অনলাইন ডেস্ক
পাকিস্তানে গণপরিষদ নির্বাচনের ২৬৫ আসনের মধ্যে ২৫০ আসনের ফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আসন দখলে নিয়েছেন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গণপরিষদ নির্বাচনের ২৫০ আসনের ফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৯৯টি। তবে বার্তা সংস্থা রয়টার্সের আপডেট অনুসারে, ২৪৫টি আসনের মধ্যে ইমরান সমর্থিতদের দখলে গেছে ৯৮টি।
বাকি আসনগুলোর মধ্যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) পেয়েছে ৭১টি আসন। তবে রয়টার্সের প্রতিবেদন বলছে, পিএমএল-এনের দখলে গেছে ৭১টি আসন। প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) দখলে গেছে ৫৩টি আসন। তবে রয়টার্সের হিসাব অনুসারে, পিপিপির দখলে গেছে ৫১ টি। এবং অন্যান্য দলের দখলে গেছে ২৭টি।
এদিকে, স্বতন্ত্র প্রার্থীদের তুলনায় পরিষ্কার ব্যবধানে পিছিয়ে থাকলেও সাবেক প্রধানমন্ত্রী এবং পিএমএল-এন নেতা নওয়াজ শরিফ বলেছেন, সাধারণ নির্বাচনে তাঁর দল ‘একক বৃহত্তর দল’ হিসেবে আবির্ভূত হয়েছে। তবে সরকার গঠনের জন্য দলটি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না স্বীকার করে বিলাওয়াল ভুট্টোর পিপিপিসহ মাওলানা ফজলুর রহমান ও মুত্তাহিদা কওমি মুভমেন্টের খালিদ মকবুল সিদ্দিকীকে জোট সরকার গঠনের প্রস্তাব দেন।
বাংলাদেশ সময় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে লাহোরে সমর্থকদের উদ্দেশে এক ভাষণে নওয়াজ বলেন, ‘আমরা সব দল এবং স্বতন্ত্র প্রার্থীদের ম্যান্ডেটকে সম্মান করি।’ এ সময় ‘ঐক্য সরকার’ গঠনের ইঙ্গিত দিয়ে নওয়াজ বলেন, ‘সব দলের দায়িত্ব একসঙ্গে সরকার গঠন করা এবং পাকিস্তানকে বর্তমান সংকট থেকে বের করে আনা। আমরা যদি সবাই একসঙ্গে কাজ করি, তবেই পাকিস্তান এই সংকট থেকে বেরিয়ে আসবে।’
তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ আরও বলেন, ‘পাকিস্তানের অন্তত ১০ বছরের স্থিতিশীলতা দরকার। যারা সংঘাতের মেজাজে আছেন, তাঁদের বলতে চা, আমরা কোনো লড়াই চাই না। আমাদের সবাইকে একসঙ্গে বসে সমস্যা সমাধান করতে হবে এবং পাকিস্তানকে একবিংশ শতাব্দীতে নিয়ে যেতে হবে। কিন্তু ভুলের কারণে আমরা তা আগে করতে পারিনি।’
এ সময় পিএমএল-এন একক দল হিসেবে সরকার গঠনের অবস্থানে নেই স্বীকার করে নওয়াজ তাঁর সাবেক জোটের শরিকদের একসঙ্গে বসে ঐক্য সরকার গঠনের আহ্বান জানান। তিনি বলেন, ‘আমি শেহবাজ শরিফকে আজ রাতে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার দায়িত্ব দিয়েছি। আমি তাকে আসিফ আলি জারদারি, মাওলানা ফজলুর রহমান ও খালিদ মকবুল সিদ্দিকীর সঙ্গে দেখা করতে বলেছি।’
এদিকে আজ রাত ১০টার দিকে ট্রিবিউন এক্সপ্রেস জানিয়েছে, নওয়াজ শরিফের জোট সরকারের প্রস্তাবের পর রাতেই লাহোরে পৌঁছেছেন পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারি। ধারণা করা হচ্ছে, সরকার গঠনের বিষয়ে পিএমএল-এন নেতৃত্বের সঙ্গে দেখা করবেন তিনি।
পাকিস্তানে গণপরিষদ নির্বাচনের ২৬৫ আসনের মধ্যে ২৫০ আসনের ফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আসন দখলে নিয়েছেন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গণপরিষদ নির্বাচনের ২৫০ আসনের ফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৯৯টি। তবে বার্তা সংস্থা রয়টার্সের আপডেট অনুসারে, ২৪৫টি আসনের মধ্যে ইমরান সমর্থিতদের দখলে গেছে ৯৮টি।
বাকি আসনগুলোর মধ্যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) পেয়েছে ৭১টি আসন। তবে রয়টার্সের প্রতিবেদন বলছে, পিএমএল-এনের দখলে গেছে ৭১টি আসন। প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) দখলে গেছে ৫৩টি আসন। তবে রয়টার্সের হিসাব অনুসারে, পিপিপির দখলে গেছে ৫১ টি। এবং অন্যান্য দলের দখলে গেছে ২৭টি।
এদিকে, স্বতন্ত্র প্রার্থীদের তুলনায় পরিষ্কার ব্যবধানে পিছিয়ে থাকলেও সাবেক প্রধানমন্ত্রী এবং পিএমএল-এন নেতা নওয়াজ শরিফ বলেছেন, সাধারণ নির্বাচনে তাঁর দল ‘একক বৃহত্তর দল’ হিসেবে আবির্ভূত হয়েছে। তবে সরকার গঠনের জন্য দলটি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না স্বীকার করে বিলাওয়াল ভুট্টোর পিপিপিসহ মাওলানা ফজলুর রহমান ও মুত্তাহিদা কওমি মুভমেন্টের খালিদ মকবুল সিদ্দিকীকে জোট সরকার গঠনের প্রস্তাব দেন।
বাংলাদেশ সময় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে লাহোরে সমর্থকদের উদ্দেশে এক ভাষণে নওয়াজ বলেন, ‘আমরা সব দল এবং স্বতন্ত্র প্রার্থীদের ম্যান্ডেটকে সম্মান করি।’ এ সময় ‘ঐক্য সরকার’ গঠনের ইঙ্গিত দিয়ে নওয়াজ বলেন, ‘সব দলের দায়িত্ব একসঙ্গে সরকার গঠন করা এবং পাকিস্তানকে বর্তমান সংকট থেকে বের করে আনা। আমরা যদি সবাই একসঙ্গে কাজ করি, তবেই পাকিস্তান এই সংকট থেকে বেরিয়ে আসবে।’
তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ আরও বলেন, ‘পাকিস্তানের অন্তত ১০ বছরের স্থিতিশীলতা দরকার। যারা সংঘাতের মেজাজে আছেন, তাঁদের বলতে চা, আমরা কোনো লড়াই চাই না। আমাদের সবাইকে একসঙ্গে বসে সমস্যা সমাধান করতে হবে এবং পাকিস্তানকে একবিংশ শতাব্দীতে নিয়ে যেতে হবে। কিন্তু ভুলের কারণে আমরা তা আগে করতে পারিনি।’
এ সময় পিএমএল-এন একক দল হিসেবে সরকার গঠনের অবস্থানে নেই স্বীকার করে নওয়াজ তাঁর সাবেক জোটের শরিকদের একসঙ্গে বসে ঐক্য সরকার গঠনের আহ্বান জানান। তিনি বলেন, ‘আমি শেহবাজ শরিফকে আজ রাতে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার দায়িত্ব দিয়েছি। আমি তাকে আসিফ আলি জারদারি, মাওলানা ফজলুর রহমান ও খালিদ মকবুল সিদ্দিকীর সঙ্গে দেখা করতে বলেছি।’
এদিকে আজ রাত ১০টার দিকে ট্রিবিউন এক্সপ্রেস জানিয়েছে, নওয়াজ শরিফের জোট সরকারের প্রস্তাবের পর রাতেই লাহোরে পৌঁছেছেন পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারি। ধারণা করা হচ্ছে, সরকার গঠনের বিষয়ে পিএমএল-এন নেতৃত্বের সঙ্গে দেখা করবেন তিনি।
ভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
৩৬ মিনিট আগেমানবতাবিরোধী ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্য। গতকাল নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
৪২ মিনিট আগেআয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পরোয়ানা জারি করায় বেনিয়ামিন নেতানিয়াহু আয়ারল্যান্ডে এলে তাকে গ্রেপ্তার করা হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি প
২ ঘণ্টা আগেনিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ‘মানবতার শত্রু’ বলে অবহিত করেছেন নেতানিয়াহু। হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত, মানবতাকে রক্ষা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু আজ সেটি মানবতার শত্রুতে পরিণত হয়েছে।
৩ ঘণ্টা আগে