অনলাইন ডেস্ক
আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনারকে দুর্নীতির অভিযোগে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। এর প্রতিবাদে ক্রিস্টিনা ফার্নান্দেজের হাজার হাজার সমর্থক নেমে এসেছেন রাস্তায়। তাঁরা শনিবার দিনভর বিক্ষোভ করেছেন, পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় শনিবার ক্রিস্টিনা ফার্নান্দেজ তাঁর বাড়ির সামনে একটি অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশে বক্তৃতা দিয়েছেন এবং বিক্ষোভ থামানোর অনুরোধ করেছেন। তিনি বলেছেন, ‘গণতন্ত্রে মত প্রকাশের স্বাধীনতা সবারই রয়েছে। আমি আপনাদের ধন্যবাদ জানাই। আপনারা এবার একটু বিশ্রাম নিন।’
রয়টার্স জানিয়েছে, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে এবং পুলিশ দুজনকে আটক করেছে। সংঘর্ষে সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকার সময় ক্রিস্টিনা ফার্নান্দেজ সরকারি তহবিল সরানোর সঙ্গে জড়িত ছিলেন এবং রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন বলে অভিযোগ করেছিলেন আইনজীবীরা। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আদালতের এই রায়ের প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ করতে নামেন ক্রিস্টিনার হাজার হাজার সমর্থক। শনিবার সবচেয়ে বড় বিক্ষোভটি হয়েছে ক্রিস্টিনার বুয়েনস আইরেসের বাড়ির সামনে। বিক্ষোভ ঠেকাতে পুলিশ ‘প্রতিরোধক বেড়া’ স্থাপন করেছিল।
বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেছেন, ফার্নান্দেজ বিচারিক নিপীড়নের শিকার হয়েছেন। বুয়েনস আইরেসের মেয়র পুলিশ দিয়ে বিক্ষোভ ঠেকাতে চাইছেন বলেও অভিযোগ করেছেন তাঁরা। পরে বিকেলের দিকে পুলিশের বেড়া ভেঙে ফেলেন বিক্ষোভকারীরা এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশ জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে।
আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনারকে দুর্নীতির অভিযোগে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। এর প্রতিবাদে ক্রিস্টিনা ফার্নান্দেজের হাজার হাজার সমর্থক নেমে এসেছেন রাস্তায়। তাঁরা শনিবার দিনভর বিক্ষোভ করেছেন, পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় শনিবার ক্রিস্টিনা ফার্নান্দেজ তাঁর বাড়ির সামনে একটি অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশে বক্তৃতা দিয়েছেন এবং বিক্ষোভ থামানোর অনুরোধ করেছেন। তিনি বলেছেন, ‘গণতন্ত্রে মত প্রকাশের স্বাধীনতা সবারই রয়েছে। আমি আপনাদের ধন্যবাদ জানাই। আপনারা এবার একটু বিশ্রাম নিন।’
রয়টার্স জানিয়েছে, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে এবং পুলিশ দুজনকে আটক করেছে। সংঘর্ষে সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকার সময় ক্রিস্টিনা ফার্নান্দেজ সরকারি তহবিল সরানোর সঙ্গে জড়িত ছিলেন এবং রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন বলে অভিযোগ করেছিলেন আইনজীবীরা। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আদালতের এই রায়ের প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ করতে নামেন ক্রিস্টিনার হাজার হাজার সমর্থক। শনিবার সবচেয়ে বড় বিক্ষোভটি হয়েছে ক্রিস্টিনার বুয়েনস আইরেসের বাড়ির সামনে। বিক্ষোভ ঠেকাতে পুলিশ ‘প্রতিরোধক বেড়া’ স্থাপন করেছিল।
বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেছেন, ফার্নান্দেজ বিচারিক নিপীড়নের শিকার হয়েছেন। বুয়েনস আইরেসের মেয়র পুলিশ দিয়ে বিক্ষোভ ঠেকাতে চাইছেন বলেও অভিযোগ করেছেন তাঁরা। পরে বিকেলের দিকে পুলিশের বেড়া ভেঙে ফেলেন বিক্ষোভকারীরা এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশ জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে।
গঙ্গার পরিচ্ছন্নতা ও পানির মান নিয়ে বিতর্কিত প্রশ্ন তুলেছেন শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের ভাইপো রাজ ঠাকরে। তিনি বলেছেন, দূষিত ও নোংরা গঙ্গার পানিতে তিনি কোনো অবস্থাতেই স্নান করবেন না। তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান, অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসুন এবং মাথা খাটিয়ে কাজ করুন। পিটিআইয়ের এক
২৬ মিনিট আগেইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হলে উপসাগরীয় অঞ্চলে পানি সরবরাহ বিপর্যস্ত হতে পারে বলে সতর্ক করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল থানি। তিনি বলেন, এতে সমুদ্র সম্পূর্ণভাবে দূষিত হয়ে যাবে, ফলে কাতারসহ গোটা অঞ্চল পানি সংকটে পড়বে।
৩৫ মিনিট আগেসিরিয়ার নিরাপত্তা বাহিনী গত বৃহস্পতিবার থেকে ভূমধ্যসাগরীয় উপকূলের লাতাকিয়া ও তার্তুস অঞ্চলে ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছে বলে জানা গেছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, শুক্র ও শনিবার আলাওয়ি সম্প্রদায়কে লক্ষ্য করে সংঘটিত প্রায় ৩০টি ‘গণহত্যায়’
১ ঘণ্টা আগেতৈরি হচ্ছে বিশাল এক অ্যাপার্টমেন্ট, কিন্তু নেই কোনো ইট–বালু সিমেন্ট ভাঙা বা মেশানোর বিকট কোনো শব্দ। প্রচলিত পদ্ধতি নয়, আধুনিক থ্রি-ডি প্রিন্টারের মাধ্যমে এই বাড়ি নির্মাণ করছেন অস্ট্রেলিয়ার মেলবোর্নের বাসিন্দা আহমেদ মাহিল।
৩ ঘণ্টা আগে