অনলাইন ডেস্ক
তালেবানের সাহায্যেই ভারতের হাত থেকে কাশ্মীরকে স্বাধীন করবে পাকিস্তান। পাকিস্তানের ক্ষমতাসীন দল ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ’-এর এক নেত্রী এমনই বিতর্কিত দাবি করে বসেছেন। টিভিতে এক অনুষ্ঠানে এমনই কথা বলতে শোনা যায় তাঁকে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
নিলাম ইরশাদ শেখ নামের ওই নেত্রী বলেন, তালেবান বলেছে ওরা আমাদের সঙ্গে আছে। কাশ্মীরকে স্বাধীন করতে আমাদের সাহায্যও করবে।
ওই ভিডিওর ক্লিপ এর মধ্যেই ছড়িয়ে পড়েছে পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যাচ্ছে সঞ্চালক ইমরানের দলের নেত্রীর এমন কথা শুনে তাঁর কাছে জানতে চাইছেন, এমন তথ্য তিনি কোথায় পেয়েছেন। ওই সঞ্চালক বলেন, ম্যাডাম, আপনি কি জানেন আপনি কী বললেন! আপনার কোনো ধারণা নেই। এই শোটা সারা পৃথিবীর মানুষ দেখবেন। ভারতেও এটি দেখা যাবে।
এরপর ওই নারী নেত্রী বলতে থাকেন, পাক সেনার শক্তি রয়েছে কাশ্মীরকে ভারতের থেকে স্বাধীন করার। সেই সঙ্গে পাক প্রধানমন্ত্রীর ‘সুযোগ্য’ নেতৃত্বের কথাও বলতে দেখা যায় তাঁকে।
যদিও তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ একটি বিষয়।
গত ১৫ আগস্ট আফগানিস্তান নতুন করে দখল করে তালেবান। অভিযোগ উঠেছে, পাকিস্তান সাহায্য করছে আফগানিস্তানে বর্তমান এই শাসকগোষ্ঠীকে।
তালেবানের সাহায্যেই ভারতের হাত থেকে কাশ্মীরকে স্বাধীন করবে পাকিস্তান। পাকিস্তানের ক্ষমতাসীন দল ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ’-এর এক নেত্রী এমনই বিতর্কিত দাবি করে বসেছেন। টিভিতে এক অনুষ্ঠানে এমনই কথা বলতে শোনা যায় তাঁকে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
নিলাম ইরশাদ শেখ নামের ওই নেত্রী বলেন, তালেবান বলেছে ওরা আমাদের সঙ্গে আছে। কাশ্মীরকে স্বাধীন করতে আমাদের সাহায্যও করবে।
ওই ভিডিওর ক্লিপ এর মধ্যেই ছড়িয়ে পড়েছে পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যাচ্ছে সঞ্চালক ইমরানের দলের নেত্রীর এমন কথা শুনে তাঁর কাছে জানতে চাইছেন, এমন তথ্য তিনি কোথায় পেয়েছেন। ওই সঞ্চালক বলেন, ম্যাডাম, আপনি কি জানেন আপনি কী বললেন! আপনার কোনো ধারণা নেই। এই শোটা সারা পৃথিবীর মানুষ দেখবেন। ভারতেও এটি দেখা যাবে।
এরপর ওই নারী নেত্রী বলতে থাকেন, পাক সেনার শক্তি রয়েছে কাশ্মীরকে ভারতের থেকে স্বাধীন করার। সেই সঙ্গে পাক প্রধানমন্ত্রীর ‘সুযোগ্য’ নেতৃত্বের কথাও বলতে দেখা যায় তাঁকে।
যদিও তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ একটি বিষয়।
গত ১৫ আগস্ট আফগানিস্তান নতুন করে দখল করে তালেবান। অভিযোগ উঠেছে, পাকিস্তান সাহায্য করছে আফগানিস্তানে বর্তমান এই শাসকগোষ্ঠীকে।
ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এবার যুক্তরাষ্ট্রের ইউএসএস হ্যারি এস ট্রুম্যান বিমানবাহী রণতরীতে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এক সংবাদ সম্মেলনে সশস্ত্র গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, যুদ্ধজাহাজটিকে লক্ষ্য করে ছোড়া হয় ১৮টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন।
২ ঘণ্টা আগেভারতের অনেক দিক থেকে সুবিধাজনক অবস্থানে রয়েছে উল্লেখ করে সেনাপ্রধান বলেন, ‘বিশ্বের সর্বাধিক জনসংখ্যাবহুল দেশ, বৃহত্তম গণতন্ত্র, সপ্তম বৃহত্তম ভৌগোলিক আয়তন এবং গুরুত্বপূর্ণ ভূকৌশলগত অবস্থান থাকা সত্ত্বেও, ভারত এখনো তুলনামূলকভাবে নিম্ন অবস্থানে রয়েছে।’
২ ঘণ্টা আগেমার্কিন একটি আদালত কয়েক ঘণ্টা আগেই জোর করে অবৈধ অভিবাসীদের নির্বাসন বন্ধের নির্দেশ দিয়েছিল। কিন্তু এর পরেও ২০০-এর বেশি ভেনেজুয়েলান নাগরিককে এল সালভাদরে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
১৪ ঘণ্টা আগেভ্রমণ মানেই আনন্দ। তবে বিমানবন্দরে যাতায়াতের ঝামেলা অনেকের জন্যই বেশ ক্লান্তিকর হয়ে ওঠে। বিশেষ করে, ফ্লাইটের সময় যদি খুব ভোরে হয়, তাহলে যথাসময়ে বিমানবন্দরে পৌঁছাতে হলে মধ্যরাতে ঘুম থেকে উঠতে হয়, দীর্ঘ চেক-ইন এবং নিরাপত্তা পরীক্ষার ধাপ পেরোতে হয়।
১৫ ঘণ্টা আগে