Ajker Patrika

জঙ্গি হামলা মোকাবিলার লক্ষ্য সফল হয়েছে: বাইডেন

অনলাইন ডেস্ক
জঙ্গি হামলা মোকাবিলার লক্ষ্য সফল হয়েছে: বাইডেন

সশস্ত্র গোষ্ঠী তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর থেকেই নীরবতা পালন করছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অবশেষে তিনি নীরবতা ভেঙে আফগানিস্তান ইস্যুতে বক্তব্য দিয়েছেন। 

গতকাল সোমবার (১৬ আগস্ট) হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে জো বাইডেন বলেন, ‘আফগানিস্তানে দেশ গঠনের কোনো লক্ষ্যই ছিল না যুক্তরাষ্ট্রের। তবে জঙ্গি হামলা মোকাবিলার যে লক্ষ্য ছিল, সেটি সফল হয়েছে। আল কায়দাকে দুর্বল করে দেওয়া হয়েছে। আফগানিস্তানে আমাদের অভিযানের একটাই লক্ষ্য ছিল, যেন যুক্তরাষ্ট্রে জঙ্গি হামলার জন্য দেশটির মাটি ব্যবহার না হয়।’ 

জো বাইডেন বলেন, ‘যেখানে আফগান বাহিনী নিজেদের জন্যই লড়াই করতে চায় না, সেখানে যুদ্ধ করে আমেরিকান বাহিনীর নিহত হওয়া উচিত না।’ 

সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন সমালোচনা থাকলেও বাইডেন বলেন, ‘আফগানিস্তানে মার্কিন সামরিক সম্পৃক্ততার অবসানই সঠিক সিদ্ধান্ত।’ 

বাইডেন আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের চতুর্থ প্রেসিডেন্ট হিসেবে আমি আফগানিস্তানে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছি। পঞ্চম প্রেসিডেন্ট হিসেবে আফগানিস্তানে যুদ্ধ পরিচালনার জন্য আমি আর এই যুদ্ধের দায় রাখতে চাই না।’ 

উল্লেখ্য, চলতি বছর এপ্রিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর থেকেই আফগানিস্তান দখলে নিতে শুরু করে তালেবান। অবশেষে গত রোববার (১৫ আগস্ট) পুরো আফগানিস্তানের দখল নেয় সশস্ত্র গোষ্ঠীটি। তালেবানের ক্ষমতা দখলের পর অনেকেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দুষেছেন। আফগানিস্তান ইস্যুতে বাইডেনের পদত্যাগ দাবি করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয় বিশ্বের নেতা হওয়ার পথে দিল্লির বাধা চীনের উত্থান: ভারতীয় সেনাপ্রধান

আসামির জবানবন্দি: মাগুরার শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে ধর্ষণ করা হয়

ইউএনওর ফেসবুক পেজ হ্যাক করে পোস্ট, ‘করলাম না এই প্রশাসনের চাকরি’

রেমিট্যান্সের নামে ৭৩০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন একজন, কার কথা বললেন এনবিআর চেয়ারম্যান

অতিরিক্ত দায়িত্ব পালনে খাওয়ার খরচ চায় পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত