অনলাইন ডেস্ক
মার্কিন সিনেটে শুনানির সময় আজ মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বাধা প্রদান করেছেন যুদ্ধ-বিরোধী বিক্ষোভকারীরা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সিনেটে শুনানির সময় অসংখ্য মানুষের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে এক নারী ‘এখনই যুদ্ধবিরতি’ বলে চিৎকার শুরু করেন। সে সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন এবং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন হোয়াইট হাউসের ১০৬ বিলিয়ন ডলার জাতীয় নিরাপত্তা তহবিল অনুমোদনের বিষয়ে সাক্ষ্য দিচ্ছিলেন। এই অর্থের মধ্যে হামাসের বিরুদ্ধে ইসরায়েলকে সহযোগিতা করার জন্য ১৪ দশমিক ৩ বিলিয়ন অন্তর্ভুক্ত আছে।
প্রতিবেদনে বলা হয়—বাধার মুখে একাধিকবার সাক্ষ্য থামিয়ে দিতে বাধ্য হন ব্লিঙ্কেন। একপর্যায়ে ক্যাপিটল হিলের পুলিশেরা ওই কক্ষ থেকে বিক্ষোভকারীদের বের করে দেয়।
পুলিশ জানিয়েছে, ডার্কসেন সিনেট অফিস ভবনের ভেতরে অবৈধভাবে বিক্ষোভ করার জন্য ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা শুনানিতে বাধা দিয়েছে তাদের মধ্যে কয়েকজন যুদ্ধবিরোধী গ্রুপ কোডপিঙ্ক-এর সঙ্গে যুক্ত। তারা ইউক্রেনে অস্ত্র পাঠানো বন্ধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে।
গোলাপি পোশাক পরা বিক্ষোভকারীদের অনেকেই ‘গাজা অবরোধে না’ স্লোগান লেখা ফেস্টুন প্রদর্শন করেন।
যুদ্ধ বিরোধী সংগঠন কোডপিঙ্ক নিশ্চিত করেছে যে, তাদের বেশ কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অনেকেই রক্তের প্রতীক হিসেবে হাতের তালু লাল রং করে এসেছিলেন।
এদিকে ব্লিঙ্কেন তার বক্তব্যের শেষে প্রতিবাদকারীদের আবেগের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, ‘আমরা সবাই নাগরিক জীবন রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সবাই এর অবসান দেখতে বদ্ধপরিকর।’
তবে ব্লিঙ্কেন এটাও যোগ করেছেন যে—মিত্রদের পাশে থাকা যুক্তরাষ্ট্রের জন্য অপরিহার্য।
মার্কিন সিনেটে শুনানির সময় আজ মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বাধা প্রদান করেছেন যুদ্ধ-বিরোধী বিক্ষোভকারীরা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সিনেটে শুনানির সময় অসংখ্য মানুষের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে এক নারী ‘এখনই যুদ্ধবিরতি’ বলে চিৎকার শুরু করেন। সে সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন এবং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন হোয়াইট হাউসের ১০৬ বিলিয়ন ডলার জাতীয় নিরাপত্তা তহবিল অনুমোদনের বিষয়ে সাক্ষ্য দিচ্ছিলেন। এই অর্থের মধ্যে হামাসের বিরুদ্ধে ইসরায়েলকে সহযোগিতা করার জন্য ১৪ দশমিক ৩ বিলিয়ন অন্তর্ভুক্ত আছে।
প্রতিবেদনে বলা হয়—বাধার মুখে একাধিকবার সাক্ষ্য থামিয়ে দিতে বাধ্য হন ব্লিঙ্কেন। একপর্যায়ে ক্যাপিটল হিলের পুলিশেরা ওই কক্ষ থেকে বিক্ষোভকারীদের বের করে দেয়।
পুলিশ জানিয়েছে, ডার্কসেন সিনেট অফিস ভবনের ভেতরে অবৈধভাবে বিক্ষোভ করার জন্য ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা শুনানিতে বাধা দিয়েছে তাদের মধ্যে কয়েকজন যুদ্ধবিরোধী গ্রুপ কোডপিঙ্ক-এর সঙ্গে যুক্ত। তারা ইউক্রেনে অস্ত্র পাঠানো বন্ধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে।
গোলাপি পোশাক পরা বিক্ষোভকারীদের অনেকেই ‘গাজা অবরোধে না’ স্লোগান লেখা ফেস্টুন প্রদর্শন করেন।
যুদ্ধ বিরোধী সংগঠন কোডপিঙ্ক নিশ্চিত করেছে যে, তাদের বেশ কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অনেকেই রক্তের প্রতীক হিসেবে হাতের তালু লাল রং করে এসেছিলেন।
এদিকে ব্লিঙ্কেন তার বক্তব্যের শেষে প্রতিবাদকারীদের আবেগের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, ‘আমরা সবাই নাগরিক জীবন রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সবাই এর অবসান দেখতে বদ্ধপরিকর।’
তবে ব্লিঙ্কেন এটাও যোগ করেছেন যে—মিত্রদের পাশে থাকা যুক্তরাষ্ট্রের জন্য অপরিহার্য।
ইসরায়েল ও হামাস ইঙ্গিত দিয়েছে যে, তারা দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতির আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে। দুই পক্ষ থেকে এমন এক সময়ে এই ইঙ্গিত এল, যখন মধ্যস্থতাকারীরা গত ১৯ জানুয়ারিতে শুরু হয়ে শেষ হয়ে যাওয়া ৪২ দিনের যুদ্ধবিরতি বাড়ানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে...
৩ মিনিট আগেরাশিয়ার সিরিজ হামলায় ইউক্রেনে নিহত হয়েছেন ২৫ জন। গত শুক্র ও শনিবার ইউক্রেনজুড়ে বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে রুশ সেনারা। ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি, আল-জাজিরা জানিয়েছে, শুধু দোনেৎস্কেই প্রাণ গেছে কমপক্ষে ১১ জনের, আহত হয়েছে প্রায় অর্ধশত মানুষ, যাদের মধ্যে ৬টিই শিশু।
২ ঘণ্টা আগেবাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে কলকাতায় দেশটির পর্যটক উপস্থিতি একেবারেই নগণ্য। আর এবারের রমজানে বাংলাদেশি পর্যটকের অনুপস্থিতি কলকাতার নিউ মার্কেট এলাকার ব্যবসায় বড় ধরনের প্রভাব ফেলেছে। অনেক খুচরা বিক্রেতা বিক্রয়ে ব্যাপক পতনের কথা জানাচ্ছেন। মহামারির পর এবারই প্রথম বাংলাদেশি পর্যটকেরা এই বিপণি...
২ ঘণ্টা আগেআরব বিশ্ব গৃহীত মিসরের গাজা পুনর্গঠন পরিকল্পনার সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে ইউরোপের শীর্ষ দেশগুলো। ফ্রান্স, জার্মানি, ইতালি ও ব্রিটেন জানিয়েছে, তারা মিসর উত্থাপিত গাজা পরিকল্পনা সমর্থন করে। ইউরোপের শীর্ষ দেশগুলোর এই প্রস্তাবকে সমর্থনের অর্থ তারা সরাসরি যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিরোধিতা করছে।
২ ঘণ্টা আগে