Ajker Patrika

হামাসের শান্তি প্রস্তাব: ১৩৫ দিনের যুদ্ধবিরতিসহ আরও যা আছে

অনলাইন ডেস্ক
হামাসের শান্তি প্রস্তাব: ১৩৫ দিনের যুদ্ধবিরতিসহ আরও যা আছে

গাজায় চলমান যুদ্ধ শেষ হওয়ার বিষয়ে আশার আলো দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের মধ্যস্থতায় অঞ্চলটিতে একটি দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির বিষয় ইতিবাচক মনোভাব দেখিয়েছে ইসরায়েল ও হামাস। তবে হামাসের পক্ষ থেকে তিন ধাপের একটি যুদ্ধবিরতি ও বন্দী বিনিময়ের প্রস্তাব দেওয়া হয়েছে। তিন ধাপ মিলিয়ে এই যুদ্ধবিরতির মোট সময় হবে ১৩৫ দিন। 

হামাসের এই প্রস্তাবের একটি কপি বার্তা সংস্থা রয়টার্সের কাছে এসেছে। রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, তিন ধাপের এই যুদ্ধবিরতির প্রতিটি ধাপের স্থায়ীত্ব হবে ৪৫ দিন করে। অর্থাৎ যুদ্ধবিরতির মোট সময়কাল হবে ১৩৫ দিন। 
 
হামাসের প্রস্তাব অনুসারে, গোষ্ঠীটি তাদের হাতে জিম্মি থাকা বাকি ইসরায়েলিদের মুক্তি দেবে। বিনিময়ে ইসরায়েলকেও বিপুল পরিমাণ ফিলিস্তিনিকে মুক্তি দিতে হবে। এই সময়ের মধ্যে গাজার পুনর্গঠন শুরু হবে এবং অঞ্চলটি থেকে ইসরায়েলি বাহিনী ক্রমান্বয়ে প্রত্যাহার করা হবে। এমনকি উভয় পক্ষের কাছে থাকা মৃতদেহ ও অন্যান্য উপকরণও বিনিময় করা হবে এই সময়ে। 

এদিকে, গাজায় একটি দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতিতে পৌঁছানোর লক্ষ্যে মধ্যস্থতাকারী কাতার ও মিসরের নেতাদের সঙ্গে দেখা করার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইসরায়েলে পৌঁছেছেন। সেখানে তিনি ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর প্রধান, প্রধানমন্ত্রী ও গোয়েন্দা প্রধানের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করবেন বলে জানা গেছে। ব্লিঙ্কেনের ইসরায়েল সফরের ঠিক গুরুত্বপূর্ণ সময়ে হামাসের এই পাল্টা প্রস্তাব এল। 

হামাসের যুদ্ধবিরতি প্রস্তাব অনুসারে, ইসরায়েলি কারাগার থেকে ফিলিস্তিনি নারী ও শিশুদের মুক্তির বিনিময়ে প্রথম ৪৫ দিনে সমস্ত ইসরায়েলি নারী জিম্মি, ১৯ বছরের কম বয়সী পুরুষ, বয়স্ক ও অসুস্থদের মুক্তি দেওয়া হবে। দ্বিতীয় পর্বে অবশিষ্ট পুরুষ বন্দীদের ছেড়ে দেওয়া হবে এবং ইসরায়েলি কারাগার থেকে ফিলিস্তিনি পুরুষ বন্দীদের ছাড়তে হবে। 

হামাসের প্রস্তাব অনুসারে, তৃতীয় অর্থাৎ শেষ ধাপে হামাস আশা করে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ করার লক্ষ্যে এটি স্থায়ী চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে। পাশাপাশি হামাসের প্রস্তাবে আরও বলা হয়েছে, প্রতিটি ধাপেই গাজার বেসামরিক নাগরিকদের জন্য প্রচুর ত্রাণ সহায়তা নিশ্চিত করতে হবে। 

প্রস্তাবে আরও বলা হয়েছে, হামাস চায় অন্তত ১৫০০ ফিলিস্তিনি বন্দীকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। এর মধ্যে এক-তৃতীয়াংশ বন্দীর তালিকা দেবে হামাস। যারা ইসরায়েলি আদালতের রায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত