আজকের পত্রিকা ডেস্ক
ইসরায়েলের হামলা থেকে রেহাই পাচ্ছে না ফিলিস্তিনের গাজার কোনো এলাকাই। আল আহলি আরব হাসপাতালে গত মঙ্গলবার রাতের ভয়াবহ হামলার পর উপত্যকাটির মসজিদ ও গির্জাও ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে গাজা সিটির যে গির্জা হামলার শিকার হয়, সেখানে ঠাঁই নিয়েছিল বাস্তুচ্যুত হাজারো ফিলিস্তিনি। গতকাল শুক্রবার পর্যন্ত টানা দুই সপ্তাহের হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। এর অর্ধেকই শিশু। তবে ইসরায়েলি নিহত ১ হাজার ৪০০ জনই আছে।
গাজায় হামলায় ঐতিহাসিক আল-ওমারি মসজিদ ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে। গতকাল তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদোলু জানায়, সপ্তম শতাব্দীর মসজিদটি ফিলিস্তিনের তৃতীয় বৃহত্তম মসজিদ ছিল। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম কুদস নিউজ নেটওয়ার্ক গতকাল এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টে মসজিদটির তিনটি ছবি প্রকাশ করেছে। ছবিগুলোয় দেখা যায়, মসজিদটির মূল অংশেই বোমা পড়েছে। তবে মিনার ও গম্বুজ অক্ষত আছে।
হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বৃহস্পতিবার রাতে গাজা সিটির গ্রিক অর্থোডক্স সেন্ট পরফিরিয়াস গির্জা হামলার শিকার হয়। সেখানে বিপুলসংখ্যক লোক নিহত হয়েছে। পরে গাজার গণমাধ্যমের খবরে বলা হয়, গির্জায় হামলায় ১৮ খ্রিষ্টান-ফিলিস্তিনি নিহত হয়েছে। তবে হতাহতের বিষয়ে গির্জা কর্তৃপক্ষের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় গভীর নিন্দা জানিয়েছে অর্থোডক্স গির্জা।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, ইসরায়েলের বোমাবর্ষণ থেকে বাঁচতে অন্তত ৫০০ মুসলিম ও খ্রিষ্টান গির্জাটিতে আশ্রয় নিয়েছিল। এদিকে গাজায় উদ্ভূত মানবিক সংকট নিয়ে কাতারের আমির শেখ তামিম বিন আল থানির সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। গাজায় পানি, খাদ্য ও ওষুধের জরুরি প্রয়োজনের বিষয়ে সম্মত হন তাঁরা।
ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেন, গাজার যুদ্ধ যাতে গোটা অঞ্চলে ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে দুই নেতা আলোচনা করেছেন। যুদ্ধের বিস্তৃতি এড়াতে বিশ্ব নেতৃত্বের দায়ভার রয়েছে বলেও একমত হন তাঁরা। সুনাক এর আগে মার্কিন প্রেসিডেন্টের পথ অনুসরণ করে ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন জানাতে দেশটিতে সফরে গিয়েছিলেন। কাতার সফর শেষে গতকালই মিসরে যান।
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে বৈঠকে তিনি যুদ্ধ বন্ধের পক্ষে কথা বলেছেন। পরে তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গেও সাক্ষাৎ করেন। বিবিসি জানায়, গাজায় আজ শনিবার ত্রাণবাহী প্রথম বহরটি ঢুকতে পারে। ইসরায়েলের তরফ থেকে এই ইঙ্গিত দেওয়া হয়েছে। জাতিসংঘও জানিয়েছে, রাফাহ ক্রসিং দিয়ে আজ ত্রাণবাহী বহর ঢুকতে পারে।
দেশে দেশে বিক্ষোভ
এএফপি, আল জাজিরা, বিবিসিসহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। এ সময় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানো হয়। মিসর, তুরস্ক, ইরাক, বাংলাদেশসহ বিভিন্ন দেশে এসব বিক্ষোভ হয়। সবচেয়ে বড় বিক্ষোভ হয় মিসরের কায়রোর তাহরির স্কয়ারে। মিসরে বিক্ষোভ নিষিদ্ধ হলেও গত বুধবার দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি দেশটিতে সফররত জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজকে বলেন, গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে মিসরে বিক্ষোভ হবে এবং লাখো মানুষ সড়কে নামবে। এর পরই গতকাল দেশজুড়ে বিক্ষোভ হয়।
এদিকে ইরাকের পশ্চিমাঞ্চলীয় তেব্রিল সীমান্ত এলাকায় বিক্ষোভ করেছে হাজারো মানুষ। ইরান সমর্থিত শিয়া রাজনৈতিক সংগঠন কো-অর্ডিনেশন ফ্রেমওয়ার্ক এই বিক্ষোভের আয়োজন করে। এই সংগঠন রাজধানী বাগদাদেও বিক্ষোভের আয়োজন করেছিল। সেখানে মার্কিন দূতাবাসের সামনে ছোট পরিসরে বিক্ষোভটি হয়। এ ছাড়া তুরস্কেও বিক্ষোভ হয়েছে।
মিসরে শান্তি সম্মেলন আজ
গাজায় যুদ্ধবিরতি এবং চলমান উত্তেজনা নিরসনের পথ অনুসন্ধানে শান্তি সম্মেলন ডেকেছে মিসর। কায়রোয় আজ এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফা, কুয়েতের যুবরাজ শেখ মেশাল আল-আহমাদ আল-সাবাহ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকস মিৎসোতাকিস, সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিসটোডুলিডস, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাসহ বেশ কয়েকজন নেতা অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
এ ছাড়া জার্মানি, ফ্রান্স, জাপান, যুক্তরাজ্য, নরওয়ের পররাষ্ট্রমন্ত্রীরাও এতে অংশ নেবেন। এর বাইরে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লাস মাইকেল, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেলও অংশ নেবেন।
ইরাকে মার্কিন বাহিনীর ওপর হামলা
ইরাকে মার্কিন বাহিনীর ওপর গত বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনবার হামলার ঘটনা ঘটেছে। যদিও এসব হামলায় খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। মার্কিন বাহিনী বলেছে, দু-একজন সেনাসদস্য সামান্য আহত হয়েছেন। এসব হামলার মধ্যে ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে আইন আল-আসাদ সামরিক ঘাঁটিতে হওয়া দুটি হামলার দায় স্বীকার করেছে ইরান-সমর্থিত একটি গোষ্ঠী।
ইসলামিক রেজিস্ট্যান্স নামের সংগঠনটি বলেছে, তারা ওই ঘাঁটিতে বুধ ও বৃহস্পতিবার দুই দফায় হামলা চালায়। নিরাপত্তা সূত্র বলেছে, ঘাঁটির ভেতরে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে। এই ঘাঁটি ছাড়াও ইরাকের উত্তরাঞ্চলে আরেকটি ঘাঁটিতে হামলা হয়েছে বুধবার।
ইসরায়েলের হামলা থেকে রেহাই পাচ্ছে না ফিলিস্তিনের গাজার কোনো এলাকাই। আল আহলি আরব হাসপাতালে গত মঙ্গলবার রাতের ভয়াবহ হামলার পর উপত্যকাটির মসজিদ ও গির্জাও ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে গাজা সিটির যে গির্জা হামলার শিকার হয়, সেখানে ঠাঁই নিয়েছিল বাস্তুচ্যুত হাজারো ফিলিস্তিনি। গতকাল শুক্রবার পর্যন্ত টানা দুই সপ্তাহের হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। এর অর্ধেকই শিশু। তবে ইসরায়েলি নিহত ১ হাজার ৪০০ জনই আছে।
গাজায় হামলায় ঐতিহাসিক আল-ওমারি মসজিদ ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে। গতকাল তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদোলু জানায়, সপ্তম শতাব্দীর মসজিদটি ফিলিস্তিনের তৃতীয় বৃহত্তম মসজিদ ছিল। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম কুদস নিউজ নেটওয়ার্ক গতকাল এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টে মসজিদটির তিনটি ছবি প্রকাশ করেছে। ছবিগুলোয় দেখা যায়, মসজিদটির মূল অংশেই বোমা পড়েছে। তবে মিনার ও গম্বুজ অক্ষত আছে।
হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বৃহস্পতিবার রাতে গাজা সিটির গ্রিক অর্থোডক্স সেন্ট পরফিরিয়াস গির্জা হামলার শিকার হয়। সেখানে বিপুলসংখ্যক লোক নিহত হয়েছে। পরে গাজার গণমাধ্যমের খবরে বলা হয়, গির্জায় হামলায় ১৮ খ্রিষ্টান-ফিলিস্তিনি নিহত হয়েছে। তবে হতাহতের বিষয়ে গির্জা কর্তৃপক্ষের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় গভীর নিন্দা জানিয়েছে অর্থোডক্স গির্জা।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, ইসরায়েলের বোমাবর্ষণ থেকে বাঁচতে অন্তত ৫০০ মুসলিম ও খ্রিষ্টান গির্জাটিতে আশ্রয় নিয়েছিল। এদিকে গাজায় উদ্ভূত মানবিক সংকট নিয়ে কাতারের আমির শেখ তামিম বিন আল থানির সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। গাজায় পানি, খাদ্য ও ওষুধের জরুরি প্রয়োজনের বিষয়ে সম্মত হন তাঁরা।
ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেন, গাজার যুদ্ধ যাতে গোটা অঞ্চলে ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে দুই নেতা আলোচনা করেছেন। যুদ্ধের বিস্তৃতি এড়াতে বিশ্ব নেতৃত্বের দায়ভার রয়েছে বলেও একমত হন তাঁরা। সুনাক এর আগে মার্কিন প্রেসিডেন্টের পথ অনুসরণ করে ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন জানাতে দেশটিতে সফরে গিয়েছিলেন। কাতার সফর শেষে গতকালই মিসরে যান।
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে বৈঠকে তিনি যুদ্ধ বন্ধের পক্ষে কথা বলেছেন। পরে তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গেও সাক্ষাৎ করেন। বিবিসি জানায়, গাজায় আজ শনিবার ত্রাণবাহী প্রথম বহরটি ঢুকতে পারে। ইসরায়েলের তরফ থেকে এই ইঙ্গিত দেওয়া হয়েছে। জাতিসংঘও জানিয়েছে, রাফাহ ক্রসিং দিয়ে আজ ত্রাণবাহী বহর ঢুকতে পারে।
দেশে দেশে বিক্ষোভ
এএফপি, আল জাজিরা, বিবিসিসহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। এ সময় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানো হয়। মিসর, তুরস্ক, ইরাক, বাংলাদেশসহ বিভিন্ন দেশে এসব বিক্ষোভ হয়। সবচেয়ে বড় বিক্ষোভ হয় মিসরের কায়রোর তাহরির স্কয়ারে। মিসরে বিক্ষোভ নিষিদ্ধ হলেও গত বুধবার দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি দেশটিতে সফররত জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজকে বলেন, গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে মিসরে বিক্ষোভ হবে এবং লাখো মানুষ সড়কে নামবে। এর পরই গতকাল দেশজুড়ে বিক্ষোভ হয়।
এদিকে ইরাকের পশ্চিমাঞ্চলীয় তেব্রিল সীমান্ত এলাকায় বিক্ষোভ করেছে হাজারো মানুষ। ইরান সমর্থিত শিয়া রাজনৈতিক সংগঠন কো-অর্ডিনেশন ফ্রেমওয়ার্ক এই বিক্ষোভের আয়োজন করে। এই সংগঠন রাজধানী বাগদাদেও বিক্ষোভের আয়োজন করেছিল। সেখানে মার্কিন দূতাবাসের সামনে ছোট পরিসরে বিক্ষোভটি হয়। এ ছাড়া তুরস্কেও বিক্ষোভ হয়েছে।
মিসরে শান্তি সম্মেলন আজ
গাজায় যুদ্ধবিরতি এবং চলমান উত্তেজনা নিরসনের পথ অনুসন্ধানে শান্তি সম্মেলন ডেকেছে মিসর। কায়রোয় আজ এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফা, কুয়েতের যুবরাজ শেখ মেশাল আল-আহমাদ আল-সাবাহ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকস মিৎসোতাকিস, সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিসটোডুলিডস, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাসহ বেশ কয়েকজন নেতা অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
এ ছাড়া জার্মানি, ফ্রান্স, জাপান, যুক্তরাজ্য, নরওয়ের পররাষ্ট্রমন্ত্রীরাও এতে অংশ নেবেন। এর বাইরে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লাস মাইকেল, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেলও অংশ নেবেন।
ইরাকে মার্কিন বাহিনীর ওপর হামলা
ইরাকে মার্কিন বাহিনীর ওপর গত বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনবার হামলার ঘটনা ঘটেছে। যদিও এসব হামলায় খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। মার্কিন বাহিনী বলেছে, দু-একজন সেনাসদস্য সামান্য আহত হয়েছেন। এসব হামলার মধ্যে ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে আইন আল-আসাদ সামরিক ঘাঁটিতে হওয়া দুটি হামলার দায় স্বীকার করেছে ইরান-সমর্থিত একটি গোষ্ঠী।
ইসলামিক রেজিস্ট্যান্স নামের সংগঠনটি বলেছে, তারা ওই ঘাঁটিতে বুধ ও বৃহস্পতিবার দুই দফায় হামলা চালায়। নিরাপত্তা সূত্র বলেছে, ঘাঁটির ভেতরে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে। এই ঘাঁটি ছাড়াও ইরাকের উত্তরাঞ্চলে আরেকটি ঘাঁটিতে হামলা হয়েছে বুধবার।
গত জুলাইয়ে নিরঙ্কুশ জয় নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। কনজারভেটিভ পার্টির ঋষি সুনাকের ব্যর্থতার পর পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব কাঁধে নেন স্টারমার।
১ ঘণ্টা আগেব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের তথ্য অনুসারে, ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ৩৪৮ বিলিয়ন মার্কিন ডলার। বিগত কয়েক দিনে তাঁর সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ২৪ বিলিয়ন ডলার। এই তালিকায় থাকা বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী
১ ঘণ্টা আগেযুদ্ধবিরতির খুব কাছাকাছি পৌঁছে গেছে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্যের একটি সূত্র গতকাল রোববার মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে এই বিষয়টি জানিয়েছে। তবে, যুদ্ধবিরতির আশা থাকলেও লেবাননে ইসরায়েলি
৩ ঘণ্টা আগেইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে কেবল গ্রেপ্তারি পরোয়ানা জারিই যথেষ্ট নয়। তাঁর বিরুদ্ধে মৃত্যুর পরোয়ানা জারি করা উচিত। গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসনের তীব্র
৩ ঘণ্টা আগে