Ajker Patrika

নওয়াজকে নো-বলসহ অতিরিক্ত সুবিধা দিচ্ছে ‘দুই আম্পায়ার’: ইমরান 

অনলাইন ডেস্ক
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১৩: ০৩
নওয়াজকে নো-বলসহ অতিরিক্ত সুবিধা দিচ্ছে ‘দুই আম্পায়ার’: ইমরান 

পাকিস্তানের গণপরিষদ নির্বাচন যত এগিয়ে আসছে, দেশটির রাজনৈতিক পরিস্থিতি আরও ঘনীভূত হচ্ছে। এরই মধ্যে এক বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, দেশটির আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ‘দুই আম্পায়ারের’ কাছ থেকে অতিরিক্ত সুবিধা পাচ্ছেন। এমনকি সেই আম্পায়ারদের একজন সম্প্রতি নওয়াজের পক্ষ হয়ে একটি ‘নো-বল’ও ডেকেছেন। 

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থাপিত বিশেষ আদালতে ইমরান খানের তোশাখানা মামলার শুনানির পর আদালতের অনুমতিক্রমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমরান খান এ কথা বলেন। তবে তিনি এ দুই আম্পায়ারের নাম উল্লেখ করেননি। 

সম্প্রতি পাকিস্তানের নির্বাচন কমিশন ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের নির্বাচনে লড়া নিয়ে বেশ ঝামেলা করেছে। বিশেষ করে, পিটিআইয়ের প্রার্থীদের প্রার্থিতা বাতিল, পরে আবার ফিরিয়ে নেওয়া এবং ইমরান খানের দলের নির্বাচনী প্রতীক ব্যাট বাতিল করার মতো বিভিন্ন সিদ্ধান্ত দিয়েছে। এ ছাড়া পাকিস্তানের বিচার বিভাগ নওয়াজ শরিফের বিরুদ্ধে চলমান বেশ কয়েকটি মামলায় রায় ও জামিন নিয়ে নজিরবিহীন কিছু সিদ্ধান্ত দিয়েছে। বিপরীতে সুপ্রিম কোর্টের আদেশ উপেক্ষা করে কারাগারে আদালত স্থাপন করে ইমরান খানের মামলার কার্যক্রম চালানোও হয়েছে। 

ইমরান খান অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে পাকিস্তানের রাজনীতিতে যা ঘটছে তার সবকিছুই মূলত তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) কোণঠাসা করে নওয়াজ শরিফ ও তাঁর দলকে (পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ) বাড়তি সুবিধা দেওয়ার জন্যই করা হচ্ছে। আর এসবই হচ্ছে তথাকথিত ‘লন্ডন পরিকল্পনার’ অংশ হিসেবে। 

এর আগে, গত বছরের মার্চ মাসে লাহোর পুলিশ ইমরান খানের বাড়িতে বিশাল বহর নিয়ে উপস্থিত হয়ে তল্লাশি-ভাঙচুর চালানোর পর ইমরান খান এই লন্ডন পরিকল্পনা অভিযোগ করেন। তিনি সে সময় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে বলেছিলেন, ‘এটি মূলত লন্ডন পরিকল্পনার অংশ। যেখানে এক বৈঠকে পলাতক নওয়াজ শরিফকে ক্ষমতায় আনার বিষয়ে কয়েকটি পক্ষ একটি চুক্তিতে সম্মত হয়েছিল।’ 

যাই হোক, আদিয়ালা কারাগারে ইমরান খান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আশা প্রকাশ করেন—তাঁর এবং তাঁর দলের বিরুদ্ধে যে অন্যায় আচরণ করা হয়েছে আগামী ৮ ফেব্রুয়ারি দেশের জনগণ এর পাল্টা জবাব দেবে। তিনি আরও বলেন, তাঁর রাজনৈতিক সংগ্রাম এক দিনের নয়, দীর্ঘ ২৭ বছরের। এ সময় তিনি বলেন, জনগণের মধ্যে তাঁর এবং তাঁর দলের ব্যাপক সমর্থন আছে এবং আগামী ৮ ফেব্রুয়ারি তা ভোটের মাধ্যমে প্রকাশ পাবে। 

পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী আবারও দাবি করেন, মূলত সাবেক সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া তাঁর সরকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছিলেন তা ফাঁস করে দেওয়ার কারণেই তাঁকে ভুক্তভোগী করা হচ্ছে। তিনি আরও বলেন, ব্যাট প্রতীক বাতিলের সিদ্ধান্তটি অন্তত সুপ্রিম কোর্টের পাঁচজন বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হওয়া উচিত ছিল। 

ইমরান খান এ সময় আরও বলেন, নওয়াজ শরিফের মেয়ে মারিয়াম নওয়াজও তোশাখানা থেকে গাড়ি নিয়েছিলেন। কই, তাদের তো কোনো ঝামেলা হয়নি। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, তাঁরা আসলে ‘ধরা ছোঁয়ার বাইরে’ এবং তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ দায়ের করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত