Ajker Patrika

মেক্সিকো-মার্কিন সীমান্তে অভিবাসী বন্দিশিবিরে অগ্নিকাণ্ড, নিহত অন্তত ৩৯ 

অনলাইন ডেস্ক
আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১৯: ৩৭
মেক্সিকো-মার্কিন সীমান্তে অভিবাসী বন্দিশিবিরে অগ্নিকাণ্ড, নিহত অন্তত ৩৯ 

মেক্সিকোর উত্তর সীমান্ত শহর সিউদাদ জুয়ারেজের একটি অভিবাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে অন্তত ৩৯ জন মারা গেছেন। আজ মঙ্গলবার দেশটির কর্মকর্তারা যুক্তরাষ্ট্রভিত্তিক সম্প্রচার মাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছেন। সম্প্রচার মাধ্যমটি এ বিষয়ে বিস্তারিত জানতে মেক্সিকোর অভিবাসন কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে। 

কর্তৃপক্ষ জানিয়েছে যে শহরের রাস্তা থেকে প্রায় ৭১ জন অভিবাসীকে তুলে নেওয়ার পরে ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউটের (আইএনএম) অফিসে আগুন লাগে। আগুনের কারণ বা ক্ষতিগ্রস্তদের জাতীয়তা প্রকাশ করেনি মেক্সিকোর ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট। তবে তাঁরা অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত শুরু করেছে। 

সিউদাদ জুয়ারেজের ফেডারেল ডেপুটি আন্দ্রেয়া শ্যাভেজ মঙ্গলবার টুইট করেছেন, ‘সিউদাদ জুয়ারেজের আইএনএমের ভেতরে এ আগুনের ঘটনা আমাদের গভীরভাবে শোকাহত করেছে। হতাহতদের পরিচয় জানতে অফিশিয়াল তথ্যের জন্য অপেক্ষা করছি। আমরা অভিবাসীদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। ইতিমধ্যে এফজিআর তদন্ত শুরু করেছে।’ 

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের পাশে মরদেহ বহনের ব্যাগগুলো সারিবদ্ধ ছিল। কেন্দ্রে অভিবাসীদের বেশির ভাগই ভেনেজুয়েলার। 

যুক্তরাষ্ট্রের সীমান্ত অতিক্রম করতে গিয়ে মেক্সিকোতে সাম্প্রতিক বছরগুলোতে ঘটা বিপর্যয়কারী দাবানলগুলোর মধ্য এটি অন্যতম। এ বছরের শুরুর দিকে বাইডেন প্রশাসন সীমান্তে অভিবাসীদের সংখ্যা রোধ করতে চেষ্টা করেছিল। 

ফেব্রুয়ারিতে এটি একটি নতুন নিয়ম প্রকাশ করেছে যা অন্যান্য দেশের মধ্য দিয়ে ভ্রমণ করা অভিবাসীদের মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয়ের জন্য আবেদন নিষিদ্ধ করে। এটি ট্রাম্পের শাসনামলের নীতির বিপরীত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত