অনলাইন ডেস্ক
পাকিস্তানের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক একটি চুক্তিকে স্বাক্ষর করেছে বিশ্বখ্যাত ব্র্যান্ড লেভি স্ট্রস। বিশ্বজুড়ে—বিশেষ করে বাংলাদেশ ও পাকিস্তানে তৈরি পোশাক খাতের শ্রমিকদের সুরক্ষা নিয়ে কাজ করা সংগঠন দ্য ক্লিন ক্লথস ক্যাম্পেইন নেটওয়ার্কের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ডেনিম জায়ান্ট লেভি বাধ্যতামূলক চুক্তি ‘ইন্টারন্যাশনাল অ্যাকর্ড অন হেলথ অ্যান্ড সেফটি ইন টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রি’ চুক্তিতে স্বাক্ষর করেছে। যার ফলে পাকিস্তানে যেসব গার্মেন্ট শ্রমিক জিনস তৈরি করেন, তাঁরা এখন থেকে আগের তুলনায় আরও বেশি ভয়ডরহীনভাবে কর্মস্থলে যেতে পারবেন। আন্তর্জাতিক নিয়ম অনুসারে, বৈশ্বিক ফ্যাশন ব্র্যান্ডগুলোর সঙ্গে সংশ্লিষ্ট দেশের শ্রমিক ইউনিয়নের মধ্যে এই চুক্তি বাধ্যতামূলক।
বাংলাদেশে ২০১৩ সালে রানা প্লাজা ধসের ঘটনায় এক হাজারের বেশি গার্মেন্টস শ্রমিক নিহত হন। সেই ঘটনার পর থেকেই এ বিষয়টি নিয়ে আন্দোলন শুরু হয় এবং একপর্যায়ে ‘ইন্টারন্যাশনাল অ্যাকর্ড অন হেলথ অ্যান্ড সেফটি ইন টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রি’ চুক্তি স্বাক্ষর করতে ফ্যাশন ব্র্যান্ডগুলোকে বাধ্যবাধকতা দেওয়া হয়।
এই চুক্তি নিশ্চিত করে যে এতে স্বাক্ষর করা পোশাক ব্র্যান্ডগুলোর সরবরাহকারী দেশগুলোর কারখানাগুলো পরিদর্শন করবে এবং চিহ্নিত নিরাপত্তা ঝুঁকিগুলো সমাধান করার ব্যাপারে উদ্যোগ নেবে। ২০২৩ সাল থেকে পাকিস্তানে এই অ্যাকর্ড নিয়ে কাজ শুরু হয়। লেভি এই অ্যাকর্ডে স্বাক্ষরের মাধ্যমে বাধ্যবাধকতামূলকভাবে পাকিস্তানে তাদের সরবরাহকারী গার্মেন্টগুলো পরিদর্শন এবং কঠোর প্রতিকারমূলক কর্মসূচি, পাশাপাশি অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা এবং কর্মী প্রশিক্ষণ নিশ্চিত করবে।
পাকিস্তানে নারী শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা গোষ্ঠী উইমেন ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক জেহরা খান বলেন, ‘আমরা খুশি যে লেভি অবশেষে বিশ্বজুড়ে কর্মীদের আওয়াজ আমলে নিয়েছে এবং সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে তাদের কর্মীদের নিরাপত্তার দায়িত্ব নিতে বলেছে।’
পাকিস্তানের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক একটি চুক্তিকে স্বাক্ষর করেছে বিশ্বখ্যাত ব্র্যান্ড লেভি স্ট্রস। বিশ্বজুড়ে—বিশেষ করে বাংলাদেশ ও পাকিস্তানে তৈরি পোশাক খাতের শ্রমিকদের সুরক্ষা নিয়ে কাজ করা সংগঠন দ্য ক্লিন ক্লথস ক্যাম্পেইন নেটওয়ার্কের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ডেনিম জায়ান্ট লেভি বাধ্যতামূলক চুক্তি ‘ইন্টারন্যাশনাল অ্যাকর্ড অন হেলথ অ্যান্ড সেফটি ইন টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রি’ চুক্তিতে স্বাক্ষর করেছে। যার ফলে পাকিস্তানে যেসব গার্মেন্ট শ্রমিক জিনস তৈরি করেন, তাঁরা এখন থেকে আগের তুলনায় আরও বেশি ভয়ডরহীনভাবে কর্মস্থলে যেতে পারবেন। আন্তর্জাতিক নিয়ম অনুসারে, বৈশ্বিক ফ্যাশন ব্র্যান্ডগুলোর সঙ্গে সংশ্লিষ্ট দেশের শ্রমিক ইউনিয়নের মধ্যে এই চুক্তি বাধ্যতামূলক।
বাংলাদেশে ২০১৩ সালে রানা প্লাজা ধসের ঘটনায় এক হাজারের বেশি গার্মেন্টস শ্রমিক নিহত হন। সেই ঘটনার পর থেকেই এ বিষয়টি নিয়ে আন্দোলন শুরু হয় এবং একপর্যায়ে ‘ইন্টারন্যাশনাল অ্যাকর্ড অন হেলথ অ্যান্ড সেফটি ইন টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রি’ চুক্তি স্বাক্ষর করতে ফ্যাশন ব্র্যান্ডগুলোকে বাধ্যবাধকতা দেওয়া হয়।
এই চুক্তি নিশ্চিত করে যে এতে স্বাক্ষর করা পোশাক ব্র্যান্ডগুলোর সরবরাহকারী দেশগুলোর কারখানাগুলো পরিদর্শন করবে এবং চিহ্নিত নিরাপত্তা ঝুঁকিগুলো সমাধান করার ব্যাপারে উদ্যোগ নেবে। ২০২৩ সাল থেকে পাকিস্তানে এই অ্যাকর্ড নিয়ে কাজ শুরু হয়। লেভি এই অ্যাকর্ডে স্বাক্ষরের মাধ্যমে বাধ্যবাধকতামূলকভাবে পাকিস্তানে তাদের সরবরাহকারী গার্মেন্টগুলো পরিদর্শন এবং কঠোর প্রতিকারমূলক কর্মসূচি, পাশাপাশি অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা এবং কর্মী প্রশিক্ষণ নিশ্চিত করবে।
পাকিস্তানে নারী শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা গোষ্ঠী উইমেন ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক জেহরা খান বলেন, ‘আমরা খুশি যে লেভি অবশেষে বিশ্বজুড়ে কর্মীদের আওয়াজ আমলে নিয়েছে এবং সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে তাদের কর্মীদের নিরাপত্তার দায়িত্ব নিতে বলেছে।’
যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে ট্রাক উঠিয়ে ১৫ জনকে হত্যার পর লাস ভেগাসে ট্রাম্পের হোটেলের সামনে একটি সাইবার ট্রাক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তিন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, নিউ অরলিন্সে হামলাকারী সন্দেহভাজনের মতো লাস ভেগাসের বিস্ফোরণে নিহত ব্যক্তি মার্কিন সেনাবাহিনীর সক্রিয় সদস্য ছিলেন। বৃহস্পতিবার বার্ত
৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের জন্য ‘এইচ-১ বি’ ভিসার সমর্থন দেওয়ায় ইলন মাস্ককে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সাবেক হোয়াইট হাউস কৌশলবিদ স্টিভ ব্যানন। তিনি মাস্ককে সতর্ক করেছেন, যদি তিনি আমেরিকানদের চাকরি বিদেশিদের হাতে তুলে দেওয়ার পক্ষে কাজ করেন, তাহলে ‘মাগা’ (এমএজিএ—মেক আমেরিকা গ্রেট..
৯ ঘণ্টা আগে২০২৪ সালকে বলা হচ্ছে ধনীদের ‘স্বর্ণযুগ’। এই বছরে বিশ্বের শীর্ষ ৫০০ ধনী ব্যক্তির সম্মিলিত সম্পদ প্রথমবারের মতো ১০ ট্রিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করেছে। ব্লুমবার্গ বিলিয়নিয়ারস ইনডেক্সের সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বিশ্বজুড়ে মূলত প্রযুক্তি খাতের শীর্ষ বিনিয়োগকারীরাই এই
১০ ঘণ্টা আগেশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবিত সংস্কারের মধ্যে রয়েছে পাঠ্যবই থেকে সিরিয়ার ঐতিহাসিক বহুদেবতাবাদী ধর্মের ইতিহাস বাদ দেওয়া। এ ছাড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বহু পাঠ্যবই সম্পূর্ণ নতুন করে লেখা হবে। কিছু অংশ মুছে ফেলা হবে, কিছু
১০ ঘণ্টা আগে