অনলাইন ডেস্ক
লেবাননের সীমান্ত এলাকায় ইসরায়েলের রকেট হামলায় দুই সাংবাদিকসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ইসরায়েল সীমান্তের কাছে লেবাননের দক্ষিণাঞ্চলের এক এলাকায় ইসরায়েলি হামলায় এ ঘটনা ঘটে। নিহত দুই সাংবাদিক হলেন লেবাননের আল-মায়াদিন টেলিভিশনের প্রতিবেদক ফারাহ ওমর এবং ক্যামেরাম্যান রাবিহ আল-মামেরি।
লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে লেবাননের সীমান্তের কাছে রকেট হামলায় দুই সাংবাদিকসহ তিনজন নিহত হয়েছেন।
এ বিষয়ে আল-মায়াদিন টেলিভিশন জানিয়েছে, ইসরায়েল দুই সাংবাদিককে লক্ষ্য করে কাপুরোষিত এই হামলা চালিয়েছে। এতে নিন্দা ও শোক প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।
ইসরায়েল সীমান্ত থেকে ১ দশমিক ৬ কিলোমিটার দূরে লেবাননের তীর হারফা শহরের কাছে এই হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর তিনটি ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র স্কোয়াড লক্ষ্য করে যুদ্ধবিমান থেকে হামলা চালিয়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর হামলার জবাবে লেবাননে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আইডিএফ।
আইডিএফের তথ্য অনুযায়ী, মঙ্গলবার স্থানীয় সময় সকালের দিকে ইসরায়েল সীমান্তে একটি সেনাচৌকিতে লেবানন থেকে কয়েকটি মর্টার নিক্ষেপ করা হয়েছে। তবে এতে কোনো হতাহত হয়নি।
লেবাননের সরকারি সংবাদ সংস্থার অপর এক প্রতিবেদনে বলা হয়েছে, একই দিনে লেবাননের দক্ষিণে ইসরায়েলি হামলায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধা নিহত ও তাঁর নাতনি আহত হয়েছেন।
‘‘শত্রুবিমান থেকে লেবাননের কাফর কিলার বসতিতে হামলা চালানো হয়েছে। এই হামলায় লাইকা সারহান (৮০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। একই হামলায় আহত হয়েছেন তাঁর নাতনি।’ ’
গত ৭ অক্টোবর গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলি সেনাবাহিনীর সাথে আন্তসীমান্ত সংঘর্ষে লিপ্ত হয়েছে ইরান-সমর্থিত হিজবুল্লাহ। তখন থেকে প্রত্যেক দিনই ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে সামরিক বাহিনীর চৌকি, সামরিক ঘাঁটি ও বেসামরিক স্থাপনা এবং বসতি লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে এই গোষ্ঠী।
তবে সীমান্তে হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর সংঘাত গত কয়েক দিনে তীব্র আকার ধারণ করেছে। উভয়পক্ষের মাঝে পাল্টাপাল্টি হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে। গাজা উপত্যকায় চলমান যুদ্ধ আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। ইসরায়েলের সাথে সংঘাতে এখন পর্যন্ত হিজবুল্লাহর ৭০ যোদ্ধা নিহত হয়েছেন। একই সময়ে লেবাননের কয়েকজন বেসামরিক নাগরিকও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন।
লেবাননের সীমান্ত এলাকায় ইসরায়েলের রকেট হামলায় দুই সাংবাদিকসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ইসরায়েল সীমান্তের কাছে লেবাননের দক্ষিণাঞ্চলের এক এলাকায় ইসরায়েলি হামলায় এ ঘটনা ঘটে। নিহত দুই সাংবাদিক হলেন লেবাননের আল-মায়াদিন টেলিভিশনের প্রতিবেদক ফারাহ ওমর এবং ক্যামেরাম্যান রাবিহ আল-মামেরি।
লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে লেবাননের সীমান্তের কাছে রকেট হামলায় দুই সাংবাদিকসহ তিনজন নিহত হয়েছেন।
এ বিষয়ে আল-মায়াদিন টেলিভিশন জানিয়েছে, ইসরায়েল দুই সাংবাদিককে লক্ষ্য করে কাপুরোষিত এই হামলা চালিয়েছে। এতে নিন্দা ও শোক প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।
ইসরায়েল সীমান্ত থেকে ১ দশমিক ৬ কিলোমিটার দূরে লেবাননের তীর হারফা শহরের কাছে এই হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর তিনটি ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র স্কোয়াড লক্ষ্য করে যুদ্ধবিমান থেকে হামলা চালিয়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর হামলার জবাবে লেবাননে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আইডিএফ।
আইডিএফের তথ্য অনুযায়ী, মঙ্গলবার স্থানীয় সময় সকালের দিকে ইসরায়েল সীমান্তে একটি সেনাচৌকিতে লেবানন থেকে কয়েকটি মর্টার নিক্ষেপ করা হয়েছে। তবে এতে কোনো হতাহত হয়নি।
লেবাননের সরকারি সংবাদ সংস্থার অপর এক প্রতিবেদনে বলা হয়েছে, একই দিনে লেবাননের দক্ষিণে ইসরায়েলি হামলায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধা নিহত ও তাঁর নাতনি আহত হয়েছেন।
‘‘শত্রুবিমান থেকে লেবাননের কাফর কিলার বসতিতে হামলা চালানো হয়েছে। এই হামলায় লাইকা সারহান (৮০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। একই হামলায় আহত হয়েছেন তাঁর নাতনি।’ ’
গত ৭ অক্টোবর গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলি সেনাবাহিনীর সাথে আন্তসীমান্ত সংঘর্ষে লিপ্ত হয়েছে ইরান-সমর্থিত হিজবুল্লাহ। তখন থেকে প্রত্যেক দিনই ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে সামরিক বাহিনীর চৌকি, সামরিক ঘাঁটি ও বেসামরিক স্থাপনা এবং বসতি লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে এই গোষ্ঠী।
তবে সীমান্তে হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর সংঘাত গত কয়েক দিনে তীব্র আকার ধারণ করেছে। উভয়পক্ষের মাঝে পাল্টাপাল্টি হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে। গাজা উপত্যকায় চলমান যুদ্ধ আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। ইসরায়েলের সাথে সংঘাতে এখন পর্যন্ত হিজবুল্লাহর ৭০ যোদ্ধা নিহত হয়েছেন। একই সময়ে লেবাননের কয়েকজন বেসামরিক নাগরিকও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন।
ইরান থেকে বিদ্যুৎ কেনার ছাড়পত্র নবায়নে ইরাককে আর অনুমতি দেবে না যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার ট্রাম্প প্রশাসন এই ঘোষণা দিয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, ট্রাম্পের ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির’ অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগেকয়েক সপ্তাহ আগেই সৌদি আরব ইউক্রেন যুদ্ধ বন্ধ ও দুই দেশের সম্পর্ক স্বাভাবিকীকরণের অংশ হিসেবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠকের মধ্যস্থতা করেছিল। এবার দেশটি একই ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যকার বৈঠকের আয়োজন করতে যাচ্ছে। বৈঠকটি অনুষ্ঠিত হবে।
১ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপের প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার সুক ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের আদেশ দেন দেশটির আদালত। তবে মুক্তি পেলেও, তাঁর বিরুদ্ধে অভিশংসন ও ফৌজদারি বিচার চলমান।
২ ঘণ্টা আগেরাশিয়ার কাছ থেকে দেশটির তৈরি টি-৭২ মেইন ব্যাটল ট্যাংকের (এমবিটি) ইঞ্জিন কিনবে ভারত। এরই মধ্যে এই বিষয়ে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিরক্ষা পণ্য রপ্তানি সংস্থা রোসোবোরোনএক্সপোর্টের সঙ্গে ২৪৮ মিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় ২ হাজার ১৬১ কোটি রুপির চুক্তি সই করেছে নয়া দিল্লি।
৩ ঘণ্টা আগে