অনলাইন ডেস্ক
আশরাফ গনির সরকারকে হটিয়ে গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান। তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি অনুযায়ী আগামী ৩১ আগস্টের মধ্যে অবশ্যই যুক্তরাষ্ট্রকে আফগানিস্তানের ভূখণ্ড ছাড়তে হবে।
আফগানিস্তান ছাড়া নিয়ে মিত্র ও তালেবান উভমুখী চাপে রয়েছে যুক্তরাষ্ট্র। একদিকে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো ৩১ আগস্টের যে সময়সীমা সেটি বাড়াতে চাপ দিচ্ছে। অন্যদিকে তালেবান বলছে, নির্ধারিত সময়সীমার মধ্যেই আফগানিস্তান ছাড়তে হবে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অবশ্য ৩১ আগস্টের মধ্যেই আফগানিস্তান ছাড়ার বিষয়ে বদ্ধ পরিকর। আফগানিস্তান ছাড়ার সকল চেষ্টাই তিনি চালিয়ে যাচ্ছেন। আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন করতে যুক্তরাষ্ট্র জোর গতিতে কাজ করছে বলে তিনি জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বুধবার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
হোয়াইট হাউসে মঙ্গলবার (২৪ আগস্ট) জো বাইডেন বলেন, ‘যত দ্রুত আফগানিস্তান ত্যাগ করা যায় ততই ভালো।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে কিছু মার্কিন সেনাকে সরিয়ে আনা হয়েছে। গত নয় দিন আগে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ৭০ হাজার ৭০০ জনকে উড়োজাহাজে করে সরিয়ে নেওয়া হয়েছে।
জো বাইডেন বলেন, ‘আমাদের লোকদের কাবুল থেকে বের করে নিয়ে আসতে তালেবান বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।’ তিনি আরও বলেন, ‘তালেবানের কর্মকাণ্ডের মাধ্যমেই আন্তর্জাতিক সম্প্রদায় তাঁদের মূল্যায়ন করবে।’
বাইডেন জানান, কাবুল থেকে মানুষকে সরিয়ে আনার কাজ শিগগিরই শেষ হবে। আফগানিস্তানে আইএসের হুমকি ক্রমেই বাড়ছে বলে সতর্ক করেন তিনি।
আশরাফ গনির সরকারকে হটিয়ে গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান। তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি অনুযায়ী আগামী ৩১ আগস্টের মধ্যে অবশ্যই যুক্তরাষ্ট্রকে আফগানিস্তানের ভূখণ্ড ছাড়তে হবে।
আফগানিস্তান ছাড়া নিয়ে মিত্র ও তালেবান উভমুখী চাপে রয়েছে যুক্তরাষ্ট্র। একদিকে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো ৩১ আগস্টের যে সময়সীমা সেটি বাড়াতে চাপ দিচ্ছে। অন্যদিকে তালেবান বলছে, নির্ধারিত সময়সীমার মধ্যেই আফগানিস্তান ছাড়তে হবে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অবশ্য ৩১ আগস্টের মধ্যেই আফগানিস্তান ছাড়ার বিষয়ে বদ্ধ পরিকর। আফগানিস্তান ছাড়ার সকল চেষ্টাই তিনি চালিয়ে যাচ্ছেন। আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন করতে যুক্তরাষ্ট্র জোর গতিতে কাজ করছে বলে তিনি জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বুধবার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
হোয়াইট হাউসে মঙ্গলবার (২৪ আগস্ট) জো বাইডেন বলেন, ‘যত দ্রুত আফগানিস্তান ত্যাগ করা যায় ততই ভালো।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে কিছু মার্কিন সেনাকে সরিয়ে আনা হয়েছে। গত নয় দিন আগে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ৭০ হাজার ৭০০ জনকে উড়োজাহাজে করে সরিয়ে নেওয়া হয়েছে।
জো বাইডেন বলেন, ‘আমাদের লোকদের কাবুল থেকে বের করে নিয়ে আসতে তালেবান বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।’ তিনি আরও বলেন, ‘তালেবানের কর্মকাণ্ডের মাধ্যমেই আন্তর্জাতিক সম্প্রদায় তাঁদের মূল্যায়ন করবে।’
বাইডেন জানান, কাবুল থেকে মানুষকে সরিয়ে আনার কাজ শিগগিরই শেষ হবে। আফগানিস্তানে আইএসের হুমকি ক্রমেই বাড়ছে বলে সতর্ক করেন তিনি।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেই ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশাসনের শীর্ষ মুখগুলোকে বেছে নিতে শুরু করেন। সর্বশেষ কৃষিমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন দীর্ঘদিনের সহকর্মী ব্রুক রোলিন্সকে। অর্থাৎ ২০ জানুয়ারি হোয়াইট হাউসে প্রবেশের আগে ১৫ সদস্য নিয়ে ট্রাম্প তাঁর মন্ত্রিসভা জন্য চূড়ান্ত করে ফেলেছেন।
১ ঘণ্টা আগেসাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তাঁর সমর্থকেরা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বড় জমায়াতের প্রস্তুতি নিয়েছে। তবে এই মিছিল ঠেকাতে মরিয়া এখন দেশটির ক্ষমতাসীন সরকার। এ জন্য ইসলামাবাদে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শহরের বেশ কয়েকটি এলাকায় মোবাইল ও ইন্টারনেট সেবা স্থগিত করা হয়েছে।
২ ঘণ্টা আগেতীব্র ঝড়ের মধ্যে অত্যন্ত দক্ষতার সঙ্গে লন্ডনে বিমান অবতরণ করে প্রশংসার জোয়ারে ভাসছেন সৌদি পতাকাবাহী সৌদিয়া এয়ারলাইনসের এক পাইলট। সোমবার গালফ নিউজ জানিয়েছে, ব্রিটেনে আঘাত হানা শক্তিশালী স্টর্ম বার্ট ঝড়ে ভারী তুষার ও বৃষ্টিপাত এবং প্রবল বাতাসের সৃষ্টি হয়েছিল। এই ঝড় যোগাযোগ ব্যবস্থায়ও বড় ধরনের বিশৃঙ্খল
৪ ঘণ্টা আগেমিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, এ কারণেই মিয়ানমার জান্তা বাহিনীকে একটি যৌথ নিরাপত্তা কোম্পানি (জেভিএসসি) গঠনের প্রস্তাব দিয়েছে চীন। এটি মিয়ানমারের গণমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং জান্তার শীর্ষ সামরিক নেতাদের মধ্যে অস্বস্তি
৪ ঘণ্টা আগে