Ajker Patrika

পাকিস্তানের নির্বাচনের ফল প্রকাশে দেরির যে কারণ জানাল সরকার

অনলাইন ডেস্ক
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২: ০১
পাকিস্তানের নির্বাচনের ফল প্রকাশে দেরির যে কারণ জানাল সরকার

পাকিস্তানের গণপরিষদ ও প্রাদেশিক পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার। সাধারণত ভোট গ্রহণ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। কিন্তু এবার নজিরবিহীনভাবে দেশটির নির্বাচন কমিশন ফল প্রকাশে দেরি করছে। তবে ফল প্রকাশে দেরির কারণ হিসেবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে যোগাযোগ ব্যাহত হওয়ায় ফল প্রকাশে দেরি হচ্ছে। 

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, পাকিস্তানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার সকালে জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে যোগাযোগ ব্যাহত হওয়ায় ফল প্রকাশে দেরি হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। 

টুইটে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হওয়ার বিষয়ে গণমাধ্যম ও জনসাধারণের উদ্বেগের বিষয়টি আমলে নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফল প্রকাশে দেরি হওয়ার কারণ হিসেবে ওই পোস্টে বলা হয়েছে, ‘সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য গৃহীত প্রতিরোধমূলক ব্যবস্থায় যোগাযোগ কমে যাওয়ার কারণে ফল প্রকাশে দেরি হচ্ছে।’ 

ওই টুইটে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ‘পরিস্থিতি এখন সন্তোষজনক। আমরা আশা করেছি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচনের ফল কোনো বাধা ছাড়াই আসতে থাকবে।’ 

এদিকে, ইমরান খানের দলের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির মহাসচিব ওমর আইয়ুব খান দাবি করেছেন, তাঁর দলের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা বৃহস্পতিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে এগিয়ে রয়েছেন। একটি মাইক্রো ব্লগিং সাইটে তিনি বলেছেন, ‘আলহামদুলিল্লাহ। পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে আছেন। আমি এর জন্য আপনাদের অভিনন্দন জানাই। আমরা নতুন সরকার গঠনের অবস্থানে থাকব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত