অনলাইন ডেস্ক
পাকিস্তানের গণপরিষদ ও প্রাদেশিক পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার। সাধারণত ভোট গ্রহণ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। কিন্তু এবার নজিরবিহীনভাবে দেশটির নির্বাচন কমিশন ফল প্রকাশে দেরি করছে। তবে ফল প্রকাশে দেরির কারণ হিসেবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে যোগাযোগ ব্যাহত হওয়ায় ফল প্রকাশে দেরি হচ্ছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, পাকিস্তানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার সকালে জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে যোগাযোগ ব্যাহত হওয়ায় ফল প্রকাশে দেরি হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
টুইটে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হওয়ার বিষয়ে গণমাধ্যম ও জনসাধারণের উদ্বেগের বিষয়টি আমলে নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফল প্রকাশে দেরি হওয়ার কারণ হিসেবে ওই পোস্টে বলা হয়েছে, ‘সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য গৃহীত প্রতিরোধমূলক ব্যবস্থায় যোগাযোগ কমে যাওয়ার কারণে ফল প্রকাশে দেরি হচ্ছে।’
ওই টুইটে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ‘পরিস্থিতি এখন সন্তোষজনক। আমরা আশা করেছি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচনের ফল কোনো বাধা ছাড়াই আসতে থাকবে।’
এদিকে, ইমরান খানের দলের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির মহাসচিব ওমর আইয়ুব খান দাবি করেছেন, তাঁর দলের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা বৃহস্পতিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে এগিয়ে রয়েছেন। একটি মাইক্রো ব্লগিং সাইটে তিনি বলেছেন, ‘আলহামদুলিল্লাহ। পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে আছেন। আমি এর জন্য আপনাদের অভিনন্দন জানাই। আমরা নতুন সরকার গঠনের অবস্থানে থাকব।’
পাকিস্তানের গণপরিষদ ও প্রাদেশিক পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার। সাধারণত ভোট গ্রহণ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। কিন্তু এবার নজিরবিহীনভাবে দেশটির নির্বাচন কমিশন ফল প্রকাশে দেরি করছে। তবে ফল প্রকাশে দেরির কারণ হিসেবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে যোগাযোগ ব্যাহত হওয়ায় ফল প্রকাশে দেরি হচ্ছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, পাকিস্তানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার সকালে জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে যোগাযোগ ব্যাহত হওয়ায় ফল প্রকাশে দেরি হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
টুইটে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হওয়ার বিষয়ে গণমাধ্যম ও জনসাধারণের উদ্বেগের বিষয়টি আমলে নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফল প্রকাশে দেরি হওয়ার কারণ হিসেবে ওই পোস্টে বলা হয়েছে, ‘সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য গৃহীত প্রতিরোধমূলক ব্যবস্থায় যোগাযোগ কমে যাওয়ার কারণে ফল প্রকাশে দেরি হচ্ছে।’
ওই টুইটে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ‘পরিস্থিতি এখন সন্তোষজনক। আমরা আশা করেছি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচনের ফল কোনো বাধা ছাড়াই আসতে থাকবে।’
এদিকে, ইমরান খানের দলের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির মহাসচিব ওমর আইয়ুব খান দাবি করেছেন, তাঁর দলের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা বৃহস্পতিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে এগিয়ে রয়েছেন। একটি মাইক্রো ব্লগিং সাইটে তিনি বলেছেন, ‘আলহামদুলিল্লাহ। পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে আছেন। আমি এর জন্য আপনাদের অভিনন্দন জানাই। আমরা নতুন সরকার গঠনের অবস্থানে থাকব।’
ইরান থেকে বিদ্যুৎ কেনার ছাড়পত্র নবায়নে ইরাককে আর অনুমতি দেবে না যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার ট্রাম্প প্রশাসন এই ঘোষণা দিয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, ট্রাম্পের ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির’ অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগেকয়েক সপ্তাহ আগেই সৌদি আরব ইউক্রেন যুদ্ধ বন্ধ ও দুই দেশের সম্পর্ক স্বাভাবিকীকরণের অংশ হিসেবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠকের মধ্যস্থতা করেছিল। এবার দেশটি একই ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যকার বৈঠকের আয়োজন করতে যাচ্ছে। বৈঠকটি অনুষ্ঠিত হবে।
১ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপের প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার সুক ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের আদেশ দেন দেশটির আদালত। তবে মুক্তি পেলেও, তাঁর বিরুদ্ধে অভিশংসন ও ফৌজদারি বিচার চলমান।
২ ঘণ্টা আগেরাশিয়ার কাছ থেকে দেশটির তৈরি টি-৭২ মেইন ব্যাটল ট্যাংকের (এমবিটি) ইঞ্জিন কিনবে ভারত। এরই মধ্যে এই বিষয়ে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিরক্ষা পণ্য রপ্তানি সংস্থা রোসোবোরোনএক্সপোর্টের সঙ্গে ২৪৮ মিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় ২ হাজার ১৬১ কোটি রুপির চুক্তি সই করেছে নয়া দিল্লি।
৩ ঘণ্টা আগে