অনলাইন ডেস্ক
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার করেছে দেশটির সিক্রেট সার্ভিস। গত সোমবার আইনপ্রণেতাদের কাছে দেওয়া সাক্ষ্যে এ নিয়ে কথা বলেছেন সিক্রেট সার্ভিসের প্রধান কিমবারলি শিয়াটেল। তিনি বলেন, ‘সিক্রেট সার্ভিসের কাছে এ বিষয়ে আগাম কোনো খবর ছিল না। আমাদের ব্যর্থতা স্বীকার করছি। সংস্থার প্রধান হিসেবে আমি এর দায় নিচ্ছি।’
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, ওই ঘটনার পর ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছেন বলেও জানান কিমবারলি শিয়াটেল। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, কংগ্রেসে রিপাবলিকান আইনপ্রণেতাদের একাংশ দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য কিমবারলির পদত্যাগ দাবি করেছেন।
সিক্রেট সার্ভিসের প্রধান জানিয়েছেন, ‘আমি প্রয়োজনে পদত্যাগে প্রস্তুত।’ তিনি বলেছেন, ‘তবে সাবেক প্রেসিডেন্টকে যথেষ্ট নিরাপত্তা দেওয়া হয়নি, এমন অভিযোগ সঠিক নয়।’
গত মঙ্গলবার শিয়াটেল তাঁর পদত্যাগপত্রে বলেছেন, তিনি সব সময় তাঁর এজেন্সির প্রয়োজনকেই বড় করে দেখেছেন এবং তিনি দুঃখভারাক্রান্ত হৃদয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেছেন, ‘গত সপ্তাহজুড়ে যে সমালোচনা চলেছে তার গভীরতা অনেক বেশি এবং যেহেতু আমাদের (সিক্রেট সার্ভিসের) কার্যক্রম বাড়ছে, তাই আগামী দিনে এই সমালোচনা বাড়তেই থাকবে।’
ট্রাম্পের নির্বাচনী দলের এসংক্রান্ত অভিযোগ নাকচ করে দিয়ে কিমবারলি বলেন, প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা যথেষ্ট বাড়ানো হয়েছে। তাঁর ওপর আক্রমণের আশঙ্কা যত বাড়ছে, নিরাপত্তাও তত বেশি বাড়ানো হচ্ছে। সুতরাং সাবেক প্রেসিডেন্টকে যথাযথ নিরাপত্তা দেওয়া হচ্ছে না এমন মন্তব্য গ্রহণযোগ্য নয়।
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় এক প্রচার সমাবেশে ট্রাম্পের ওপর হামলা চালানো হয়। তবে সিক্রেট সার্ভিস বলছে, ওই সভা নিয়ে ট্রাম্প শিবির থেকে তাদের যে তথ্য দেওয়া হয়েছিল, তার ওপর ভিত্তি করেই সমাবেশের নিরাপত্তার ব্যবস্থা করা হয়। সেখানে নিরাপত্তার কোনো ঘাটতি ছিল না।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার করেছে দেশটির সিক্রেট সার্ভিস। গত সোমবার আইনপ্রণেতাদের কাছে দেওয়া সাক্ষ্যে এ নিয়ে কথা বলেছেন সিক্রেট সার্ভিসের প্রধান কিমবারলি শিয়াটেল। তিনি বলেন, ‘সিক্রেট সার্ভিসের কাছে এ বিষয়ে আগাম কোনো খবর ছিল না। আমাদের ব্যর্থতা স্বীকার করছি। সংস্থার প্রধান হিসেবে আমি এর দায় নিচ্ছি।’
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, ওই ঘটনার পর ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছেন বলেও জানান কিমবারলি শিয়াটেল। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, কংগ্রেসে রিপাবলিকান আইনপ্রণেতাদের একাংশ দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য কিমবারলির পদত্যাগ দাবি করেছেন।
সিক্রেট সার্ভিসের প্রধান জানিয়েছেন, ‘আমি প্রয়োজনে পদত্যাগে প্রস্তুত।’ তিনি বলেছেন, ‘তবে সাবেক প্রেসিডেন্টকে যথেষ্ট নিরাপত্তা দেওয়া হয়নি, এমন অভিযোগ সঠিক নয়।’
গত মঙ্গলবার শিয়াটেল তাঁর পদত্যাগপত্রে বলেছেন, তিনি সব সময় তাঁর এজেন্সির প্রয়োজনকেই বড় করে দেখেছেন এবং তিনি দুঃখভারাক্রান্ত হৃদয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেছেন, ‘গত সপ্তাহজুড়ে যে সমালোচনা চলেছে তার গভীরতা অনেক বেশি এবং যেহেতু আমাদের (সিক্রেট সার্ভিসের) কার্যক্রম বাড়ছে, তাই আগামী দিনে এই সমালোচনা বাড়তেই থাকবে।’
ট্রাম্পের নির্বাচনী দলের এসংক্রান্ত অভিযোগ নাকচ করে দিয়ে কিমবারলি বলেন, প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা যথেষ্ট বাড়ানো হয়েছে। তাঁর ওপর আক্রমণের আশঙ্কা যত বাড়ছে, নিরাপত্তাও তত বেশি বাড়ানো হচ্ছে। সুতরাং সাবেক প্রেসিডেন্টকে যথাযথ নিরাপত্তা দেওয়া হচ্ছে না এমন মন্তব্য গ্রহণযোগ্য নয়।
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় এক প্রচার সমাবেশে ট্রাম্পের ওপর হামলা চালানো হয়। তবে সিক্রেট সার্ভিস বলছে, ওই সভা নিয়ে ট্রাম্প শিবির থেকে তাদের যে তথ্য দেওয়া হয়েছিল, তার ওপর ভিত্তি করেই সমাবেশের নিরাপত্তার ব্যবস্থা করা হয়। সেখানে নিরাপত্তার কোনো ঘাটতি ছিল না।
সদ্য সমাপ্ত মহাকুম্ভের সাফল্যের গল্প শুনিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্য বিধানসভায় দেওয়া এক ভাষণে তিনি জানিয়েছেন, একজন নৌকার মালিক ও তাঁর পরিবার মেলার ৪৫ দিনে ৩০ কোটি রুপি আয় করেছে। মুখ্যমন্ত্রীর মতে, এই নৌকার মালিকের ১৩০টি নৌকা ছিল; যার প্রতিটি থেকে তিনি মেলার সময় গড়ে ২৩ লাখ
৮ মিনিট আগেপ্রতি বছর অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ১ কোটিরও বেশি ফলখেকো বাদুড় আফ্রিকার বিভিন্ন স্থান থেকে উড়ে এসে জাম্বিয়ার কাসাঙ্কা ন্যাশনাল পার্কে জড়ো হয়। বাৎসরিক এই ঘটনাটিকে বিশ্বের অন্যতম বৃহত্তম স্তন্যপায়ী প্রাণীর অভিবাসন হিসেবে চিহ্নিত করা হয়। এই পার্কটি বিস্তীর্ণ মিয়োম্বো বনভূমির অংশ।
৩৮ মিনিট আগেইউক্রেনে গোয়েন্দা সহায়তা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য দেন।
১ ঘণ্টা আগেরাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভবিষ্যৎ আলোচনাগুলোতে ইরানের পরমাণু কর্মসূচি নিয়েও বিস্তারিত আলোচনা হবে বলে জানিয়েছে ক্রেমলিন। আজ বুধবার ক্রেমলিন সূত্রে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে গত মাসে সৌদি আরবে অনুষ্ঠিত দুই দেশের মধ্যকার প্রাথমিক আলোচনায়ও বিষয়টি ‘আলোচিত হয়েছে’ বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে