Ajker Patrika

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় পুলিশসহ নিহত ৫

অনলাইন ডেস্ক
আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ১০: ০৪
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় পুলিশসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় বন্দুক হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেল ৫টা নাগাদ নর্থ ক্যারোলিনার রাজধানী রালেইতে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে হামলায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় মেয়র মেরি-অ্যান ব্যাল্ডউইন এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বন্দুক হামলায় অন্য এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত দুজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছে। 

ব্যাল্ডউইন বলেন, ‘আমাদের কিছু একটা করতে হবে। আমেরিকায় এমন বন্দুক সহিংসতা মোকাবিলা করতে হবে। রালেই শহরের জন্য এটি মর্মান্তিক একটি দিন। যারা প্রিয়জন হারিয়েছেন তাঁদের পাশে দাঁড়াতে হবে।’

স্থানীয় সময় বিকেল ৫টার দিকে নিউস রিভার গ্রিনওয়ের কাছে গুলি চালায় বন্দুকধারী। এর প্রায় তিন ঘণ্টা পর সন্দেহভাজন বন্দুকধারীকে একটি বাড়ির ভেতরে আটকে ফেলে পুলিশ। পরে রাত ৯টা ৪৫ নাগাদ এক টুইটে পুলিশ জানায়, সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে। 

কেন্দ্রীয় ও স্থানীয় একাধিক আইন প্রয়োগকারী সংস্থা ঘটনাটির তদন্তে নেমেছে বলে জানিয়েছেন স্থানীয় মেয়র মেরি-অ্যান ব্যাল্ডউইন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত