অনলাইন ডেস্ক
আশরাফ গনির সরকারকে হটিয়ে গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান। তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি অনুযায়ী আগামী ৩১ আগস্টের মধ্যে অবশ্যই যুক্তরাষ্ট্রকে আফগানিস্তানের ভূখণ্ড ছাড়তে হবে।
তালেবান ক্ষমতা দখলের পর দেশত্যাগ করতে কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করতে থাকে আফগান নাগরিকেরা। এতে সাম্প্রতিক সময়ে কাবুল বিমানবন্দরে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে নির্ধারিত ৩১ আগস্ট সময়ের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন নাগরিক ও তাঁদের মিত্রদের সরিয়ে নেওয়া সম্ভব হবে কি-না এ নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।
একদিকে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো সময়সীমা বাড়াতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে। অন্যদিকে তালেবান বলছে, নির্ধারিত সময়সীমার মধ্যেই আফগানিস্তান ছাড়তে হবে। আসন্ন জি-৭ সম্মেলনে যুক্তরাষ্ট্রকে সময়সীমা বাড়াতে চাপ দিতে পারে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। আর তালেবান জানিয়েছে, প্রত্যাহার প্রক্রিয়ার সময়সীমা কোনোভাবে বাড়ানো হলে তা হবে উভয়পক্ষের চুক্তির স্পষ্ট লঙ্ঘন।
এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আফগানিস্তান থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার সময়সীমা বাড়ানো হবে কিনা এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নেবেন।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-ইভেস লে ড্রায়ান বলেছেন, ‘বেঁধে দেওয়া ৩১ আগস্ট সময়সীমা নিয়ে আমরা উদ্বিগ্ন। তবে নাগরিকদের ফিরিয়ে আনার যে কার্যক্রম চলছে এটি পুরোপুরি শেষ হতে অতিরিক্ত সময় লাগতে পারে।’
এর আগে গত রোববার বাইডেন সতর্ক করে বলেছেন, লোকজনকে সরিয়ে আনার কাজটি ‘কঠিন ও বেদনাদায়ক’ হতে চলছে এবং এখনো অনেক ভুল হতে পারে।
আশরাফ গনির সরকারকে হটিয়ে গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান। তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি অনুযায়ী আগামী ৩১ আগস্টের মধ্যে অবশ্যই যুক্তরাষ্ট্রকে আফগানিস্তানের ভূখণ্ড ছাড়তে হবে।
তালেবান ক্ষমতা দখলের পর দেশত্যাগ করতে কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করতে থাকে আফগান নাগরিকেরা। এতে সাম্প্রতিক সময়ে কাবুল বিমানবন্দরে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে নির্ধারিত ৩১ আগস্ট সময়ের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন নাগরিক ও তাঁদের মিত্রদের সরিয়ে নেওয়া সম্ভব হবে কি-না এ নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।
একদিকে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো সময়সীমা বাড়াতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে। অন্যদিকে তালেবান বলছে, নির্ধারিত সময়সীমার মধ্যেই আফগানিস্তান ছাড়তে হবে। আসন্ন জি-৭ সম্মেলনে যুক্তরাষ্ট্রকে সময়সীমা বাড়াতে চাপ দিতে পারে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। আর তালেবান জানিয়েছে, প্রত্যাহার প্রক্রিয়ার সময়সীমা কোনোভাবে বাড়ানো হলে তা হবে উভয়পক্ষের চুক্তির স্পষ্ট লঙ্ঘন।
এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আফগানিস্তান থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার সময়সীমা বাড়ানো হবে কিনা এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নেবেন।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-ইভেস লে ড্রায়ান বলেছেন, ‘বেঁধে দেওয়া ৩১ আগস্ট সময়সীমা নিয়ে আমরা উদ্বিগ্ন। তবে নাগরিকদের ফিরিয়ে আনার যে কার্যক্রম চলছে এটি পুরোপুরি শেষ হতে অতিরিক্ত সময় লাগতে পারে।’
এর আগে গত রোববার বাইডেন সতর্ক করে বলেছেন, লোকজনকে সরিয়ে আনার কাজটি ‘কঠিন ও বেদনাদায়ক’ হতে চলছে এবং এখনো অনেক ভুল হতে পারে।
দীর্ঘ ১৬ বছর ধরে খোঁজাখুঁজির পর জীবনে গুরুত্বপূর্ণ এক ঘটনার মুখোমুখি হলেন ডিডি বোসওয়েল নামে এক মার্কিন নারী। সম্প্রতি তিনি প্রথমবারের মতো নিজের বাবার সঙ্গে দেখা হওয়ার একটি আবেগঘন মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন।
১৬ মিনিট আগেপ্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেই ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশাসনের শীর্ষ মুখগুলোকে বেছে নিতে শুরু করেন। সর্বশেষ কৃষিমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন দীর্ঘদিনের সহকর্মী ব্রুক রোলিন্সকে। অর্থাৎ ২০ জানুয়ারি হোয়াইট হাউসে প্রবেশের আগে ১৫ সদস্য নিয়ে ট্রাম্প তাঁর মন্ত্রিসভা জন্য চূড়ান্ত করে ফেলেছেন।
১ ঘণ্টা আগেসাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তাঁর সমর্থকেরা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বড় জমায়াতের প্রস্তুতি নিয়েছে। তবে এই মিছিল ঠেকাতে মরিয়া এখন দেশটির ক্ষমতাসীন সরকার। এ জন্য ইসলামাবাদে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শহরের বেশ কয়েকটি এলাকায় মোবাইল ও ইন্টারনেট সেবা স্থগিত করা হয়েছে।
২ ঘণ্টা আগেতীব্র ঝড়ের মধ্যে অত্যন্ত দক্ষতার সঙ্গে লন্ডনে বিমান অবতরণ করে প্রশংসার জোয়ারে ভাসছেন সৌদি পতাকাবাহী সৌদিয়া এয়ারলাইনসের এক পাইলট। সোমবার গালফ নিউজ জানিয়েছে, ব্রিটেনে আঘাত হানা শক্তিশালী স্টর্ম বার্ট ঝড়ে ভারী তুষার ও বৃষ্টিপাত এবং প্রবল বাতাসের সৃষ্টি হয়েছিল। এই ঝড় যোগাযোগ ব্যবস্থায়ও বড় ধরনের বিশৃঙ্খল
৪ ঘণ্টা আগে