Ajker Patrika

যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসে স্কুলে গুলিতে নিহত ৩ 

অনলাইন ডেস্ক
আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১১: ১২
যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসে স্কুলে গুলিতে নিহত ৩ 

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসে একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছে। সন্দেহভাজন বন্দুকধারীও নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া আহত হয়েছে আরও সাতজন।

বিবিসির খবরে জানা যায়, সোমবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে সেন্ট্রাল ভিজ্যুয়াল অ্যান্ড পারফর্মিং আর্ট স্কুলে বন্দুক হামলা হয়। স্কুলের গেট বন্ধ থাকার পরও কীভাবে হামলাকারী প্রবেশ করেছে তা জানা যায়নি।

হামলার পরপরই ওই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। তবে হামলার প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট করেনি কর্তৃপক্ষ। সেন্ট লুইস পাবলিক স্কুল জানায়, পুলিশ বন্দুকধারীকে ‘দ্রুত আটকাতে’ পারায় হতাহতের সংখ্যা বাড়তে পারেনি।

পুলিশ বলছে, সন্দেহভাজন হামলাকারীর বয়স ১৯ বছর এবং তিনি স্কুলটির সাবেক শিক্ষার্থী। পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয় হামলাকারী। তবে স্কুলে কেন হামলা চালান তিনি তা জানা যায়নি।

সেন্ট লুইসের পুলিশ কমিশনার মাইকেল স্যাক জানান, হামলার খবরে শিক্ষার্থীরা ভয়ে ছুটতে থাকে। পরিস্থিতি দেখে স্কুল স্টাফরা দ্রুত পুলিশকে খবর দেন। ওই বন্দুকধারীর কাছে শতাধিক বুলেট এবং প্রায় এক ডজন উচ্চ ধারণক্ষমতার ম্যাগাজিন ছিল বলে জানান তিনি।

এই হামলাকে একটি মর্মান্তিক ঘটনা হিসেবে উল্লেখ করেন মাইকেল স্যাক। এফবিআইয়ের প্রতিনিধিরা ঘটনাটি তদন্ত করছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত