অনলাইন ডেস্ক
পাকিস্তানের গণপরিষদ ও প্রাদেশিক পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার। সাধারণত ভোট গ্রহণ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। কিন্তু এবার নজিরবিহীনভাবে দেশটির নির্বাচন কমিশন ফল প্রকাশে দেরি করছে। তবে ফল প্রকাশে দেরির কারণ হিসেবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে যোগাযোগ ব্যাহত হওয়ায় ফল প্রকাশে দেরি হচ্ছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, পাকিস্তানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার সকালে জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে যোগাযোগ ব্যাহত হওয়ায় ফল প্রকাশে দেরি হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
টুইটে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হওয়ার বিষয়ে গণমাধ্যম ও জনসাধারণের উদ্বেগের বিষয়টি আমলে নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফল প্রকাশে দেরি হওয়ার কারণ হিসেবে ওই পোস্টে বলা হয়েছে, ‘সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য গৃহীত প্রতিরোধমূলক ব্যবস্থায় যোগাযোগ কমে যাওয়ার কারণে ফল প্রকাশে দেরি হচ্ছে।’
ওই টুইটে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ‘পরিস্থিতি এখন সন্তোষজনক। আমরা আশা করেছি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচনের ফল কোনো বাধা ছাড়াই আসতে থাকবে।’
এদিকে, ইমরান খানের দলের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির মহাসচিব ওমর আইয়ুব খান দাবি করেছেন, তাঁর দলের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা বৃহস্পতিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে এগিয়ে রয়েছেন। একটি মাইক্রো ব্লগিং সাইটে তিনি বলেছেন, ‘আলহামদুলিল্লাহ। পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে আছেন। আমি এর জন্য আপনাদের অভিনন্দন জানাই। আমরা নতুন সরকার গঠনের অবস্থানে থাকব।’
পাকিস্তানের গণপরিষদ ও প্রাদেশিক পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার। সাধারণত ভোট গ্রহণ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। কিন্তু এবার নজিরবিহীনভাবে দেশটির নির্বাচন কমিশন ফল প্রকাশে দেরি করছে। তবে ফল প্রকাশে দেরির কারণ হিসেবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে যোগাযোগ ব্যাহত হওয়ায় ফল প্রকাশে দেরি হচ্ছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, পাকিস্তানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার সকালে জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে যোগাযোগ ব্যাহত হওয়ায় ফল প্রকাশে দেরি হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
টুইটে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হওয়ার বিষয়ে গণমাধ্যম ও জনসাধারণের উদ্বেগের বিষয়টি আমলে নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফল প্রকাশে দেরি হওয়ার কারণ হিসেবে ওই পোস্টে বলা হয়েছে, ‘সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য গৃহীত প্রতিরোধমূলক ব্যবস্থায় যোগাযোগ কমে যাওয়ার কারণে ফল প্রকাশে দেরি হচ্ছে।’
ওই টুইটে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ‘পরিস্থিতি এখন সন্তোষজনক। আমরা আশা করেছি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচনের ফল কোনো বাধা ছাড়াই আসতে থাকবে।’
এদিকে, ইমরান খানের দলের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির মহাসচিব ওমর আইয়ুব খান দাবি করেছেন, তাঁর দলের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা বৃহস্পতিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে এগিয়ে রয়েছেন। একটি মাইক্রো ব্লগিং সাইটে তিনি বলেছেন, ‘আলহামদুলিল্লাহ। পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে আছেন। আমি এর জন্য আপনাদের অভিনন্দন জানাই। আমরা নতুন সরকার গঠনের অবস্থানে থাকব।’
আরজি কর-কাণ্ডে পশ্চিমবঙ্গে মূখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে কঠোর আন্দোলনের কোনো প্রভাব পড়েনি রাজ্যটির ছয় বিধানসভার উপনির্বাচনে। ছয় আসনেই ভূমিধস জয় পেয়েছে মমতার তৃণমূল।
১১ মিনিট আগেমধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ইসরায়েল, লেবানন, সিরিয়া ও ইরানের আকাশসীমা দিয়ে ফ্লাইট পরিচালনায় পাইলটদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলে সতর্ক করেছে ফ্লাইট অপারেশনস গ্রুপ। সংস্থাটি বলেছে, মধ্যপ্রাচ্যের আকাশে যাত্রীবাহী বিমান চলাচল এখন আগের যেকোনো সময়ের তুলনায় নিরাপদ। তবে আন্তর্জাতিক...
২৩ মিনিট আগেলেবাননের উদীয়মান নারী ফুটবলার সেলিন হায়দার। কয়েকদিন আগেই জাতীয় নারী ফুটবল দলে ডাক পেয়েছিলেন তিনি। তার স্বপ্ন ছিল আসন্ন ওয়েস্ট এশিয়া চ্যাম্পিয়নশিপে লেবাননের জার্সি গায়ে মাঠে নামার। কিন্তু সেই স্বপ্ন এখন অনেক দূরে। ইসরায়েলি বোমাবর্ষণের শিকার হয়ে এখন কোমায় মৃত্যুর সঙ্গে লড়ছেন সেলিন।
৩২ মিনিট আগেভারতের আলোচিত গান্ধী পরিবারের অন্যতম উত্তরাধিকার প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। এই প্রথম তিনি কোনো নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এর জীবনের প্রথম নির্বাচনেই বাজিমাত করতে যাচ্ছেন তিনি। ভাই রাহুল গান্ধীর ছেড়ে দেওয়া ওয়ানাদ আসনে এখন পর্যন্ত ৩ লাখ ৯০ হাজার ভোটে এগিয়ে আছেন প্রিয়াঙ্কা
২ ঘণ্টা আগে