অনলাইন ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, গাজা যুদ্ধের লক্ষ্য কেবল হামাসকে পরাজিত করা নয় বরং একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করা যেখানে দ্বি-রাষ্ট্রীয় সমাধান করা যাবে। আজ শুক্রবার ইসরায়েলের রাজধানী তেল আবিবে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।
টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ‘এই যুদ্ধ কেবল হামাসকে পরাজিত করাই নয় বরং ৭ অক্টোবরের মতো ঘটনা আর কখনো যেন না ঘটে তা নিশ্চিত করা। একই সঙ্গে আমাদের একটি ভালো ধারণা নিয়ে লড়াই করতে হবে...ভবিষ্যতের জন্য আরও ভালো দৃষ্টিভঙ্গি থাকতে হবে এবং দেখাতে হবে তা অর্জনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
ব্লিঙ্কেন আরও বলেছেন, দ্বি-রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি ‘মানুষকে আশা করার মতো কিছু দিতে পারে’ এবং এই অঞ্চলে বিস্তৃত এবং শক্তিশালী একটি জোট এটিকে সমর্থন করে।
হামাস ও ইসরায়েল যুদ্ধের মধ্যে তৃতীয়বারের মতো ইসরায়েল সফরে রয়েছেন অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি ইসরায়েলের মাটিতে পা রাখার আগে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস জানায়, এবারের সফরে ইসরায়েলি সরকারের প্রতি লড়াই থামানোর আহ্বান জানাবেন ব্লিঙ্কেন। তবে এটি কোনো যুদ্ধবিরতি হবে না।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জন কিরবি জানান, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কোনো যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে না। এর বদলে ‘অস্থায়ী এবং স্থানীয়ভাবে’ লড়াই থামানোর কথা বলছেন তারা।
পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গাজা যুদ্ধে মানবিক বিরতির জন্য ওয়াশিংটনের ইচ্ছার কথা নেতানিয়াহুকে বলেছেন। তিনি ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন, তবে ‘এটি কীভাবে তা গুরুত্বপূর্ণ’ বলেও জানিয়েছেন।
ব্লিঙ্কেন জোর দিয়ে বলেছেন ‘আমাদের ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য আরও সতর্ক হতে হবে। যখন আমি তাঁদের দেখি, যখন আমি টিভি স্ক্রিনে তাঁদের চোখের দিকে তাকাই, তখন আমি আমার নিজের বাচ্চাদের দেখি। আমি কীভাবে তাঁদের জন্য না ভেবে পারি?’
গাজায় মানবিক যুদ্ধবিরতি ও হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তির বিষয়েও ব্লিঙ্কেন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা সাময়িক যুদ্ধবিরতিকে একটি উপায় হিসাবে দেখি.... এটি একটি ভালো পরিবেশ তৈরি করবে, যেখানে জিম্মিদের মুক্তি দেওয়া যেতে পারে।’
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, গাজা যুদ্ধের লক্ষ্য কেবল হামাসকে পরাজিত করা নয় বরং একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করা যেখানে দ্বি-রাষ্ট্রীয় সমাধান করা যাবে। আজ শুক্রবার ইসরায়েলের রাজধানী তেল আবিবে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।
টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ‘এই যুদ্ধ কেবল হামাসকে পরাজিত করাই নয় বরং ৭ অক্টোবরের মতো ঘটনা আর কখনো যেন না ঘটে তা নিশ্চিত করা। একই সঙ্গে আমাদের একটি ভালো ধারণা নিয়ে লড়াই করতে হবে...ভবিষ্যতের জন্য আরও ভালো দৃষ্টিভঙ্গি থাকতে হবে এবং দেখাতে হবে তা অর্জনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
ব্লিঙ্কেন আরও বলেছেন, দ্বি-রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি ‘মানুষকে আশা করার মতো কিছু দিতে পারে’ এবং এই অঞ্চলে বিস্তৃত এবং শক্তিশালী একটি জোট এটিকে সমর্থন করে।
হামাস ও ইসরায়েল যুদ্ধের মধ্যে তৃতীয়বারের মতো ইসরায়েল সফরে রয়েছেন অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি ইসরায়েলের মাটিতে পা রাখার আগে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস জানায়, এবারের সফরে ইসরায়েলি সরকারের প্রতি লড়াই থামানোর আহ্বান জানাবেন ব্লিঙ্কেন। তবে এটি কোনো যুদ্ধবিরতি হবে না।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জন কিরবি জানান, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কোনো যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে না। এর বদলে ‘অস্থায়ী এবং স্থানীয়ভাবে’ লড়াই থামানোর কথা বলছেন তারা।
পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গাজা যুদ্ধে মানবিক বিরতির জন্য ওয়াশিংটনের ইচ্ছার কথা নেতানিয়াহুকে বলেছেন। তিনি ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন, তবে ‘এটি কীভাবে তা গুরুত্বপূর্ণ’ বলেও জানিয়েছেন।
ব্লিঙ্কেন জোর দিয়ে বলেছেন ‘আমাদের ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য আরও সতর্ক হতে হবে। যখন আমি তাঁদের দেখি, যখন আমি টিভি স্ক্রিনে তাঁদের চোখের দিকে তাকাই, তখন আমি আমার নিজের বাচ্চাদের দেখি। আমি কীভাবে তাঁদের জন্য না ভেবে পারি?’
গাজায় মানবিক যুদ্ধবিরতি ও হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তির বিষয়েও ব্লিঙ্কেন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা সাময়িক যুদ্ধবিরতিকে একটি উপায় হিসাবে দেখি.... এটি একটি ভালো পরিবেশ তৈরি করবে, যেখানে জিম্মিদের মুক্তি দেওয়া যেতে পারে।’
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা দক্ষিণ এশিয়া সফরের পরিকল্পনা করেছেন। এই সফরের অংশ হিসেবে তাঁরা ভারত, পাকিস্তান ও বাংলাদেশেও সফর করতে পারেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই সম্ভাব্য সফরের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের জন্য প্রস্তাবিত সফরের খসড়াও তৈরি করা হচ
২ ঘণ্টা আগেহেজ ফান্ডের ম্যানেজার স্কট বেসেন্টকে অর্থমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৬২ বছর বয়সী বেসেন্ট, বিনিয়োগকারী সংস্থা ‘কি স্কয়ার ক্যাপিটাল ম্যানেজমেন্টে’র প্রতিষ্ঠাতা।
৩ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ন্যাটোর প্রধান বৈশ্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। গতকাল শুক্রবার ফ্লোরিডার পাম বিচে বৈঠক করেন ট্রাম্প ও ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি রুটের সঙ্গে ট্রাম্পের প্রথম সাক্ষাৎ।
৭ ঘণ্টা আগেআরজি কর-কাণ্ডে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে কঠোর আন্দোলনের কোনো প্রভাব পড়েনি রাজ্যটির ছয় বিধানসভার উপনির্বাচনে। ছয় আসনেই ভূমিধস জয় পেয়েছে মমতার তৃণমূল।
৮ ঘণ্টা আগে