অনলাইন ডেস্ক
আশরাফ গনির সরকারকে হটিয়ে গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান। তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি অনুযায়ী আগামী ৩১ আগস্টের মধ্যে অবশ্যই যুক্তরাষ্ট্রকে আফগানিস্তানের ভূখণ্ড ছাড়তে হবে।
তালেবান ক্ষমতা দখলের পর দেশত্যাগ করতে কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করতে থাকে আফগান নাগরিকেরা। এতে সাম্প্রতিক সময়ে কাবুল বিমানবন্দরে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে নির্ধারিত ৩১ আগস্ট সময়ের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন নাগরিক ও তাঁদের মিত্রদের সরিয়ে নেওয়া সম্ভব হবে কি-না এ নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।
একদিকে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো সময়সীমা বাড়াতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে। অন্যদিকে তালেবান বলছে, নির্ধারিত সময়সীমার মধ্যেই আফগানিস্তান ছাড়তে হবে। আসন্ন জি-৭ সম্মেলনে যুক্তরাষ্ট্রকে সময়সীমা বাড়াতে চাপ দিতে পারে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। আর তালেবান জানিয়েছে, প্রত্যাহার প্রক্রিয়ার সময়সীমা কোনোভাবে বাড়ানো হলে তা হবে উভয়পক্ষের চুক্তির স্পষ্ট লঙ্ঘন।
এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আফগানিস্তান থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার সময়সীমা বাড়ানো হবে কিনা এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নেবেন।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-ইভেস লে ড্রায়ান বলেছেন, ‘বেঁধে দেওয়া ৩১ আগস্ট সময়সীমা নিয়ে আমরা উদ্বিগ্ন। তবে নাগরিকদের ফিরিয়ে আনার যে কার্যক্রম চলছে এটি পুরোপুরি শেষ হতে অতিরিক্ত সময় লাগতে পারে।’
এর আগে গত রোববার বাইডেন সতর্ক করে বলেছেন, লোকজনকে সরিয়ে আনার কাজটি ‘কঠিন ও বেদনাদায়ক’ হতে চলছে এবং এখনো অনেক ভুল হতে পারে।
আশরাফ গনির সরকারকে হটিয়ে গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান। তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি অনুযায়ী আগামী ৩১ আগস্টের মধ্যে অবশ্যই যুক্তরাষ্ট্রকে আফগানিস্তানের ভূখণ্ড ছাড়তে হবে।
তালেবান ক্ষমতা দখলের পর দেশত্যাগ করতে কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করতে থাকে আফগান নাগরিকেরা। এতে সাম্প্রতিক সময়ে কাবুল বিমানবন্দরে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে নির্ধারিত ৩১ আগস্ট সময়ের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন নাগরিক ও তাঁদের মিত্রদের সরিয়ে নেওয়া সম্ভব হবে কি-না এ নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।
একদিকে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো সময়সীমা বাড়াতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে। অন্যদিকে তালেবান বলছে, নির্ধারিত সময়সীমার মধ্যেই আফগানিস্তান ছাড়তে হবে। আসন্ন জি-৭ সম্মেলনে যুক্তরাষ্ট্রকে সময়সীমা বাড়াতে চাপ দিতে পারে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। আর তালেবান জানিয়েছে, প্রত্যাহার প্রক্রিয়ার সময়সীমা কোনোভাবে বাড়ানো হলে তা হবে উভয়পক্ষের চুক্তির স্পষ্ট লঙ্ঘন।
এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আফগানিস্তান থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার সময়সীমা বাড়ানো হবে কিনা এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নেবেন।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-ইভেস লে ড্রায়ান বলেছেন, ‘বেঁধে দেওয়া ৩১ আগস্ট সময়সীমা নিয়ে আমরা উদ্বিগ্ন। তবে নাগরিকদের ফিরিয়ে আনার যে কার্যক্রম চলছে এটি পুরোপুরি শেষ হতে অতিরিক্ত সময় লাগতে পারে।’
এর আগে গত রোববার বাইডেন সতর্ক করে বলেছেন, লোকজনকে সরিয়ে আনার কাজটি ‘কঠিন ও বেদনাদায়ক’ হতে চলছে এবং এখনো অনেক ভুল হতে পারে।
মার্কিন একটি আদালত কয়েক ঘণ্টা আগেই জোর করে অবৈধ অভিবাসীদের নির্বাসন বন্ধের নির্দেশ দিয়েছিল। কিন্তু এর পরেও ২০০-এর বেশি ভেনেজুয়েলান নাগরিককে এল সালভাদরে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
১০ ঘণ্টা আগেভ্রমণ মানেই আনন্দ। তবে বিমানবন্দরে যাতায়াতের ঝামেলা অনেকের জন্যই বেশ ক্লান্তিকর হয়ে ওঠে। বিশেষ করে, ফ্লাইটের সময় যদি খুব ভোরে হয়, তাহলে যথাসময়ে বিমানবন্দরে পৌঁছাতে হলে মধ্যরাতে ঘুম থেকে উঠতে হয়, দীর্ঘ চেক-ইন এবং নিরাপত্তা পরীক্ষার ধাপ পেরোতে হয়।
১১ ঘণ্টা আগেবিশ্বজুড়ে জনপ্রিয় মার্কিন কফি চেইন ‘স্টারবাকস’। তবে এই কোম্পানিকে ৫০ মিলিয়ন ডলার (৬০৬ কোটি টাকার বেশি) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি আদালত। এই অর্থ দিতে হবে একজন ডেলিভারি ড্রাইভারকে। কারণ, স্টারবাকসের একটি গরম পানীয়ের ঢাকনা সুরক্ষিত না থাকায় গুরুতরভাবে
১২ ঘণ্টা আগেইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবারের এই হামলায় এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এই হামলার পর ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জানিয়েছে, তারা ‘পাল্টা জবাব দিতে প্রস্তুত’।
১৩ ঘণ্টা আগে