অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের উচিত পদত্যাগ করে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট করা। এমনকি স্বল্প মেয়াদের জন্য হলেও। এমনটাই মন্তব্য করেছেন কমলা হ্যারিসের সাবেক যোগাযোগ পরিচালক জামাল সিমনস। মার্কিন সংবাদমাধ্যম ইউএস টুডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জামাল সিমনস বলেছেন, এখনো সুযোগ আছে কমলা হ্যারিসের প্রেসিডেন্ট হওয়ার। আর সেটি সম্ভব কেবল বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের পদত্যাগের মাধ্যমে। বাইডেন প্রেসিডেন্সির মেয়াদ আছে এখনো ৭০ দিনের মতো। আগামী ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার মধ্য দিয়ে নতুন প্রশাসনের মেয়াদ শুরু হবে।
সিএনএনের ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ অনুষ্ঠানে জামাল সিমনস এই মন্তব্য করেন। তাঁর কাছে জানতে চাওয়া হয়, বাইডেন প্রশাসনের আগামী ৭১ দিন মেয়াদে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি কী হতে পারে। জবাবে তিনি উল্লিখিত মন্তব্য করেন। এই অনুষ্ঠানে জামাল সিমনস ছাড়াও সাংবাদিক ও লেখক স্কট জেনিংস, রাজনৈতিক বিশ্লেষক অ্যাশলে অ্যালিসন ও সাংবাদিক ব্র্যাড টড উপস্থিত ছিলেন।
সিমনস বলেন, ‘বাইডেন আগামী ৩০ দিনের মধ্যে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করতে পারেন এবং কমলা হ্যারিসকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট করতে পারেন। জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে অসাধারণ ছিলেন।’
কমলা হ্যারিসের সাবেক এই সহযোগী আরও বলেন, ‘বাইডেন তাঁর দেওয়া প্রতিশ্রুতিগুলোর অধিকাংশই তিনি পূরণ করেছেন। তবে একটি প্রতিশ্রুতি এখনো বাকি, যা তিনি পূরণ করতে পারেন। আর তা হলো, তিনি নিজেকে ক্রান্তিকালীন ব্যক্তিত্ব হিসেবে হাজির করতে পারেন।’ তবে বাইডেন তাঁর মেয়াদ শেষ হওয়ার আগে ওভাল অফিস ছাড়বেন এমন কোনো আলোচনা নেই।
কেন কমলাকে প্রেসিডেন্ট করা উচিত সে বিষয়ে সিমনস যুক্তি দিয়ে বলেন, এমন পদক্ষেপ নেওয়া হলে যখন সিনেট নতুন প্রেসিডেন্টকে অনুমোদন দেবে তখন তাঁকে এই বিষয়টি—নিজের পারজয়—দেখতে হবে না। কারণ, সিনেটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ভাইস প্রেসিডেন্ট। সিমনস বলেন, এর মধ্য দিয়ে ডেমোক্র্যাটরা যে ‘ভুল থেকে শিখছে’ তার প্রমাণ পাবে জনগণ।
যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের উচিত পদত্যাগ করে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট করা। এমনকি স্বল্প মেয়াদের জন্য হলেও। এমনটাই মন্তব্য করেছেন কমলা হ্যারিসের সাবেক যোগাযোগ পরিচালক জামাল সিমনস। মার্কিন সংবাদমাধ্যম ইউএস টুডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জামাল সিমনস বলেছেন, এখনো সুযোগ আছে কমলা হ্যারিসের প্রেসিডেন্ট হওয়ার। আর সেটি সম্ভব কেবল বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের পদত্যাগের মাধ্যমে। বাইডেন প্রেসিডেন্সির মেয়াদ আছে এখনো ৭০ দিনের মতো। আগামী ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার মধ্য দিয়ে নতুন প্রশাসনের মেয়াদ শুরু হবে।
সিএনএনের ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ অনুষ্ঠানে জামাল সিমনস এই মন্তব্য করেন। তাঁর কাছে জানতে চাওয়া হয়, বাইডেন প্রশাসনের আগামী ৭১ দিন মেয়াদে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি কী হতে পারে। জবাবে তিনি উল্লিখিত মন্তব্য করেন। এই অনুষ্ঠানে জামাল সিমনস ছাড়াও সাংবাদিক ও লেখক স্কট জেনিংস, রাজনৈতিক বিশ্লেষক অ্যাশলে অ্যালিসন ও সাংবাদিক ব্র্যাড টড উপস্থিত ছিলেন।
সিমনস বলেন, ‘বাইডেন আগামী ৩০ দিনের মধ্যে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করতে পারেন এবং কমলা হ্যারিসকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট করতে পারেন। জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে অসাধারণ ছিলেন।’
কমলা হ্যারিসের সাবেক এই সহযোগী আরও বলেন, ‘বাইডেন তাঁর দেওয়া প্রতিশ্রুতিগুলোর অধিকাংশই তিনি পূরণ করেছেন। তবে একটি প্রতিশ্রুতি এখনো বাকি, যা তিনি পূরণ করতে পারেন। আর তা হলো, তিনি নিজেকে ক্রান্তিকালীন ব্যক্তিত্ব হিসেবে হাজির করতে পারেন।’ তবে বাইডেন তাঁর মেয়াদ শেষ হওয়ার আগে ওভাল অফিস ছাড়বেন এমন কোনো আলোচনা নেই।
কেন কমলাকে প্রেসিডেন্ট করা উচিত সে বিষয়ে সিমনস যুক্তি দিয়ে বলেন, এমন পদক্ষেপ নেওয়া হলে যখন সিনেট নতুন প্রেসিডেন্টকে অনুমোদন দেবে তখন তাঁকে এই বিষয়টি—নিজের পারজয়—দেখতে হবে না। কারণ, সিনেটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ভাইস প্রেসিডেন্ট। সিমনস বলেন, এর মধ্য দিয়ে ডেমোক্র্যাটরা যে ‘ভুল থেকে শিখছে’ তার প্রমাণ পাবে জনগণ।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। গাজায় সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে। একই ধরনের পরোয়ানা জারি করা হয়েছে হামাস...
১ ঘণ্টা আগেপশ্চিম ইংল্যান্ডের উইলস্টায়ার শহরে স্বামী পিটারকে নিয়ে বাস করেন রুথ ডোইল। ২০১৪ সালে যুক্তরাজ্যের ন্যাশনাল লটারি বিজয়ী ছিলেন তিনি। এক মিলিয়ন পাউন্ডের এই লটারি তাঁর জীবনকে পুরোপুরি বদলে দিয়েছিল। কিন্তু লটারি বিজয়ের সেই খবরটি তিনি প্রায় দুই মাস পর জানতে পেরেছিলেন...
১ ঘণ্টা আগেরাশিয়া ইউক্রেনে এবার আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) দিয়ে হামলা করেছে। আজ বৃহস্পতিবার ইউক্রেনের বিমানবাহিনী এ তথ্য জানিয়েছে। রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে এই প্রথম এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করল। ইউক্রেন রাশিয়ায় মার্কিন নির্মিত এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার...
২ ঘণ্টা আগেবিবিসি জানিয়েছে, ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে এই প্রথম কোনো উপমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। এই ক্ষেপণাস্ত্রগুলো কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
২ ঘণ্টা আগে