অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের উপকণ্ঠে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে বন্দুক হামলার ঘটনায় সন্দেহভাজন এক তরুণকে আটক করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। আটক তরুণের নাম রবার্ট ই ক্রিমো থ্রি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় সোমবার বন্দুকধারীর গুলিতে শিকাগোর হাইল্যান্ড পার্কের কুচকাওয়াজে ছয় ব্যক্তি নিহত হন এবং ২৪ জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
মার্কিন পুলিশ জানিয়েছে, আটক রবার্ট ই ক্রিমোর বয়স ২২। তাঁকে ধাওয়া করে আটক করা হয়েছে। তিনি একটি উচ্চক্ষমতাসম্পন্ন রাইফেল থেকে গুলি ছুড়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। স্থানীয় সময় সকাল সোয়া ১০টার দিকে কুচকাওয়াজ শুরু হওয়ার কিছু পরেই তিনি গুলি করতে শুরু করেন।
পুলিশ আরও জানিয়েছে, কুচকাওয়াজ স্থলের কাছের একটি দোকানের ছাদ থেকে তিনি গুলি চালিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাঁর কাছ থেকে আগ্নেয়াস্ত্রের প্রমাণ উদ্ধার করা হয়েছে।
আনন্দ নামের একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, ‘আমি এই শহরে নিজেকে খুব নিরাপদ মনে করতাম, কিন্তু আজ যা ঘটল তা খুবই বিরল। অস্বাভাবিক একটা ব্যাপার। প্রথমে ভেবেছিলাম কোনো গাড়ির টায়ার বিস্ফোরণ ঘটেছে। লোকজন ভয়ে দৌড়াতে শুরু করে। আমরাও দৌড়াতে শুরু করি।’
নোয়েল হারা নামের আরেক প্রত্যক্ষদর্শী বলেছেন, তিনি তাঁর ছেলেকে কুচকাওয়াজের জায়গায় নামিয়ে দিয়ে স্টারবাকসে সকালের নাশতা করছিলেন। হঠাৎ করেই বিশৃঙ্খলার আওয়াজ শুনতে পান। পরে তিনিসহ আরও অনেকে স্টারবাকসের শৌচাগারে আশ্রয় নেন।
পুলিশ জানিয়েছে, আটক ক্রিমোর বিরুদ্ধ এখনো কোনো অভিযোগ নথিভুক্ত করা হয়নি। তিনি কোন উদ্দেশ্যে হামলা চালিয়েছেন সেটিও স্পষ্ট নয়।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ক্রিমোর অ্যাকাউন্ট স্থগিত করে দিয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইলিনয়ের গভর্নর জে রবার্ট প্রিটজকার বলেছেন, ‘বন্দুক হামলা দিনে দিনে আমেরিকান ঐতিহ্য হয়ে উঠছে। তার পরও অনেকেই বলবেন, বন্দুক হামলা নিয়ে কথা বলার সময় এখন নয়। কিন্তু আমি বলব, এর চেয়ে ভালো দিন আর নেই। এখনই বন্দুক সহিংসতা বন্ধ করতে হবে।’
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের উপকণ্ঠে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে বন্দুক হামলার ঘটনায় সন্দেহভাজন এক তরুণকে আটক করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। আটক তরুণের নাম রবার্ট ই ক্রিমো থ্রি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় সোমবার বন্দুকধারীর গুলিতে শিকাগোর হাইল্যান্ড পার্কের কুচকাওয়াজে ছয় ব্যক্তি নিহত হন এবং ২৪ জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
মার্কিন পুলিশ জানিয়েছে, আটক রবার্ট ই ক্রিমোর বয়স ২২। তাঁকে ধাওয়া করে আটক করা হয়েছে। তিনি একটি উচ্চক্ষমতাসম্পন্ন রাইফেল থেকে গুলি ছুড়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। স্থানীয় সময় সকাল সোয়া ১০টার দিকে কুচকাওয়াজ শুরু হওয়ার কিছু পরেই তিনি গুলি করতে শুরু করেন।
পুলিশ আরও জানিয়েছে, কুচকাওয়াজ স্থলের কাছের একটি দোকানের ছাদ থেকে তিনি গুলি চালিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাঁর কাছ থেকে আগ্নেয়াস্ত্রের প্রমাণ উদ্ধার করা হয়েছে।
আনন্দ নামের একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, ‘আমি এই শহরে নিজেকে খুব নিরাপদ মনে করতাম, কিন্তু আজ যা ঘটল তা খুবই বিরল। অস্বাভাবিক একটা ব্যাপার। প্রথমে ভেবেছিলাম কোনো গাড়ির টায়ার বিস্ফোরণ ঘটেছে। লোকজন ভয়ে দৌড়াতে শুরু করে। আমরাও দৌড়াতে শুরু করি।’
নোয়েল হারা নামের আরেক প্রত্যক্ষদর্শী বলেছেন, তিনি তাঁর ছেলেকে কুচকাওয়াজের জায়গায় নামিয়ে দিয়ে স্টারবাকসে সকালের নাশতা করছিলেন। হঠাৎ করেই বিশৃঙ্খলার আওয়াজ শুনতে পান। পরে তিনিসহ আরও অনেকে স্টারবাকসের শৌচাগারে আশ্রয় নেন।
পুলিশ জানিয়েছে, আটক ক্রিমোর বিরুদ্ধ এখনো কোনো অভিযোগ নথিভুক্ত করা হয়নি। তিনি কোন উদ্দেশ্যে হামলা চালিয়েছেন সেটিও স্পষ্ট নয়।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ক্রিমোর অ্যাকাউন্ট স্থগিত করে দিয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইলিনয়ের গভর্নর জে রবার্ট প্রিটজকার বলেছেন, ‘বন্দুক হামলা দিনে দিনে আমেরিকান ঐতিহ্য হয়ে উঠছে। তার পরও অনেকেই বলবেন, বন্দুক হামলা নিয়ে কথা বলার সময় এখন নয়। কিন্তু আমি বলব, এর চেয়ে ভালো দিন আর নেই। এখনই বন্দুক সহিংসতা বন্ধ করতে হবে।’
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ায় এক নিরাপত্তা চৌকিতে বোমা হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। স্থানীয় পুলিশ ও হাসপাতালের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৫ মিনিট আগেফিলিস্তিনের গাজা উপত্যকা পুনর্গঠনে বিকল্প প্রস্তাব গ্রহণ করেছে আরব দেশগুলো। গতকাল মঙ্গলবার কায়রোতে অনুষ্ঠিত জরুরি আরব সম্মেলনে বিকল্প প্রস্তাবটি উত্থাপন করে মিসর; যা সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। সম্মেলনের সমাপনী বক্তব্যে মিসরের...
১৯ মিনিট আগেহোয়াইট হাউসের ওভাল অফিসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে ব্যাপক বাগ্বিতণ্ডার পর দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হতে যাওয়া খনিজ চুক্তি ভেস্তে গিয়েছিল। তবে ট্রাম্প প্রশাসন ও ইউক্রেনের কর্মকর্তারা ফের সেই খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরের পরিকল্
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নিকটতম প্রতিবেশী কানাডা ও মেক্সিকো তাদের পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক শুল্ক আরোপের কঠোর সমালোচনা করেছে। ট্রাম্প প্রশাসনের এই ব্যাপক শুল্ক নীতি মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। একইসঙ্গে চীন থেকে আমদানি করা পণ্যের ওপরও শুল্ক বাড়ানো হয়েছে, যা তাৎক্ষণিকভাবে বেইজিং
৯ ঘণ্টা আগে