Ajker Patrika

প্রেসিডেন্ট নির্বাচন থেকে বাইডেনকে সরানোর পথ খুঁজছেন ডেমোক্র্যাট ডোনাররা

অনলাইন ডেস্ক
আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১২: ০৭
প্রেসিডেন্ট নির্বাচন থেকে বাইডেনকে সরানোর পথ খুঁজছেন ডেমোক্র্যাট ডোনাররা

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টির মূল অর্থদাতা তথা ডোনারদের অনেকেই তাঁকে আসন্ন নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরিয়ে দেওয়ার পথ খুঁজছেন। সাম্প্রতিক সময়ে রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রথম নির্বাচনী বিতর্কে হারার পর থেকে বাইডেনের সমর্থকেরা তাঁর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। 

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টামইসের প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্রেটিকট পার্টির নেতা-কর্মীসহ বাইডেনের ঘনিষ্ঠ অনেক সহযোগী বিতর্কের মঞ্চে ৮১ বছর বয়সী বাইডেনের পারফরম্যান্সে ‘মর্মাহত’ হয়েছেন এবং দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে কাজ করার জন্য তাঁর মানসিক ও শারীরিক সুস্থতা নিয়ে তাঁদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। 

নিউইয়র্ক টাইমসের ডিলবুক নিউজলেটারে বলা হয়েছে, ‘কিছু ডোনার বাইডেনকে তাঁর খ্যাতি রক্ষা করার জন্য সরে যাওয়ার জন্য মার্জিত উপায় নিয়ে আলোচনা করেছেন। তবে অনেকে বিশ্বাস করেন, (বাইডেনের) তাড়াতাড়ি বাদ পড়া আরও ভালো।’ 

মার্কিন শেয়ারবাজারের অন্যতম কেন্দ্র ওয়ালস্ট্রিটভুক্ত বেশ কয়েকটি কোম্পানির নির্বাহী—যাঁরা বাইডেন তথা ডেমোক্রেটিক পার্টিকে তহবিল জোগান দেন—ডিলবুক নিউজলেটারকে বলেছেন, চূড়ান্তভাবে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মনোনীত হওয়ার আগে বাইডেনকে বাদ দেওয়াটা ভুল হবে। এমনটা করা হলে তিনি তাঁর উত্তরসূরি মনোনীত করার ক্ষমতা হারাবেন। 

উল্লেখ্য, চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থীর নাম ঘোষণা করতে ডেমোক্র্যাটরা আগস্টের শেষ দিকে শিকাগোতে সম্মেলন করবেন। ডিলবুক জানিয়েছে, ব্ল্যাকরকের নির্বাহী ল্যারি ফিঙ্ক, ব্ল্যাকস্টোনের জন গ্রে এবং ল্যাজার্ডের পিটার ওরসজ্যাগ এবং বারাক ওবামার ঘনিষ্ঠ সাবেক মার্কিন নির্বাহী রবার্ট উলফসহ বিশিষ্ট ডোনাররা বাইডেনের সঙ্গে থাকবেন কি না, তা নিয়ে কথা বলছেন নিজেদের মধ্যে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত