানে ব্যাপক বিক্ষোভ শুরু হয় তখন দেশটির রেভল্যুশনারি গার্ডের এক সদস্য নিহত হয়েছিলেন। এই হত্যার বিচারে একজনকে ফাঁসি দেওয়া হয়েছে। তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে, তাঁকে নির্যাতন করে স্বীকারোক্তি আদায় করা হয়।
এদিকে ইরানে এভাবে ফাঁসি কার্যকর নিয়ে বিভিন্ন সময় আন্তর্জাতিক মহল সোচ্চার হয়েছে। সর্বশেষ গত বুধবার এর কড়া সমালোচনা করেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী।
যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে ট্রাক উঠিয়ে ১৫ জনকে হত্যার পর লাস ভেগাসে ট্রাম্পের হোটেলের সামনে একটি সাইবার ট্রাক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তিন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, নিউ অরলিন্সে হামলাকারী সন্দেহভাজনের মতো লাস ভেগাসের বিস্ফোরণে নিহত ব্যক্তি মার্কিন সেনাবাহিনীর সক্রিয় সদস্য ছিলেন। বৃহস্পতিবার বার্ত
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের জন্য ‘এইচ-১ বি’ ভিসার সমর্থন দেওয়ায় ইলন মাস্ককে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সাবেক হোয়াইট হাউস কৌশলবিদ স্টিভ ব্যানন। তিনি মাস্ককে সতর্ক করেছেন, যদি তিনি আমেরিকানদের চাকরি বিদেশিদের হাতে তুলে দেওয়ার পক্ষে কাজ করেন, তাহলে ‘মাগা’ (এমএজিএ—মেক আমেরিকা গ্রেট..
৬ ঘণ্টা আগে২০২৪ সালকে বলা হচ্ছে ধনীদের ‘স্বর্ণযুগ’। এই বছরে বিশ্বের শীর্ষ ৫০০ ধনী ব্যক্তির সম্মিলিত সম্পদ প্রথমবারের মতো ১০ ট্রিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করেছে। ব্লুমবার্গ বিলিয়নিয়ারস ইনডেক্সের সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বিশ্বজুড়ে মূলত প্রযুক্তি খাতের শীর্ষ বিনিয়োগকারীরাই এই
৬ ঘণ্টা আগেশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবিত সংস্কারের মধ্যে রয়েছে পাঠ্যবই থেকে সিরিয়ার ঐতিহাসিক বহুদেবতাবাদী ধর্মের ইতিহাস বাদ দেওয়া। এ ছাড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বহু পাঠ্যবই সম্পূর্ণ নতুন করে লেখা হবে। কিছু অংশ মুছে ফেলা হবে, কিছু
৬ ঘণ্টা আগে